নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

"বিয়ের আগে ব্লাড টেস্ট? বিয়েই করুম না!"

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

জাপানিজ মেয়েরা এমনিতেই দেখতে সুন্দর হয়ে থাকে। চেহারায় কেমন একটা পুতুল পুতুল ভাব আছে। তার উপর বলা হয়ে থাকে যে তারা গৃহবধূ হিসেবেও অতুলনীয়া হয়।

আমার এক কাজিন বোধয় এই কথাগুলো শুনেই ইনস্পায়ার্ড হয়ে একদিন ঘরে জাপানি ভাবি নিয়ে আসলেন।

যেভাবে লিখছি ঘটনা আসলে এত সহজ ছিল না, মানে তিনি জাপানে পড়তে গিয়েছিলেন, তারপর সেখানে এক জাপানি মেয়ের সাথে প্রেম হয়েছিল, বিয়ে করেছিলেন, ঘরে অনেক ড্রামাও নিশ্চই হয়েছিল - যেখানে সিলেটিরা সিলেটের বাইরে বেঙ্গলিদেরই বিয়ে করতে চায় না, সেখানে তিনি হলুদ চামড়ার জাপানি মেয়ে বিয়ে করে ফেলেছেন!

যাই হোক, আমি শুধু এইটা দেখলাম, একদিন চাচা চাচি ও ইসাম ভাইয়ার সাথে সেলোয়ার কামিজ পড়ে ফুটফুটে এক তরুণী আমাদের বাড়িতে বেড়াতে এলেন, আব্বু আম্মুকে খাঁটি বাঙ্গালি কায়দায় সালাম দিলেন, টুকটাক বাংলা কথাও বললেন। বিদায় নেবার সময়ে যখন হাসিমুখে সবাইকে 'খোদা হাফেজ' বললেন, আমি তখন ডিসিশন নিয়ে নিলাম বড় হলে আমিও জাপানি মেয়েই বিয়ে করবো।

তখন আমার বয়স আটও হয়নি। ঘন ঘন বিবাহের সিদ্ধান্ত নেয়ার সেটাই প্রকৃত বয়স।

যাই হোক, এর কয়েক বছর পরে শুনি ভাইয়ার জাপানি ভাবির সাথে ডিভোর্স হয়ে গেছে। ঘটনাটা খুবই শকিং ছিল আমাদের জন্য। তাঁরা যদিও জাপানেই থাকতেন, তাঁদের মধ্যে কখনও টুকিটাকি ঝগড়ার কথাও আমরা অন্তত শুনিনি। ভাবি এতই ভাল ছিলেন যে চাচা চাচি পর্যন্ত তাঁদের বিদেশী বউয়ের প্রশংসা করতেন। বাঙ্গালি সমাজে ভাল বউয়েরই যেখানে দূর্নাম করা স্বভাব, সেখানে একজন বিদেশিনী কত ভাল হলে সবার প্রশংসা পান!

কাজেই ডিভোর্সের ঘটনায় আমরা খুবই অবাক হলাম।

পরে শুনেছিলাম তাঁদের (ভাইয়া, ভাবীর) রক্তে নাকি কী একটা সমস্যা আছে, যার ফলে তাঁদের কখনও সুস্থ্য বাচ্চা হওয়া সম্ভব নয়। একটি বাচ্চা হয়েছিল, সেও মানসিক প্রতিবন্ধী।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করালে তাঁদের জীবনে এই দুর্ঘটনা ঘটতো না।

আমাদের সমাজে বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হলে নানান ভাবে মেয়েকে পরীক্ষা করা হয়। মেয়ে হাঁটে কিভাবে, গান জানে কিনা, কোরআন শরীফ পড়ে কিনা, বেতের নামাজ কয় রাকাত, সরিষা ইলিশের রেসিপি কী ইত্যাদি ইত্যাদি হাজারো সব আজাইরা প্রশ্ন। মেয়ে পক্ষ্য এতে বিন্দুমাত্র অপমানিত হন না। কিন্তু যদি এইসব বাদ দিয়ে বলেন, একটা ব্লাড টেস্ট হয়ে যাক, তখনই দেখবেন সবাই চোখ মুখ তীক্ষ্ণ করে ফেলেছেন। ছেলেকে ব্লাড টেস্ট করতে বললেতো বদ ব্যাটা বিয়েই করতে রাজি হবে না। সরু মুখ করে বলবে, "আমাকে এত বড় অপমান করা হলো!"

কিন্তু বিয়েতে এটাই সবচেয়ে বেশি জরুরি বিষয়। এর উপর আগামী বংশধরদের ভবিষ্যত নির্ভর করছে!

মেয়ের আগে বয়ফ্রেন্ড ছিল কিনা, ছেলের চরিত্রে কোন দোষ ত্রুটি আছে কিনা - এইসব জানার চাইতেও সবচেয়ে বেশি জরুরি ছেলে মেয়ের রক্তে এমন কোন উপাদান আছে কিনা যা ভবিষ্যত প্রজন্মকে এফেক্ট করতে পারে।

আধুনিক প্রযুক্তি যখন সুলভ আছেই, এর ব্যবহার করতে ক্ষতি কী?

এতে এত ইমোশনাল হবার কিছু নেই। আমাদের প্র্যাকটিকাল হওয়া শিখতে হবে।

আমার বিশ্ববিদ্যালয় জীবনের এক বান্ধবী জানালো তাঁর শিশুর থ্যালাসেমিয়া রোগ আছে। রোগটির উপকারী দিক হচ্ছে এদের ব্রেইন অত্যন্ত ধারালো হয়। পড়ালেখায় দারুন রেজাল্ট করে! এ প্লাস পেতে হলে তাকে ফাঁস হওয়া প্রশ্নের উপর নির্ভর করতে হবেনা।

তবে ভয়াবহ দিকটা হলো এদের জন্য রেগুলার বেসিসে রক্ত লাগে।

এতটুকু একটা শিশু, তাঁকে কিনা এখন বেঁচে থাকতে হচ্ছে অন্যের দয়ার উপর নির্ভর করে! ষোল কোটির দেশে অতি সাধারণ বি+ রক্ত পেতেও তাঁদের হিমশিম খেতে হয়। মানুষ রক্তদানে এতটাই অনাগ্রহী।

তারচেয়ে বড় কথা, মা বাবার মনের অবস্থাটা একটু চিন্তা করুন!

আল্লাহ প্রতিটা শিশুকে সুস্থ্যতা দান করুন। একটি সুস্থ্য শরীরের চেয়ে বড় নেয়ামত আর কিছুই হতে পারেনা।

শিশুটির বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তাহলেই তাঁর এই রোগ থেকে মুক্তি মিলবে। নাহলে আজীবন রক্তের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকতে হবে। আজীবন!

তাঁর যদি অন্য কোন ভাই বোন হয়, তবে সে তাঁর বোনম্যারো নিয়ে সুস্থ্য হয়ে উঠতে পারে। সমস্যা হচ্ছে, তাঁর মা যদি আরেকটি বাচ্চা নেয়, তবে সেই শিশুটিরও এই একই রোগ হবার সম্ভাবনা শতকরা পঁচিশ ভাগ!

চিন্তা করুন, দুই দুইটা সন্তানের যদি একই থ্যালাসেমিয়া রোগ থাকে, মা বাবার অবস্থা তাহলে কী হবে!

আমরা ভাবতে পারিনা। ভাবতে চাইও না।

অথচ বিয়ের আগে একটা ব্লাড টেস্ট করালে আরামসেই এই সমস্যা এড়ানো যেত। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক হয়তো ভাঙ্গতে হতো, অথবা কোন শিশু এডপ্ট করা যেত - মোট কথা যেই পদক্ষেপই নেয়া হতো না কেন, 'মোহাম্মদ' নামের শিশুটিকে অন্তত এত কষ্টের ভিতর দিয়ে যেতে হতো না।

আমাদের উপলব্ধি করার সময় এসেছে, বুঝার সময় এসেছে যে কোন কাজটা আমাদের নিজেদের উপকারের জন্যই বেশি জরুরী।

শিশুটির মায়ের অনুরোধেই আজকের এই লেখাটি লেখা।

জগতের সকল শিশুর ভবিষ্যত হোক সুস্থ্য শরীর!

https://www.facebook.com/groups/canvasbd/

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৩

মদন বলেছেন: ++++++++++++++++++++++++++++

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৬

মঞ্জুর চৌধুরী বলেছেন: :)

২| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৩

নতুন বলেছেন: ++ দরকারী জিনিস...

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৬

মঞ্জুর চৌধুরী বলেছেন: :)

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫২

নিমচাঁদ বলেছেন: ব্লাড টেষ্টে একটা সিকোয়েন্স পাওয়া যায় কিন্ত সেটা এনাফ না । এটা জেনেটিক্যাল সাইন্সের খুব বড় একটা চ্যাপ্টার , এতো অল্প পরিসরে এক্সাক্ট কোন ডিশিশনে আসা যায় না , তবে বিয়ের আগে এই Fragile X syndrome (FXS), also known as Martin–Bell syndrome, or Escalante's syndrome এর টেষ্ট টি করে নিতে পারেন , যদি ও সন্তান প্রতিবন্ধী হবে কিনা সব ক্ষেত্রে এই টেষ্টে ধরা পড়ে না । আমি ১৪ বছর আগের কথা জানতাম , তখন বারডেমে এই টেষ্ট টা করা হতো , এখন কোথায় হয় জানি না

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৭

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৫

টানিম বলেছেন: দরকারী জিনিস...

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৭

মঞ্জুর চৌধুরী বলেছেন: :)

৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

সোহেল মাহমুদ বলেছেন: জরুরী একটা বিষয় শেয়ার করেছেন।++++++++++

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৭

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

চেংরা পোলা বলেছেন: ভাইয়া,ব্লাড টেস্টের ক্ষেত্রে কি কি টেস্ট করা জরুরী,এবং এগুলো কোথায় করানো উচিৎ হবে??

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৯

মঞ্জুর চৌধুরী বলেছেন: Electroforesis করতে হবে দুইজনের।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

মামুন রশিদ বলেছেন: তখন আমার বয়স আটও হয়নি। ঘন ঘন বিবাহের সিদ্ধান্ত নেয়ার সেটাই প্রকৃত বয়স। :D

যাইহোক, মজা করে করে খুব দরকারি বিষয় সামনে এনেছেন । এ ব্যাপারে সবার সচেতনতা কাম্য ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৯

মঞ্জুর চৌধুরী বলেছেন: :)

৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

সুমন কর বলেছেন: প্রথমের কাহিনী বেশ মজা করে লিখেছেন, ভাল লাগল।

আর সচেতনামূলক পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪০

মঞ্জুর চৌধুরী বলেছেন: :)

৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

তোমোদাচি বলেছেন: মজা করতে করতে একটা চমৎকার বিষয় তুলে এনেছেন, ধন্যবাদ

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪০

মঞ্জুর চৌধুরী বলেছেন: :)

১০| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: দারুন একটা বিষয়। আপনি প্রশংসার দাবি রাখে এ পোষ্ট দিয়ে................


আমার ওরে বলুম যে, তোমার মুখটা এত ফ্যাকাসে লাগছে কেন চলো তোমার ব্লাড টেস্ট করিয়ে আনি। পরে হয় + নইলে -

তবে আপনার পোষ্ট এ অবশ্যই প্লাস...........

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪১

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

১১| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩২

জামিল হাসান বলেছেন: আজ থেকে কিছুদিন আগেও এত জটিলতা ছিলোনা আজকে বিয়ে করা অনেক জটিল ও কঠিন

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪২

মঞ্জুর চৌধুরী বলেছেন: আগে মানুষ বুঝতো না, শিশু মৃত্যু হার অনেক বেশি ছিল। এখন অনেক কিছু আগে থেকে বুঝতে পারা যায়। সুবিধে নেয়া উচিৎ।

১২| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪১

এহসান সাবির বলেছেন:
জগতের সকল শিশুর ভবিষ্যত হোক সুস্থ্য শরীর


দারুন পোস্ট।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪২

মঞ্জুর চৌধুরী বলেছেন: :)

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

কলমের কালি শেষ বলেছেন: দরকারী বিষয় ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪২

মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

মাহবু১৫৪ বলেছেন: খুব দরকারি পোস্ট

++++++

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৩

মঞ্জুর চৌধুরী বলেছেন: :)

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

কালান্তরের অশ্বারোহী বলেছেন: অবশ্যই বিয়ের আগে রক্ত পরিক্ষা করা উচিৎ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৩

মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩

তুষার কাব্য বলেছেন: হাস্যরসের মাধ্যমে চমৎকার একটা বিষয়ের অবতারনা করেছেন।ভালো লাগলো।শুভকামনা।

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৩

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.