![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-চলো না এই মধ্যরাত্রির দুপুরে কোথাও হারিয়ে যাই ।
রমাঃ হারাবে ! কিভাবে ?
-এই ধরো দক্ষিনা বারান্দায় হাওয়ায় দাড়িয়ে,সামনাসামনি জরিয়ে, নাচতে নাচতে ,পাক খেতে খেত বা সঙ্গম করতে করতে ।
রমাঃ তোমার যতসব আজে -বাজে কথা ! ওগুলো তো সব সময়ই হয় , হারাবে কিভাবে ?
-তাহলে কি করা যায় রমা ?
রমাঃ আমাকে হত্যা করো ফেল ।
-হত্যা করবো কেন তোমাকে? তাহলে আমাকে রেধেঁ খাওয়াবে কে?
রমাঃ অন্যকারো বিয়ে করে নিবে । পারবে না ?
-হারাতে চাচ্ছ কেন রমা?
রমাঃ শিরীষবনে হারাবো বলেই, চামেলীর গন্ধ নিতে নিতে জীবন দেখবো বহুক্ষন,মিশেলরঙাদের প্রেম আমাকে যে কাছে টানে । মানুষ তুমি যেদিন তোমার প্রথম প্রেমিকা মাধবীর গল্প করেছিলে আর বলেছিলে তোমরা কখনো কোন বিকেলে অজানা বাকাঁ গ্রামীণ পথ দিয়ে আঘ্রানের কড়া রৌদ্রের দুপুর বেলা হারিয়ে যেতে ,কখনো বন থেকে ভেসে আসতো পাপিয়ার শব্দ, তেলাকুচের লাল আভাতে প্রেম খুজেঁছিলে তোমরা । এই দেখনা কত কত দিন হলো বাইরে যাওয়া হয় না , আজ বলছো ঘরের মধ্যই হারাবে । কেন কোনদিন কি আর দেখতে মনচায় না - রাংচিতা, শেয়ালকুট,ভেরেন্ডা ,ধনচে নাটা ? এ জন্যই হত্যা হতে চাই । জীবন খুজিঁ প্রকৃতির ভেতর , গণমানুষের শব্দের ভেতর । ঘর ছোট্ট একটি জায়গা, এখানে যত বসে বসে সময় নষ্ট করবে ততই হারাবে । ছুটতে হবে ফিঙ্গেদের মত-----পাখা মেলে ।
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২
মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১২
বিজন রয় বলেছেন: রমাঃ শিরীষবনে হারাবো বলেই, চামেলীর গন্ধ নিতে নিতে জীবন দেখবো বহুক্ষন,মিশেলরঙাদের প্রেম আমাকে যে কাছে টানে।
আহ!, কি সুন্দর!!