![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার ফুফু মৌরিতা বাংলায় অর্নাসে পড়ে । ফুফু আমাকে মাঝে মাঝে অঙ্ক ,ইংলিশ দেখিয়ে দিত ,ভালো রেজাল্ট করার জন্য । একবার হয়ে গেল বিপদ, ফুফু ৫ মাসের অন্তসত্বা হয়ে গেল ! অথচ তার বিয়ে হয়নি । প্রথম বাসার সবাই ভাবছিলো ফুফুর শরীর বেড়ে যাচ্ছে হয়তো, এটাতো কোন কোন সময় সবারই হয় ! কেউ ভাবেনি সে অন্তসত্বা । এ নিয়ে ফুফুর সাথে বাসার সবার অন্তদন্ধ চলছিল, ফুফু কিছুতেই মুখ খুলছিলো না তার অনাগত সন্তানের বাবা কে । মা, আপু,দিদা সবাই তার জেদের কাছে পরাজিত হল । পাড়াতেও নিন্দে পড়ে গেল । পাড়ার বৃদ্ধগুছের নারীরা --ভেঙ্গ করেই বলতো বিয়ের আগেই সন্তান ! এ বাবা দেশে কি পাপ পড়ে গেল ! ও আল্লা কোথায় থাকি গো ! এ বুঝি কেয়ামত ঘনিয়ে এলো !
আমাদের পরিবারের উপর কত যে অপমান নামতে লাগলো ! শয়ং আমাকে ফুফুর জন্য বাজে লোকদের কাছ থেকে নানা কথা শুনতে হয়েছিল ! পাড়ায় ক্রিকেট খেলতে গেলে কেউ আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতো ঐ তো ওর ফুফুই । ফুফু যখন তার বিষয়ে আর কিছুই বলতে চাইলো না , একরাতে বাবা এসে ফুফুকে ইচ্ছে মত পেটালো বাশেঁর কাচাঁ কঞ্চি দিয়ে , বাবা মনের স্বাদ মিটিয়ে তাকে পেটালো কেউ তাকে উদ্ধার করতে গেল না । এরপর ফুফু দু'দিন ঘরের ভেতরে অসুস্থ শরীর নিয়েই কাটিয়ে দিল বাবার পেটানো খেয়ে আর উঠতে পারছিলো না সে । দু'দিন পর ফুফু একরাতে বাসা থেকে পালালো , তাকে অনেক খুজেঁছিলাম কিন্তু আর পাইনি । কি জানি কি বিষাদ ছিল তার মনে, কেনই বা কিছু বলতে চায়নি ।
প্রায় ১২ বছর পর তাকে খুজেঁ পেয়েছিলাম হয়তো । গতপরশু দিন শিল্পকলা একাডেমীতে "পঞ্চবদী" নাটকের প্রধান নায়িকাকে দেখে তেমনি মনে হলো । নাটকের শেষে তাকে খুজেঁ পাইনি আর তবে আমার বিশ্বাস সেই হবে । ১২ বছরে চেহারার পরিবর্তন হতেই পারে ! নাটকের গল্পের চরিত্রটাও হুবহুমিল প্রতিটা চরিত্র আরেকদিন খুজঁতে যাবো ফুফুকে । সে আমার হারিয়ে যাওয়া মৌরিতা ফুফুই হবে ।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯
মানুষ আজিজ১ বলেছেন: হুম । পুরোটাই সত্য ।
২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪
মাহমুদ০০৭ বলেছেন: আপনার পোস্ট পড়ে কেমন যেন লাগল।
শুভেচ্ছা রইল ।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮
মানুষ আজিজ১ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৩
কালনী নদী বলেছেন: ভাই এটা কি সত্যি? এই জন্যই পুরুষ জাতীকে আমি দেখতেই পারি না- একেকটা কুলাঙ্গার! আমি নিজেও একটা অপদার্থ।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮
মানুষ আজিজ১ বলেছেন: হুম,সত্য ঘটনা ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: এটা কি সত্য ঘটনা?