নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ কেবল আমাদেরকেই অসুখী রেখেছেন।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৮

"দুইদিন আগে একজন বাবা তাঁর চার বছর বয়সী সন্তান, যার মাথার অর্ধেকটা উড়ে গেছে ইজরায়েলি বোমার আঘাতে, সেই শিশুর মৃতদেহের সামনে কাঁদতে কাঁদতে বলছিলেন, "উঠে দাঁড়া বাপ! তোর যেই খেলনা লাগবে আমি তোকে এনে দিব! তোর যা লাগবে আমি এনে দিব। তুই খালি উঠে দাঁড়া!"

আরেকজন পিতা, যার একমাত্র কন্যা মারাত্মক আহতাবস্থায় বিছানায় শুয়ে আছে, তিনি জোরে জোরে চিৎকার করে বলছিলেন, "আমার শরীরের সব রক্ত নিয়ে নাও, তবু আমার মেয়েকে বাঁচাও!"

আরেকজন ছয় বছর বয়সী শিশু হাসপাতালের বিছানায় পরে আছে, এবং সে জানেও না যে তার পুরো পরিবার এখন আর নেই।"

এটুকু বলতে বলতেই নিউজ রিপোর্টারের গলা ধরে এলো। একটি ইরানী টেলিভিশনের সংবাদে তিনি গাজার হাসপাতালের বর্ণনা রিপোর্ট করছিলেন।

তিনি ক্যামেরার সামনেই অতি সাবধানে চোখের পানি মুছলেন। তারপর কিছু সময় নিলেন নিজেকে সামলে নেয়ার জন্য। তারপর ধরা গলাতেই বললেন, "এত কিছু ঘটে যাচ্ছে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় একদম নিরব হয়ে আছে।"

নিউজ ক্লিপটি দেখতে দেখতে আমাদের চোখে পানি আসে।

গণহত্যার শিকার হাজার হাজার মানুষের কষ্টে আমাদের হৃদয় ভেঙ্গে যায়।

এবং সেই সাথে আমাদের একটি স্বাধীনদেশে জন্ম দেয়ার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ জানাই। আমরা সবাই কিন্তু না, মুষ্টিমেয় ক'জনাই কেবল স্রষ্টার এই অশেষ অনুগ্রহের কথা স্বীকার করি।

বাকিরা জীবনের অনেক ঘটনার কারণেই দুঃখিত হই।

প্রেয়সী আমার প্রেমে সাড়া না দিয়ে অন্য কারও সাথে প্রেম করছে? হে আল্লাহ, তুমি শুধু আমাকেই কেন এত কষ্ট দাও?

পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাইনি। হে আল্লাহ এরচেয়ে তুমি আমাকে মেরে ফেললে না কেন?

একটা আই ফোন পকেটে নিয়ে ঘুরতে পারলাম না। এই জীবন রেখে আর কি হবে?

পৃথিবীর এত এত দেশ থাকতে তুমি আমাকে এই বাংলাদেশেই জন্ম দিলা? কেন আল্লাহ? কেন?



কথা সত্য।

আল্লাহ কেবল আমাদেরকেই অসুখী রেখেছেন।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৩

মদন বলেছেন: ++++++++++

১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৪

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ২:২৯

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: ভাই কিছু বলার নাই

১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৪

মঞ্জুর চৌধুরী বলেছেন: :(

৩| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৭

এসব চলবে না..... বলেছেন: যত ভালোই থাকি তবু ও মনে হয় কিছুর কমতি আছে।
লেখায় ভালো লাগা।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩২

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৪| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩১

রাবার বলেছেন: পৃথিবীর এত এত দেশ থাকতে তুমি আমাকে এই বাংলাদেশেই জন্ম দিলা? কেন আল্লাহ? কেন?

এই কথাডা আমরা অনেকেই ভাবি :(
সুন্দর লিখছেন +++++্

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩২

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩২

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.