নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
ব্রাজিলের খেলা আমার ভাল লাগে কারন স্বভাবগত ভাবেই তারা আক্রমণাত্মক। যেন ফণা উঁচানো কোন জংলি গোখরা, সুযোগ পেলেই ছোবল বসিয়ে দেয়।
আজকে মেক্সিকোকেও যেমন খেলার শুরু থেকেই দংশন করতে মরিয়া ছিল। কিন্তু মেক্সিকোও, বিশেষ করে তাঁদের গোলকিপার OCHOA দেখিয়ে দিল যে ব্রাজিল গোখরা সাপ হলে তারাও ঝানু ওঝা। ফুলে ওঠা ফণা ঠিকই জাপটে ধরতে পারে!
ব্রাজিলের সমর্থক এবং খেলায় ড্র হবার পরেও আজকের খেলা দারুন উপভোগ করেছি! একটাই শঙ্কা, Fred যদি ফর্মে না ফিরে, তাহলে এই দল সেকেন্ড রাউন্ড নাও পেরোতে পারে। ব্রাজিলকে আরেকটা বিশ্বকাপ জিততে হলে নেইমার, অস্কার এবং ফ্রেডকে হতে হবে রোনালদো, রিভালদো এবং রোনালদিনহোর যোগ্য উত্তরসূরী।
নেইমার, অস্কার খানিকটা হলেও ঝলক দেখাচ্ছে, কিন্তু ফ্রেড তাঁদের ধারে কাছেও নেই।
২| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:১২
হাসান বিন নজরুল বলেছেন: তবে যাই হোক মেক্সিকো অনবদ্য খেলেছে ব্রাজিলের বিপরীতে
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৪ ভোর ৪:১৫
আবিরে রাঙ্গানো বলেছেন: ফ্রেড একটা ছাগলের বাচ্চা। বল পাস দিতে পারে না একটাও। বারবার অফসাইড হয়। ব্রাজিলের মত একটা ওয়াল্ড ক্লাস টিম এমন একটা ভোতা স্ট্রাইকারকে খেলায় কিভাবে বুঝলাম না। ওর কোন রিপ্লেসমেন্ট নাই?? এই স্ট্রাইকার দিয়ে চ্যাম্পিয়ন হওয়া শুধু স্বপ্নই রয়ে যাবে।
আগেরটা মুছে দিয়েন।