নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
ঈদের নামাজ যত আগে পড়া যায় তত ভাল।
নিয়ম হচ্ছে সূর্য ঠিকঠাক মতো উঠে গেলেই গোসল করে নতুন কাপড় পরে নাস্তার টেবিলে বসে যাওয়া। পুরো একমাস সকালের নাস্তায় অনভ্যস্ত পেটে তখন খিধে থাকেনা। মুখে কিছু নিয়ে চাবালে মন কেমন খচ খচ করে। তবু মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া ভাল। এটাই নবীজির সুন্নত।
আমার ছোটবেলার ঈদগুলো হতো শীতকালে। সকালে কম্বল ছেড়ে বেরোতে ইচ্ছে করতো না। মা গরম পানি বালতিতে ঢেলে আওয়াজ দিতেন গোসলে ঢুকতে। আব্বু বলতেন, 'ঈদের দিনে যে আগে গোসলে যায়, সে আগে বেহেস্তে যেতে পারে।'
আব্বুদের ছোটবেলায় আমার দাদী এটাই বলতেন। তাঁদের ছোটবেলাতেও ঈদ হতো শীতের সময়ে।
বেহেস্তে যাবার লোভে আব্বুরা সব ভাইবোন বিছানা ছেড়েই পুকুরের দিকে দৌড় দিতেন। কে আগে পুকুরে ঝাপ দিতে পারে! কনকনে শীত উপেক্ষা করে দিব্বি ঠান্ডা পানিতে গোসল করে ফেলতেন। বেহেস্তে যেতে হবেনা?
আমাদের বেহেস্তের যাবার প্রলোভন খুব বেশি কাজে দিত না। কোনরকমে শরীরকে টেনে নিয়ে যেতাম বাথরুমে। গায়ে পানি ঢালা মাত্রই অবশ্য ঘুম হাওয়া।
গোসলের শেষের দিকে পানি কেমন ঠান্ডা ঠান্ডা লাগতো। তখন শরীর গরম করতেই জোরে জোরে গাইতাম, "রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ!"
যদিও এইবার সামারের মাঝামাঝি সময়ে ঈদ হয়েছে, তবু এয়ার কন্ডিশনার পার্থক্য বুঝতে দেয়নি। কমফোর্টার থেকে শরীর টেনে বের করতে রীতিমত লড়াই করতে হলো।
সুখের কথা, এখানে কল খুললেই ইচ্ছা মত গরম পানি পাওয়া যায়। গোসল শেষের দিকে ঠান্ডা লাগার কোন টেনশন কাজ করেনা। তাই গোসলের সময়ে আর "রমযানের ঐ রোজার শেষে" গানটি গাইতে হয়নি।
ঈদের আগের দিন থেকেই বউ একটা বিশেষ কারনে রাগ করে ছিল। কথা বলাবলি একদম বন্ধ। টেবিলে নাস্তা দিয়ে চুপচাপ খেতে লাগলো। আমি কথা বললে কোন জবাব দেয়না। আবারও হাত পাতলাম কাজী নজরুলের কাছে।
সুর করে গাইতে শুরু করলাম, "আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মেলাও হাতে,/ তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ।/ ও ‘বউ’ রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ!"
ছোট বেলায় যেমন গানটায় কাজ হতো, এইবার ভিন্ন উদ্দেশ্য হলেও, কাজ হলো। বউ হেসে দিল।
গানটি যেন হোমিওপ্যাথি! সব রোগের এক ওষুধ! চিনির গোলা!
ঈদের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এক বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে। ঈদ উপলক্ষে বাঙ্গালি সেই বান্ধবীর বাড়িতে আমাদের ইউনিভার্সিটিতে পড়ুয়া এক আফ্রিকান অ্যামেরিকান ছেলেও দাওয়াতে এসেছিল। তার নাম God's will, আক্ষরিক অর্থেই যার মানে "আল্লাহর ইচ্ছা।"
বেচারার কোনই ধারণা নেই আমাদের দেশীয় খাবার সম্পর্কে। এঞ্জেলা আর সব অতিথির মত তাকেও বলল "please help yourself."
বেচারা তখন একই প্লেটে পোলাও, গরুর মাংস, চিকেন, মিষ্টি দই, রসগোল্লা, এবং অন্যান্য ডেজার্ট একসাথে নিয়ে নিল। তারপর সব মেখে চামচ দিয়ে খেতে শুরু করলো। মানে রসগোল্লা এবং হালুয়া মাখানো একচামচ ভাত, গরুর মাংসের সাথে দিব্বি মুখে পুড়ে ফেলল। তারপর বলল, "food is delicious!"
তাকে আমাদের পুরান ঢাকার কিছু মিক্সড ডিশের ব্যাকগ্রাউন্ড স্টোরী বর্ণনা করে বললাম, 'তুমি এইমাত্রই এর অ্যামেরিকান সংস্করণ বের করলে।'
এছাড়া ঈদে তেমন বিশেষ কিছুই ঘটেনি। বন্ধুদের সাথে আড্ডা হয়েছে, যার জন্য ঈদ হওয়া লাগেনা। খাওয়া দাওয়া হয়েছে, যার জন্যও ঈদ হওয়া লাগেনা।
ছোটবেলায় যখন বাবার সাথে ঈদগাহে যেতাম, তখন ঈদের নামাজ শেষ হতেই আব্বু বলতেন, "মানুষ দেখো।"
অনেককেই দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখতেন। মানুষ দেখার মধ্যে কি আছে, সেটা তখন বুঝতাম না। আব্বুরা ছোটবেলায় ঈদ করতেন গ্রামের ঈদগাহে। সেখানে শহরের তুলনায় খুব বেশি মানুষ হয়তো হতোনা। আমার জন্ম শহরেই। সবসময়েই দেখে এসেছি হাজার হাজার মানুষের জামাত। অধিক জনসংখ্যার দেশে জন্ম নেয়ার এই এক অসুবিধা।
এখন বুঝি। মাথায় টুপি পড়া লক্ষ লক্ষ মানুষের একটি সুবিশাল সমাবেশ দেখাতেও একটা আনন্দ ছিল।
এখানে সেটা দেখার সৌভাগ্য হয়না।
এখানকার মসজিদেও ঈদের নামাজ হয়। এখানকার মসজিদেও মানুষের ভিড় হয়। কিন্তু এতটুকু ভিড়ের জন্য ঈদ হওয়া লাগেনা।
৩১ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৫
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৬
সুমন কর বলেছেন: ঈদ স্মৃতিচারণ ভাল লাগল।
সংকলনের জন্য নিয়ে গেলাম। ঈদ মোবারক।
৩১ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৬
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৮
রাজিব বলেছেন: এই ঈদে আমরা ঘরে বসে খাচ্ছি, দাচ্ছি আর টিভি দেখছি। তারপর আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেরাতে যাচ্ছি। ২-৩ দিন অনেক মজা করবো আনন্দ করবো। কিন্তু যারা চাকুরির কারণে, ব্যবসার কারণে কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের প্রতি রইলো সমবেদনা ও শুভেচ্ছা। তাদের যেন আমরা ভুলে না যাই। আমাদের আত্মীয় ও বন্ধুদের মধ্যে যারা আজকেও ডিউটি করছেন বা যারা হাসপাতালে রয়েছেন কিংবা প্রবাসে মোবাইল ফোন, ইন্টারনেট আর ফেইসবুকের যুগে তাদের সঙ্গে যেন যোগাযোগ করি।