![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় রাধিকা,
জাগ্রত তন্দ্রিমা , কাব্যপ্রেমিকার খোজেঁ শ্যামল হয়েছিলে ঘাসে ।চিবুক টেনে টেনে সংশায়ছন্ন , নিধুদের কুমড়ো টালের উপরে রাঙামুড়ির ভিড়ে দৃষ্টির ডুবসাঁতার কেটেঁছিলাম সে বেলায় । তুমি যেমন বুঝ - ঝিঙে ছাড়া মুখে সে স্বাদ রোচে না , সেটা আবার পাব কই তাই ভাটফুলের গন্ধই ঢেলে দিলাম মশলা হিসেবে । হেমার বোন এসেছিল দুপুরে মেহেদীভাটা নিয়ে ,চোখের কিনারায় মেহেদী ঢলে দিলে রাত্রির কালোদাগ মুছে যায়কি ? বসন্ত দুপুরে রৌদ্দুর রোদিয়েছে ,শিলাদের বাড়ির উঠনে শুকনো পাতায় উড়তে থাকা ধুলোর প্রেম । জামবনে কোথাও লুকিয়েছিলে শব্দ-সুর । তুমি বরফ হতে গিয়েই যত ক্রোধ,অবসাদ,নীল আবার হাওয়ার বুকে বনবিলাসী প্রেম এক একদিন এক একরকম ভোর,প্রভাত,বেচেঁ থাকা,গল্প,উদাসীনতা,মিথ্যা,সত্যা,বলা-না বলা,হারিয়ে যাওয়া আর স্মৃর্তির পাতারা ।
ভালো থেকে,
ইতি,
মানুষ
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
বিজন রয় বলেছেন: রমা থেকে রাধিকা?
রমার কি হলো?
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
মানুষ আজিজ১ বলেছেন: রমাও বেচেঁ আছে
৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১:০২
রিপি বলেছেন: বাহ। এত শব্দ কিভাবে খুঁজে পান!! চমৎকার।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯
তানজির খান বলেছেন: ভালোবাসা বেচে থাক