নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের ইজ্জত

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৮

অ্যামেরিকান জীবনের একদম প্রথম দিকের কথা। কাজ করি ওয়ালমার্টে। ক্যাশিয়ার। মানুষ ঘন্টা খানেক সময় নিয়ে বাজার করে, আমি হাসিমুখে তাঁদের 'চেক আউট' করি। বাজার করার সময়ে তাদের যে আনন্দ ছিল, বিল দেখে মুহূর্তেই তা উধাও হয়ে যায়।

"বলকি! এইটুকু গ্রোসারীর বিল দুইশো ডলার!! মানুষ বাঁচবে কিভাবে?"

আমাকে তবু হেসে যেতে হয়। নকল হাসি হলেও। খুবই একঘেয়ে কাজ।



এক মহিলা আমাকে বললেন, "তোমার ম্যানেজারকে ডাকো!"

আমি মহিলার দিকে তাকালাম। মধ্যবয়ষ্ক ভদ্রমহিলা। সাদা চামড়ার অ্যামেরিকান।

সাধারণত কাস্টমাররা তখনই ম্যানেজারকে ডাকতে বলেন যখন তাঁদের কোন অভিযোগ থাকে।

ওয়ালমার্টের ম্যানেজাররা ভাব নেন যে তাঁরা সবসময়েই খুব ব্যস্ত থাকে। আসলে আমি যখনই তাঁদের দেখেছি, তাঁদের আড্ডা দিতেই দেখেছি। কলেজে ম্যানেজারের আভিধানিক সংজ্ঞাতে পড়ানো হয়, "ম্যানেজার হচ্ছেন সেই ব্যক্তি যিনি অন্যদের দিয়ে কাজ করিয়ে অর্গানাইজেশনের লক্ষ্য অর্জন করে থাকেন।"

কাজেই ম্যানেজারের শুধু মানুষ ম্যানেজ করা ছাড়া আর কোন কাজ থাকার কথা নয়। ওয়ালমার্টের ম্যানেজাররা সেটাই মেনে চলেন। ছোটখাট সমস্যায় তাঁদের বিরক্ত করা নিষেধ।

আমি জিজ্ঞেস করলাম, "কোন সমস্যা? আমাকে বলতে পারো। আমি হয়তো সাহায্য করতে পারবো।"

মহিলা আতঙ্কিত স্বরে বললেন, "তুমি পুলিশ ডাকতে পারবে?"

আমি চমকে উঠলাম। পুলিশ ডাকা মানেতো ঘটনা গুরুতর।

"অবশ্যই ডাকতে পারি। কিন্তু হঠাৎ পুলিশ কেন?"

মহিলা বললেন, "ঐ লোকটা আমাকে গত এক ঘন্টা ধরে অনুসরণ করছে। তার মতলব আমার কাছে ভাল ঠেকছে না।"

মহিলা গেটের দিকে দেখালেন। ওয়ালমার্টের গেটে রেলস্টেশনের গেটের মত সবসময়েই ভিড় থাকে। এখানে অনবরত লোকজন ঢুকছে এবং বেরোচ্ছে।

আমি বুঝতে পারলাম না কার কথা বলছেন।

"ঐ যে ক্যাপ পড়া লোকটা, যে দাঁড়িয়ে আছে। ও মাই গড! ও এখন এদিকেই তাকাচ্ছে! Call the cops! Please! Call the cops!"

অ্যামেরিকানরা পুলিশকে 'cops' ডাকে।

আমি এইবার লোকটাকে দেখলাম। আমার সাথে চোখাচোখি হতে সে দৃষ্টি সরিয়ে নিল।

মহিলাকে প্যানিক করতে দেখে তাঁর পেছনের দুই যুবতি জিজ্ঞেস করলো, "কোন সমস্যা?"

মহিলা তাদের নিজের সমস্যা খুলে বললেন।

দুই যুবতির বয়স চব্বিশ পঁচিশ হবে। কথার উচ্চারণে বুঝা যাচ্ছে খাঁটি টেক্সান। একজন বলল, "চিন্তা করোনা, আমার কাছে পিস্তল আছে। আমরা তোমাকে তোমার গাড়ি পর্যন্ত এগিয়ে দেব।"

অ্যামেরিকার সংবিধানে "Right to keep and bear arms" বলে একটি সংশোধনী আছে। এটি অ্যামেরিকানদের আত্মরক্ষার খাতিরে আগ্নেয়াস্ত্র বহন করার অধিকার দেয়। টেক্সানরা একে বাইবেলের মত মেনে চলে। তাই আপনি যদি কখনও কোন টেক্সান তথা অ্যামেরিকানের বাড়িতে চার পাঁচটা অ্যাসল্ট রাইফেল দেখেন, তাহলে মোটেও অবাক হবেন না। তার দেশের সংবিধান তাকে এই অধিকার দিয়েছে।

এই দুই তরুনিও সংবিধান অনুযায়ীই পিস্তল সাথে রেখেছে।

আমি মনে মনে বলি, "খাইছে! এ যে ফিল্মি অবস্থা!"

মহিলা বললেন, "তোমরা নাহয় আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিবে। কিন্তু এই লোক যদি আমার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত পৌছে যায়, তাহলে?"

আমার অত্যন্ত প্রিয় সিনেমা 'সাইলেন্স অব দ্য ল্যাম্ব্স'র কথা মনে পড়ে গেল। বুঝে নিলাম ম্যানেজার ডাকতেই হবে। রেজিস্টারে ম্যানেজার ডাকার কোড প্রেস করলাম।



অ্যামেরিকায় এই আগ্নেয়াস্ত্র রাখার আইন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। এখানে কিছুদিন পরপর দেখা যায় কোন এক উন্মাদ বাচ্চাদের স্কুলে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সিনেমা হল থিয়েটারে ব্রাশ ফায়ার করে মানুষ মেরে ফেলছে। বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা তদন্তে বেরোয় যে নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে সে আত্মহত্যার আগে আগে এই কাজটি করেছে।

মানুষ তখন এই আইন রহিত করতে আওয়াজ তোলেন। যদি লোকটির কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি না থাকতো, তাহলে অবশ্যই সে এতগুলো মানুষ মারতে পারতো না।

আর যারা এই আইনের পক্ষে, তাঁরা বলেন, ওখানে ভিকটিমদের কাছেও যদি অস্ত্র থাকতো, তাহলে তাদের কেউ আততায়ী গুলি চালানোর আগেই তাকে গুলি করে ভূপাতিত করতো। নিরস্ত্র অবস্থায় থাকাতেই ড্যামেজ বেশি হয়েছে।

দুই পক্ষের যুক্তিই পরিষ্কার। কাজেই সরকার স্রেফ কিছু অঞ্চল ছাড়া বাকি সব জায়গায় আগ্নেয়াস্ত্র বহন করার আইন বহাল রেখেছে।

আমারও শখ ছিল এই সুযোগে একটা পিস্তল এবং একটা রাইফেল কিনে ফেলার। ঘরের মধ্যে একটা অটোমেটিক রাইফেল আছে, আলমারিতে পিস্তল, ভাবতেই তো ভাল লাগে! অহিংসবাদী বউয়ের কারনে কেনা হচ্ছে না।



সেটা যাক। যে ঘটনা বলতে এত লম্বা ভূমিকা টানলাম তা হচ্ছে, আজকে ফেসবুকে দেখি একটা ঘটনা ভাইরালভাবে শেয়ারড হয়েছে। তা হচ্ছে, ধানমন্ডির ৯/এ তে একটি ছেলে একটি মেয়ের সম্মান রক্ষা করতে গিয়ে গুলি খেয়েছে।

একদল বদমাশ একটি মেয়েকে জোর করে তাদের গাড়িতে উঠাতে চেষ্টা করছিল। সেই ছেলেটি এবং তাঁর বন্ধুবান্ধবেরা ইট হাতে ছুটে এসেছিল মেয়েটিকে বাঁচাতে।

বদমাইশগুলো গাড়ি করে পালিয়ে যাবার সময়ে পেছনে কিছু গুলি ছুড়ে। এতে ছেলেটি আহত হয়।

দেশের এই উন্নয়নের জোয়ার আজকের নয়। সেই আদি যুগ থেকেই আমি দেখে এসেছি আমার মা রাতে বেরোনোর সময়ে নিজের গয়না খুলে আমার পকেটে লুকিয়ে রাখতে বলতেন। আব্বু কখনই মানিব্যাগে খুব বেশি ক্যাশ টাকা রাখতেন না। আমাদের দেশের সূর্যসন্তানদের উপর তাঁদের চরম আস্থা ছিল কিনা!

এখন দেখা যাচ্ছে তারা কেবল টাকা পয়সা গয়না নিয়েই শান্ত হচ্ছে না। মেয়েদেরও ছিনিয়ে নিতে চেষ্টা করছে।

এদের প্রতিরোধের উপায় কি?

আমার শুধু সেই টেক্সান যুবতিদের কথা মনে পড়ছে।

তারা বলেছিল, "চিন্তা করোনা! আমাদের কাছে পিস্তল আছে।"



কি নির্ভিক ছিল তাঁদের কন্ঠস্বর। একটি অস্ত্র মানুষকে কতটা সহসী আর আত্মবিশ্বাসী করে দিতে পারে!

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৭

কেএসরথি বলেছেন: :( :( :(

২| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫০

কাজী রায়হান বলেছেন: প্রতিবাদ করতে হবে

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০০

মঞ্জুর চৌধুরী বলেছেন: অবশ্যই

৩| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৫

সাদাসিধা মানুষ বলেছেন: আসলেই আমাদের দেশের যা অবস্থা তাতে লাইসেন্সড অস্ত্র ছাড়া চলাফেরাই মুসকিল হয়ে পড়েছে।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৬

মঞ্জুর চৌধুরী বলেছেন: :(

৪| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৮

মদন বলেছেন: সবার কাছেই অস্ত্র রাখতে হবে। যারযার নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৬

মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক

৫| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৪

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার সু-লেখনী মঞ্জুর। +।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৯

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৬| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৯

সোহানী বলেছেন: হাঁ, আমার মনে হয় আমাদের ও এখন পিস্তল বহন করার সময় হয়েছে.....

চমৎকার লিখার জন্য ধন্যবাদ। +++++

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৫

মঞ্জুর চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ!

৭| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৪

মরণের আগে বলেছেন: একটা ফ্যামেলিকে দেখেছি তাদের মেয়েরা যথেষ্ট অরনামেন্স পরে চলাফেরা করে তাদেরকে কখন ছিনতাই অথবা টিজিংয়ের শিকারহতে হয়নাই কারণ কি জানেন ?

""""বোরখা""""""

সুন্দর লেখনির জন্য ধন্যবাদ

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৫

মঞ্জুর চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ!
ভাল বলেছেন। কিন্তু বোরখা পড়লে অর্নামেন্টস পড়ার যৌক্তিকতা কি?

৮| ১০ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৮

চড়ুই বলেছেন: লিখার জন্য ধন্যবাদ। +++++

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০২

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৯| ১০ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

রাজিব বলেছেন: বাংলাদেশে যদি সবার হাতেই বিনা ঝামেলায় অস্ত্র রাখার সুযোগ আসে তাহলে এর ক্ষতির শিকার নারী ও শিশুরাই সবচেয়ে বেশি হবে। খোদ আমেরিকাতেও আগ্নেয়াস্ত্র এর মালিকানা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের.
Gun Owners Still Overwhelmingly White Males: Click This Link
আর মজার ব্যাপার হল অনেক মেয়ে নিজেদের মালিকানায় থাকা বন্দুকের গুলিতেই প্রান হারান নিজের স্বামী বা বয় ফ্রেন্ডের হাতে।
Having a Gun in the House Doesn't Make a Woman Safer Click This Link

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৪

মঞ্জুর চৌধুরী বলেছেন: মেয়েরা কোথাওই সেফ না। তবু তাদের নিজেদের নিরাপত্তার খাতিরে কিছু একটা থাকা দরকার।

১০| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৭

এইচ তালুকদার বলেছেন: লর্ড অব ওয়ার মুভিটার কথা মনে পড়ে গেলো।নিকোলাস কেজ সেখানে বলেছিলেন অস্ত্র রাখার অধিকার োন কোন ক্ষেএে মৌলিক চাহিদা গুলোর চেয়েও গুরুত্বপূর্ন।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩

মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক

১১| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৪

গৃহ বন্দিনী বলেছেন: আত্মরক্ষার জন্য পিস্তল রাখার চেয়ে পিপার স্প্রে কিংবা টক্সিক জাতীয় স্প্রে রাখাটা আমার মতে নিরাপদ । পিস্তল কিংবা রাইফেলে আত্মরক্ষার চেয়ে আত্মহত্যার ঘটনাই বেশি ঘটে ।


আপনার লেখাটা পড়ে আমার কলেজ জীবনের এক টিচারের কথা মনে পড়ে গেল । উনি আমাদের বলতেন , ইউনিফর্মের পকেটে যেন সব সময় বড় একটা সেফটি পিন রাখি । অসহায় নারীর একমাত্র নিরিহ অস্ত্র । :D :D

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

মঞ্জুর চৌধুরী বলেছেন: হাহাহা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.