![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মিথ্যা বলা , কিছু মিথ্যা কথা ,কিছু মিথ্যা আশ্বাস,কিছু মিথ্যা ভালোবাসা ,মিথ্যা অনুরাগ আজ শক্রবার দুপুরেও বেচেঁ আছে । অন্তহীন ছায়াপথ ----জলপাইবনের ভেতর অবিরাম তোমাকে খুজিঁ প্রিয় ! তুমি কোন গাছের মত? মেহেদী পাতায় তুমি? জামপাতায় বা নেবুপাতায় ? গৌরিপুরের বড়দীঘিতে কি? শীতলক্ষ্যার তীর ঘেসে যাওয়া মুক্ত দিগন্ত স্মৃর্তির পাতায় আবার হারালে তুমি । তুমি মানে জলপায়রা,তুমি মানে গাঙচিল বা শঙ্খচিল , তুমি মানেই তো ধানসীড়ি নদীটির তীর ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৫
বিজন রয় বলেছেন: বাহ!
কিছু তুমি কিছু আমি।