নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

" পরান তোমারে আইজও ডাহে "

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩১



তুমি কইছিলা বৃষ্টির পর আকাশ ফুর ফুরা হয়, কি যে ভাল্লে গে তহন । বৃষ্টির জল পদ্মার জল মিশা কই যে হারাইয়া যায়, এত এত জল ! মুনে মুনে জল কই যায় ? জ্যোষ্টর নদী,মাঠ -ঘাট শুকাইয়া চৌচির এত এত জল হারাই কই ?
তুমি জানো না জলেরও পরান থাহে ? অরা কতা কয় ,চিক্কার পারে? অদের পরান কান্দে, অরাও ভালোবাসে ।

আমি কইলাম এগুলা তোমার বানাইয়া কতা । জলের পরান কই ? তুমি কইলা ক্যান দেহনা টিনের চেলায় হুহু করে কেমন শব্দ কইরা কান্দে ? বৃষ্টির জলে যদি পরান না থাহে, চারাগাছ গুলান বাচেঁ ক্যামনে? যার পরান আছে সেই না পারে ।

হাইঞ্জা হইলেই তোমার কত ক্যাম ! এই করো , সেই করো । ক্যান জানো না কালা নিশুথীতে আমার ডর লাগে খুব ! তোমার কোনকালে আক্কেল হইলো না , তুমি আমারে সহজেই ভুইলা যাইতে পারো তবে আমি ভুলমু ক্যামনে? আমি পারুম না । সেই কোন সকলে উইঠা ওশের লগে বইসা থাহি তুমি আর আইলা না । তুমি কইছিলা ইচ্ছা হইলেই আসবা ! কিন্তু আর আইলা না । তোমারে কুড়ি বছর পরও আইজও ভুলি নাই, তোমারে ভুলা যায় না । ঐ যে তোমাগো তেতুই গাছের তলা থাইকা আমারে তাড়াইয়া দিছিলা, রোজ তেতুই টুহাই বইলা । তারপর কত কত দিন বিন্দাস ছিলাম । তুমি -আমি-আমরা-সবাই, কিন্তু একদিন!

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.