নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের এক স্যার (সংগত কারনেই নাম বলতে চাইছি না, উনি আসলেই শ্রদ্ধেয় ব্যক্তি, ধরা যাক তাঁর নাম ছিল জালালউদ্দিন) ছাত্রদের কাছে খুব জনপ্রিয় ছিলেন।
তিনি স্কুলে কোন ক্লাস নিতেন না, কিন্তু তাঁর কাছে কোচিং করার জন্য মানুষ পারলে ওয়েটিং লিস্টেও নাম লেখাতো। কারণ স্যারের দেয়া 'সাজেশন' নাকি পরীক্ষায় হুবহু মিলে যায়।
বিষয় বুঝতে কারোরই কোন সমস্যা হতো না।
স্কুলের অফিসে কাজ করায় স্যার সব ক্লাসের সব পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকেই দেখতে পারতেন। তাঁর সাজেশনতো মিলবেই।
আমার আব্বু আম্মু একটা ভাল কাজ করেছিলেন, আমাদের জালালউদ্দিন স্যারের কোচিংয়ে কোচিং করাননি। স্কুলের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হতেই হবে এমন কোন প্রেসার কখনই দেননি। আমরা হাসতে খেলতেই পড়ালেখা করেছি, এবং একসময় মোটামুটি গ্রহণযোগ্য রেজাল্ট নিয়ে বেরিয়েও এসেছি।
কিন্তু সব অভিভাবকতো আর জনাব আশরাফুর রহমান চৌধুরী বা আয়েশা সিদ্দিকা ছিলেন না। তাঁদের কাছে ছেলে মেয়ের ভাল রেজাল্টই ছিল শেষ কথা। কিভাবে করছে সেটা গুরুত্বপূর্ণ না। কাজেই জালালউদ্দিন স্যারের কাছে কোচিংয়ে সীট পাওয়া যেত না।
মজার ব্যপার হচ্ছে, পরীক্ষা শেষে রেজাল্ট বেরোলে দেখা যেত অরূপ, নিলয়, তিন্নি, রাহী, মৌটুসী, স্বর্ণা, কুটি, যিমুতি এবং এরকম যারা আসলেই ভাল ছাত্রছাত্রী ছিল, তারা জালাল স্যারের কাছে না পড়েও ঠিকই ভাল রেজাল্ট করতো। আর 'অব্যর্থ সাজেশন' পাবার পরেও জালাল স্যারের ছাত্রছাত্রীরা তাদের সাথে টেক্কা দিতে পারতো না।
এখানেই রাহুল ড্রাভিডের সেই বিখ্যাত উক্তির সত্যতা প্রমাণিত হয়। "Form is temporary, class is permanent."
ইদানিং প্রায়ই দেখা যায় পাবলিক পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এক জাফর ইকবাল স্যার ছাড়া কাউকেই এর প্রতিবাদ করতে দেখা যায়না। প্রশাসন নিরব থাকেন, সরকার নিরব থাকেন এমনকি অভিভাবকরা পর্যন্ত নিরব থাকেন! তাঁদের সন্তানেরা যদি এই চান্সে গোল্ডেন জিপিএ পেয়ে যায় ক্ষতি কি? উল্টো অনেককেই শুনেছি জাফর ইকবাল স্যারকে গালাগালি পর্যন্ত করছেন। "আওয়ামীলীগের দালাল" "নাস্তিক" ইত্যাদি প্রসঙ্গ টেনে আনছেন।
একটি অন্যায়ের প্রতিবাদের সাথে তাঁর রাজনৈতিক দৃষ্টিকোণ কিংবা ধর্মীয় বিশ্বাস কিভাবে জড়িত হতে পারে সেটা আমার মাথায় কিছুতেই ঢুকে না।
বেশির ভাগ ক্ষেত্রে হয়তো পোলাপান নকল করে গোল্ডেন জিপিএ পাচ্ছেও। কিন্তু ঐ যে বললাম, আসল ভাল ছাত্র ছাত্রীদের সাথে টেক্কা দেয়ার সময় তারা ঠিকই ঝরে পড়ছে।
এবারে একটু লাফ দিয়ে বাংলাদেশ থেকে অ্যামেরিকায় চলে আসা যাক।
এখানে এসে যখন আমি প্রথমবারের মত পরীক্ষা দিতে বসলাম, তখন দেখি প্রোফেসর প্রশ্নপত্র বিলি শেষে নিজে ল্যাপটপ খুলে জরুরী কাজ সেরে নিচ্ছেন। আমরা যে পরীক্ষা দিচ্ছি সেদিকে তাঁর কোন খেয়ালই নেই। আমি এদিক সেদিক মাথা নেড়ে দেখে নিলাম। সব সাদা কালো চামড়ার বিদেশী (শুধু অ্যামেরিকানই না, অস্ট্রেলিয়ান দুই ছেলে ছিল, ইউরোপিয়ান কয়েকটা মেয়েও ছিল, কিছু টানা চোখের চাইনিজ-জাপানিজও ছিল) মাথা নিচু করে পরীক্ষা দিচ্ছে। আমি ছাড়া কোন দেশী (ইন্ডিয়ান-পাকিস্তানি-বাংলাদেশী) স্টুডেন্ট নেই।
আমি ভাবলাম, "আহারে....এই সুযোগটা আমার দেশের পোলাপান পেলে নকল করে ফাটায় দিত!"
আমার ধারনা মিথ্যা না। পরে টের পেয়েছি।
স্কুলের শেষের দিকের যেকোন পরীক্ষা দেয়ার সময়ে আমাদের স্টেট ইস্যুড আইডি কার্ড নিয়ে যেতে হত। আমিই যে আমার পরীক্ষা দিচ্ছি সেটার প্রমান।
কিছু কিছু পরীক্ষায় প্রতিটা সারিতে একজন করে গার্ড থাকতো, এদিকে স্যার/টিচার অনবরত টহল দিচ্ছেন। সেই সাথে ক্লাস রুমে আছে সিসি টিভি ক্যামেরা। কোনভাবেই যেন কেউ নকল করতে না পারে।
ভাল মানুষ অ্যামেরিকানরা হঠাৎ এত বিগড়ে গেল কেন?
পরে শুনলাম কিছু ইন্ডিয়ান এবং পাকিস্তানি ছাত্রছাত্রী নাকি এক বন্ধুর জায়গায় আরেক বন্ধু গিয়ে পরীক্ষা দিয়ে আসে। কেউ কেউ নাকি অন্য সেকশনে পরীক্ষার সময়ে ঢুকে প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে আসে, এবং নিজের সেকশনের পরীক্ষার সময়ে এসে পরীক্ষা দিয়ে একশোতে একশো পেয়ে যায়। আমার ধারনাই সঠিক প্রমাণ করতে দেশী কেউ এই সুযোগ পেয়ে নকল করে ফাটিয়ে ফেলেছে!
ছাত্রছাত্রীদের সততার উপর বিশ্বাস রাখার শাস্তি স্বরূপ বেচারা অ্যামেরিকানদের একটু কড়া হতে হলো।
আমরা জাতি হিসেবে এখন শর্টকাটে অভ্যস্ত হয়ে গেছি। ধৈর্য ধরে সৎ থেকে পরিশ্রম করে সফল হতে এখন কেউই আগ্রহী নই।
বিশ্বকাপের উদাহরণই দেয়া যাক।
স্পেন বিদায় নেয়ায় ব্রাজিলের সমর্থকেরা আনন্দে আত্মহারা। কেন? কারণ দ্বিতীয় রাউন্ডে স্পেনের মুখোমুখি হতে হবে না।
ভাই! যে দলকে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে চাও, তাঁদের তুমি স্পেনের সাথে মুখোমুখি হতে ভয় পাও? নিজের দলের প্রতি এই যদি তোমার কনফিডেন্স লেভেল হয় তাহলে দল পরিবর্তন করে ফেল। যেই দলের উপর তোমার আস্থা আছে, তাঁদেরকেই সমর্থন করো।
আমার ব্রাজিলকে ভাল লাগে, এবং আমি চাই ফাইনালে যাবার আগে জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস সবাইকে উড়িয়েই তারা ফাইনালে যাক। এবং ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আমার প্রথম পছন্দ অবশ্যই আর্জেন্টিনা! যাতে চ্যাম্পিয়ন হবার পর কেউ বলতে না পারে যে ব্রাজিল 'চামে দিয়ে' অথবা 'শর্ট কাটে' চ্যাম্পিয়ন হয়েছে। আর যদি সেটা না পারে, তাহলে দরকার হলে আরও চার বছর অপেক্ষা করা যাবে। যোগ্য দল হিসেবেই যেন তাঁরা ফিরে আসে।
মূল প্রসঙ্গে ফেরা যাক।
বাংলাদেশী মুসলমান হিসেবে আমরা মনে করি অ্যামেরিকানদের গালাগালি করা আমাদের উপর ফরয। আমাদের মাওলানারা প্রকাশ্যে গালাগালি করে থাকেন, "ইহুদি নাছারারা(খ্রিষ্টান) আমাদের শত্রু! এদের সমর্থন করা হারাম! আর এদের আস্কারা দেয় অ্যামেরিকা!"
আমরাও মূর্খের মতন কিছু চিন্তা ভাবনা না করেই মাথা নেড়ে বলি "ঠিক! ঠিক!!"
কিন্তু এই ইহুদি খ্রিষ্টানদের দেশে এসে দেখি এরাই আমাদের চেয়ে বেশি মুসলমান!
যেমন, এখানকার ট্রাফিক আইন ভাঙলে এখানকার খ্রিষ্টান পুলিশ আমাদের দেশের মুসলমান পুলিশদের মতন ঘুষ নিয়ে দোষীকে ছেড়ে দেন না।
ড্রাইভারস লাইসেন্স নিতে গেলে আসলেই ভাল ড্রাইভিং জানতে হয়, আমাদের মুসলিম দেশের মত টাকা দিলেই লাইসেন্স পাওয়া যায় না।
সরকারী অফিসে গেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। "ফার্স্ট কামস, ফার্স্ট সার্ভড" নীতি মেনে চলা হয়। প্রায়োরিটি বেসিসে যে কোন কেস হ্যান্ডেল করা হয়। এমন নয় যে ফাইলকে এক টেবিল থেকে আরেক টেবিলে নাড়াতেই লাখ খানেক টাকা খরচ করতে হয়। যার টাকা নেই, তার ফাইলে ধুলো জমতে শুরু করে।
এমন কি ব্যবসা করতে গেলেও সৎভাবে ব্যবসা করতে হয়। যেমন প্রতিটা রেস্টুরেন্টে একবার খাবার বানানো হয়ে গেলে সেই খাবার একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই ফেলে দিতে হবে। আমাদের দেশের মতন চার পাঁচ দিনের পুরনো বার্গার কাস্টমারের কাছে বেঁচে দেয়ার প্রশ্নই আসেনা।
আমি নিজে একজনকে চিনি, যে খুব গর্ব করে একদিন আমাকে বলেছিল, "আজকে একটা বার্গার বেঁচেছি, পাঁচদিন ধরে বিক্রি হচ্ছিল না।"
আমি অবাক হয়ে বলেছিলাম, "লোকটা বুঝতে পারেনাই?"
"বুঝবে না আবার? আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, ভাই বার্গার কি বাসি? গন্ধ করছে একটা।"
"তুমি কি করলে?"
"আমি বার্গারটাতে গন্ধ শুঁকে বললাম, 'কই নাতো। কোন গন্ধ নেই। আজকেই বানানো বার্গারে গন্ধ করবে কেন?' হিহিহি।"
একজন লোককে ঠকিয়ে কি নির্মল আনন্দ! অবাক হয়ে তাকানো ছাড়া আমার কিই বা করার ছিল?
মাওলানারা কি বলবেন সেটা তাঁদের বিষয়, কিন্তু ফাঁস হওয়া প্রশ্নপত্রে গোল্ডেন জিপিএ পাওয়া জেনারেশনের পরিণতিতো এইটাই হওয়া স্বাভাবিক!
২১ শে জুন, ২০১৪ রাত ১:৫৫
মঞ্জুর চৌধুরী বলেছেন:
২| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:৪৯
নাইমুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন কিন্তু ধর্ম টেনে আনাটা পছন্দ হলো না!
২১ শে জুন, ২০১৪ রাত ১:৫৫
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধর্ম টানা হয় বলেই টানতে বাধ্য হলাম। দেশের সবাই না জেনে শুনেই একটা জাতিকে গালাগালি করে বসে, এটা কখনই ঠিক না।
৩| ২১ শে জুন, ২০১৪ রাত ১২:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লিখেছেন।
২১ শে জুন, ২০১৪ রাত ১:৫৫
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৪| ২১ শে জুন, ২০১৪ রাত ২:৫৫
নাইমুল ইসলাম বলেছেন: হয়তো একমত হবেন না কিন্তু আমি বিশ্বাস করি ধর্মই সবচেয়ে সবকিছুর উর্ধে। খারাপকে খারাপ বলে এই জীবনে ধিক পাওয়া আমার কাছে ভালোই মনে হয়; কারণ পরবর্তী জীবনটা অনন্ত কালের আর এই জীবনটা মাত্র কিছু দিনের।
এই ছিল আমার মতামত। আশা করি তর্ক করলাম মনে করবেন না।
২১ শে জুন, ২০১৪ রাত ৩:২১
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধর্ম সবার কাছেই সবচেয়ে গুরুত্বপূর্ন হওয়া উচিৎ। সমস্যা হচ্ছে এই ধর্মকেই বাজেভাবে ব্যবহার করা হয়।
ইসলাম যা বলে, তার কতটুকু আমাদের দেশে মানা হয়? ইহুদি-খ্রিস্টান থেকে আমাদের মাওলানারা দূরে থাকতে বলেন, কিন্তু ইসলাম বলে তাদের সাথে এমনভাবে মিশতে যাতে আমাদের ব্যবহারে মুগ্ধ হয়ে তারা মুসলমান হয়।
ইসলাম বলে, যে নির্দোষ, সে যে ধর্মেরই হোক, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা যাবে না। আমাদের দেশে নির্দোষদেরই ধর্মের নামে ক্ষতি বেশি করা হয়।
ইসলাম বলে, কারও অপরাধের জন্য তার পুরো জাতিকে অভিযুক্ত করো না। আমাদের দেশে সেটাই করা হয়।
সঠিক ইসলাম আমাদের দেশেই সবচেয়ে বেশি উপেক্ষিত হয়।
৫| ২১ শে জুন, ২০১৪ ভোর ৬:৫১
ঢাকাবাসী বলেছেন: শিরোনাম একরকম আর ভিতরে খিচুড়ি!
২২ শে জুন, ২০১৪ রাত ১:৩৩
মঞ্জুর চৌধুরী বলেছেন: সবকিছুই রিলেটেড বলেই প্রসঙ্গ টানা হয়েছে।
৬| ২১ শে জুন, ২০১৪ সকাল ১০:২৮
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন:
৭| ২১ শে জুন, ২০১৪ দুপুর ২:১৭
নাইমুল ইসলাম বলেছেন: আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত। তবে আমাদের দেশে ইসলামের বিকৃতি অতিমাত্রাই থাকা সত্বেও কিন্তু আল্লাহর নাম নেওয়ার মানুষ আছে। অমুসলিম দেশের অমুসলিম মানুষ ভালো বলেই কিন্তু আমাদের দেশের মুসলিম মানুষ তাদেরকে ফলো করে আর একারণেই আজকে বারের অভাব নাই ঢাকা শহরে! আর পোশাকের কথা কি বলবো বলেন?
২২ শে জুন, ২০১৪ রাত ১:৪০
মঞ্জুর চৌধুরী বলেছেন: কথা সত্য। সেটাই আমাদের ব্যর্থতা। খোদ অ্যামেরিকায় হিজাব পড়া, পাঁচওয়াক্ত জামাতে নামাজ পড়া মুসলমান প্রচুর আছে। ইসলামিক স্কলার প্রচুর আছে। ইসলাম নিয়ে গবেষণা, লেকচার হরহামেশাই হচ্ছে।
অ্যামেরিকানরাই ইসলামের অনেক ভাল গুণ (মিথ্যা না বলা, চুরি না করা, ঘুষ না খাওয়া, মানুষকে না ঠকানো ইত্যাদি) অ্যাডপ্ট করছে, উল্টো আমরা তাদের বাজে দোষগুলো গ্রহণ করছি।
আমাদের দেশ মুসলিম প্রধাণ হওয়ায় একরকম হওয়া উচিৎ ছিল, হয়েছে অন্যরকম।
আপনি আমার অন্যান্য লেখাগুলো পড়ুন, বুঝতে পারবেন অনেক কিছুই।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:৪২
তিলোত্তমার কাব্য বলেছেন: কে দেখে এতো কিছু।।কি আর করার