নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমরা এখন বার্ন ইউনিটে শুটিং করি কারন সব স্বাভাবিক আছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

পানির প্রধানতম ধর্ম হচ্ছে এর কোন বর্ণ, স্বাদ ও নির্দিষ্ট কোন আকার নেই। একে যেই পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ধারন করে।
পানির সাথে মানুষের একটা মিল আছেতো অবশ্যই। মানুষকেও যে পরিবেশেই রাখা হয়, সেই পরিবেশের সাথেই মানিয়ে নিতে পারে।
আশির দশকে নূর হোসেন নামের এক যুবক যখন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল, সারা দেশে তখন হায় হায় রব উঠেছিল।
"একজন" মানুষ মারা গিয়েছে! সর্বনাশ!
ধীরে ধীরে মানুষ মরাটা ডাল ভাত হয়ে গেল। প্রতিদিনই নূর হোসেনেরা মরতে লাগলো। এ ওকে গুলি করে মারছে। সে তার রগ কেটে দিচ্ছে। অমুক জবাই হচ্ছে, তমুক পঙ্গু হচ্ছে। কয়জনের হিসাব রাখা যায়?
আমরা ধরেই নিলাম রাজনৈতিক সহিংসতায় মানুষ মরবেই। পলিটিক্স কেউ করছে, আর মরছে না, সেটাই ছিল মিরাকেল।
আমরা স্বাভাবিক জীবন চালিয়ে গেলাম।
জেএমবি যখন আত্মঘাতী বোমা হামলা শুরু করলো, তখন আবার আমরা ঘাবড়ে গেলাম।
এ কী ধরনের ফাজলামি শুরু হয়েছে? নিজে মরবি মর, সাধারণ মানুষ মারছিস কেন?
বাসে চড়তে ভয় লাগতো, কনসার্টে গান শুনতে যেতে ভয় লাগতো, ভিড় দেখলেই মনে হতো এখনই কোন বিষ্ফোরন ঘটবে নাতো? ফাইভ স্টার হোটেল, শপিং সেন্টার থেকে শুরু করে নিজের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে পর্যন্ত প্রবেশ করতে হলে মেটাল ডিটেক্টরের কড়া চেকিংয়ের মধ্য দিয়ে যেতে হতো।
আমরা মানিয়ে নিলাম। ধরেই নিলাম এটাই স্বাভাবিক।
এখন দেশে শুরু হয়েছে আরেক পাশবিকতা। আগুন ছুড়ে মানুষ মারা হচ্ছে। প্রতিদিনই দেখছি পেট্রোল বোমা সহ বিএনপি-জামাতের লোকেরা ধরা পড়ছে, আওয়ামীলীগের লোকেরাও ধরা পড়ছে। আফসোসের কথা হচ্ছে, দলকানারা একে অন্যকে দোষ দিচ্ছে।
কেউ স্বীকারই করতে রাজি নয় নিজের দলের লোকেদেরও জানোয়ার হওয়া সম্ভব!
অবরোধ "সফল" করতে বিএনপি জামাত পেট্রোল বোমা মারছে, এইটা বুঝতে কুদরত-এ-খুদা হওয়া লাগেনা।
আর বিএনপিকে আরও সহিংস দল হিসেবে উপস্থাপন করতে আওয়ামীলীগও দুয়েক জায়গায় বোমা ছুড়বে, এইটাই রাজনীতি।
"পলিটিক্স" যারা চিনেন, তাঁরাই মানেন যে এরা কারও মা বাপ না, কারও সন্তান না - এরা নিজের স্বার্থ ছাড়া আর একচুল পরিমানও বেশি কিছু চিন্তা করতে পারেনা।
ফলাফল, বাপের সাথে মেয়ে পুড়ে মরছে, মায়ের কোলে ছেলে। যারা বেঁচে যাচ্ছেন, তাঁরা বার্ন ইউনিটে শুয়ে শুয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে আফসোস করছেন কেন মারা গেলেন না!
আমরা এই পরিস্থিতির সাথেও চমৎকার মানিয়ে নিচ্ছি। দেখছেন না, এখন বার্ন ইউনিটে মিউজিক ভিডিওর শুটিং হয়। অরিজিনাল রোগীর পাশে অভিনেত্রীকে গ্লিসারিন দিয়ে কান্নার অভিনয় করতে হয়!
প্রায়ই আমার মাথায় একটা চিন্তা আসে।
মরার পর আমাদের যারা বেহেস্তে যাবেন তাঁরা তো যাবেনই, যারা দোযখে যাবেন, তাঁদের কারও কারও কাছে সেই হাবিয়া দোযখকেও জান্নাতুল ফেরদৌস বলে ভুল মনে হতে পারে। তাঁরা সেখানে পরম আনন্দে হাসতে হাসতে দিন কাটাবেন।
ফেরেস্তারা অবাক হয়ে জানতে চাইবে, "তোমরা এত খুশি কেন?"
উত্তরে তাঁরা বলবেন, "আমরা বাংলাদেশী এবং পৃথিবীতে আমরা খালেদা হাসিনার ক্ষমতার লড়াই দেখেই জীবন কাটিয়ে দিয়েছি।"

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.