![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাবণ্যঃ জানো মানুষ পৃথিবীর মন আজ ভালো নেই ।
-ভালো নেই কেন?
লাবণ্যঃ আমি ভালো নেই তাই , আমি ভালো না থাকলে পৃথিবীও ভালো থাকে না ।
-হুম, তুমিই পৃথিবী , ঐ যে দুরে আকাশ সীমা পুরোটাতেই তোমার অবস্থান ।
লাবণ্যঃ খুব মরে যেতে ইচ্ছে করছে, যাবে আমার সাথে ।
-কোথায়?
লাবণ্যঃ মরে যাই চলো ।
-আমার ইচ্ছে মাউন্ড এভারেষ্ট থেকে লাফিয়ে মরবো , ঘরের মধ্য সিলিং ফ্যান থেকে সেটা অনেক শ্রেয় । মরে বরফে ভেতর হারিয়ে যাব কেউ খুজে পাবে না -এত সুন্দর শরীরটাও পচেঁ যাবে না তাতে ,যাকে রোজ তৈল,সাবান মেখে যত্নে রাখি ।
লাবণ্যঃ মুক্তি মিলছে না মানুষ , কি করবো ?
- পালাতে চাচ্ছ দ্রুত?
লাবণ্যঃ হুম ।
-স্বামী আবার বিয়ে করবে, ঘরে সন্তানের সত মা আসবে ।
লাবণ্যঃ ওদের যথেষ্ট বড় করে দিয়েচি, এখন আমার মুক্তি প্রয়োজন ।
-বিয়ে করবে আমাকে ?
লাবণ্যঃ তুমি আমা থেকে অনেক ছোট্ট , নাহলে ।
-বয়সের বৈষম্য !
লাবণ্যঃ আসলে আর সাংসার চাচ্ছি না ।
-তাহলে ?
লাবণ্যঃ রৌদ্দুর হতে মন চায় খুব ।
-চল না পায়ে হেটেঁ পৃথিবীটা ঘুরে বেড়াই ।
লাবণ্যঃ আমাকে নিবে মানুষ?
-চল , হারাই পৃথিবীর রৌদ্দুরে ।
২| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩
বিজন রয় বলেছেন: নতুন নায়িকা লাবণ্য!!
অনেকদিন পর আপনার লেখা।
৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:৫১
মানুষ আজিজ১ বলেছেন: হুম দাদা ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
আলোরিকা বলেছেন: পলায়নপরতা! .............জীবনের কোন না কোন স্টেজে এসে মানুষ এর মুখোমুখি হয়।

কথোপকথন ভাল লেগেছে