নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

আয়নালের গল্প । মানুষ আজিজ

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৫১


আয়নাল আমার খেলার সহপার্টি ছিল যদিও ও আমার বয়সে বড়ো । ও সহ বাচ্ছা-গাচ্ছামিলে আমাদের এক ক্রিকেট টিম ছিল, ও প্রতি শক্রবার অন্যপাড়ার সাথে খেলা বাজি লাগতো টাকা দিয়ে, প্রতিবারই ও হারতো । আমরা কেউ তেমন ভালো খেলতাম না, শুধু বার বার হারতাম । অবশেষে আয়নাল অন্যপাড়া থেকে পোলাপান বাড়া করে নিয়ে এসে ক্রিকেট খেলাতো , ও দলে আমাদের নিত না । আয়নালের খালাতো দুইভাই ছিল ফারুক ও রফিক ওরা খুব ঝগড়াটে ছিল , বোল্ট আউট হলেও ওরা জোর করে খেলতে চাইতো-ওদের মা ছিল সেকালের পুলিশ অফিসার ! তাই বারাবরই ওদের সবাই ভয় করতো আর আমাদের বরাবরই আয়নালদের জমিনেই আমাদের খেলার মাঠ ছিল, এ নিয়ে ও বার বার বড়াই করতো ! কিছু থেকে কিছু খসলেই খোটা দিত আমাদের মাঠে খেলতে আসবি না । আয়নালের বাবা কেরাসীনের ব্যবস্যা করতো তখন, আয়নাল তখন একবার ঝগড়া করে আমাদের খেলার মাঠ কেরাসীন ঢেলে রাতের অন্ধকারে জ্বালিয়ে দিয়েছিল । আমরা সবাই আয়নালের সাথে সমজতা করে চলতুম, এই যেমন :- ও যখন ব্যাট করতো খুবই আস্তে আস্তে বল করতুম ! আউট হলেও ও দু' তিনবার ব্যাট করতে পারতো ! এমন ছিল ও । আয়নাল ছিল খুবই পটুক একবার রান নিতে গিয়ে ওর মাথায় অজান্তে ঢিল গেলে মাথা ফেটে গেছিল বলে ওর খালা শকিনা বেগম পুলিশের কাছে নালিশ করে আমার নামে মামলা ঢুকিয়ে দিয়েছিল । সেকালে আমার বয়স ১২ কি ১৪ হবে, মামলার সুবাধে ওরা আমার বয়স দিয়েছিল ৩০ বছর । আয়নালের এক চাচাতো ভাইছিল নাম- কাসু ডাকাত, খেলার মাঠে ও ওর ভাইয়ের ভয় দেখাতো! বলতো তুই যদি আমার সময় জোরে বল করিস আমার ভাই কাসু ডাকাতকে তোদের বাড়ি ডাকাতী করতে পাঠিয়ে দিব ! এই ভয়েই আমরা ওর সময় কেই জোরে বল করতাম না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.