![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমাঃ স্বামী তুমি চৈত্রের রৌদ্দুরে হাটঁতে হাটঁতে অনেক কালো হয়ে গেছো, শরীরের চামড়া ফেটে-জ্বলসে গেছে তোমার । তুমি এত রৌদ্দুরে হেটেঁ বেড়াও কেন? আজ তোমাকে বের হতে দেব এই আগুন রৌদ্দুরে ।
- প্রয়োজনেই তো বের হতে হয় ।
রমাঃ বেধেঁ রেখে দিব তোমাকে তবুও আজ বের হতে দিব না ।
-কিসে বাধঁবে ? শাড়ীর আচঁলে? ঠুটের বন্ধনে?
রমাঃ শরীরের নীলে যদি বেধেঁ রাখি ।
-সারা রাত্রি তো তাই করলে, এখন কি স্বাধীনতা দিবে না ?
রমাঃ কোনদিন আমি তোমার স্বাধীনতার বিরোধী ছিলাম না । সন্ধের পর যখন বাসায় ফিরে আসো তোমাকে দেখতে অনেক রোগা লাগে, আমার হৃদয় জ্বলে যায় ।
-এভাবে হাটঁতে হাটঁতে একদিন বাসায় ফিরবো না, বেওয়ারিশ হয়ে যাব এই পৃথিবীর নিঃশ্বেস আলোয় ।
রমাঃ ভয় দেখাচ্ছো আমায় ?
-না, মহানগরে যেভাবে জন-অরন্য বাড়চ্ছে । কখন কার হিংস্রার ভেতর পিষে যাই কে জানি , এখন আর মানুষ হিসেবে সেরা জাতী মনে হয় না ।
রমাঃ স্বামী তুমি মনে রেখ এই পৃথিবীতে একসাথে যেদিন গৌধুলি রঙ দেখতে পাবো না, স্বপ্নে যদি হারায় মেঘের আড়ালে , যদি হারিয়ে যাও বহুদুর ঐ তারার ভেতর আমিও দ্বিতীয় বসন্ত দেখবো না এই আলোয় ।
২| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬
ইকরামুল হক চৌধুরী ওলী বলেছেন: অসাধারণ ফিনিসিং
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
দারুন ভালবাসাময় কথাগুলো।
ভাল লাগলো কথাগুলো।