![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাওয়াদের পান্তদুপুরে উন্মাদকরা বৈরাগী বিলাসী হৃদয় ছিল । তবুও তো দু'চোখে রাত্রি নামে ? বাবলা গাছ তলায় শরীর শুকাতে যেয়ে ,পৃথিবীর আলোরা পথে হারিয়েছে ? কতদিন কাদঁতে দেখিনি কচি চড়ূইকে ! শুধু মহাসমুদ্রেই বিশ্বাস ছিল । চিৎ হয়ে শুয়ে থাকা আর্তনাথ । দিদা হারিয়েছে, মামনি চলে গেল, কেউ মিথ্যা বলেছিল বলেই এখনো বিশ্বাস হয় না । কিছু শব্দ , ছায়ারা কখনো হারায় না । মনছবি সেতো কতবার পরিবর্তন হয়েছে , পথের বাকেঁ বাশঁঝাড়ের বনে । খালপাড়ের নুনাজল পিপাসী তৃঞ্চা । ভেবেছিলাম আরক্ত হবে ঘুমে ?সাজনে তলায় ফুফুর কবরস্থানে ঘাস জমে আছে, দিদা বেচেঁ থাকতে কতবার জলঢালতো কবরে ? ঘাস সব সময় সজীব থাকতো সবুজে । মাধবীর জেঠিমা এসেছিল প্রভাতে দিদির সাথে কি আলাপ হলো তার ? আমি কাছে ঘেসতেই কথা বন্ধ করে দিল । কখনো মনে হয়নি কতবার চলেছিলে রাত্রি , দিন মাস, সেকেন্ট ধরে? ঠুটে কামড় বসাতে গেলেই মাধবীর পবিত্রতা হারাবে? মাধবীর চাপা কান্নার ফুল ,নীলচে ,খয়রি,লালআবরণে মুক্তি খোজেঁ । নেপালদা প্রেমে পড়েছিল ফুপির এজন্যই খেটেগেল লোকটা ।
শুক,
ঘুম,হাওয়া,
একা,রাত্রি,নীলে,হারালে------------------- ।
চেতনার জানালা আবদ্ধ করেছিল ।
২| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগল...+++
৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০০
কালনী নদী বলেছেন: আহারে কি বলবো! বেদনাদায়ক অসাধারণ।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৯
গোল্ডেন গ্লাইডার বলেছেন: ++++++