নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
ছবিতে একটা চিঠি দেখা যাচ্ছে, যার ভাষা আরবি। ক্যাপশনে লেখা "রাসূল মুহাম্মদের (সঃ) নিজ হাতে লেখা চিঠি। লাইক ও শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।"
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মন্তব্যের পাশাপাশি একজন "দুশমন-এ-রাসূলদের" উদ্দেশ্যে লিখলেন, "অমুক ভন্ড পীরের মুরিদের চোখ খুলে দেখে নিক, যাদের পীর তার তমুক বইয়ের একাদশ পৃষ্ঠায় লিখেছেন আমাদের নবী নিরক্ষর ছিলেন। নাউজুবিল্লাহ!"
ব্যস, লেগে গেল দুই পীরের মুরিদের দ্বন্দ।
অথচ ইসলাম সম্পর্কে সরিষার দানার পরিমাণও যার জ্ঞান আছে, সেও জানে আমাদের নবীজি নিরক্ষর ছিলেন।
সেজন্যই কোরানের প্রথম আয়াত নাজিল হবার সময়ে জিব্রাইল (আঃ) যখন বললেন, "পড়," তখন নবীজি জবাবে বলেছিলেন "আমি পড়তে পারিনা।"
এই সাধারণ জ্ঞানটাও যাদের নেই, তাদেরকে ধর্মের মূলা ঝুলিয়ে ভুল পথে চালিত করা কত সহজ বুঝতে পারছেন?
ফারাবী নামের যে লোকটাকে অভিজিত খুনের সন্দেহে গ্রেপ্তার করা হলো, তার সর্বশেষ ফেসবুক পোস্টে (লাভ জিহাদ) সে লিখেছে "নিজের ঘরের স্ত্রীকে পরপুরুষের বেডরুমে পাঠানোর সংস্কৃতি এখনো ....রা (একটি ধর্মের নাম উল্লেখ করে) ত্যাগ করতে পারি নাই। বর্তমানে তা এক ভয়াবহ শিল্পের আকারে রুপ নিয়েছে। প্রত্যেকটা .... ছেলেই তার স্ত্রীকে বাধ্য করছে তার অফিসের বস বা কারখানার মালিকের বেডরুমে যেতে।"
লেখাটা পড়ে আমার ইবলিসের কথা মনে পড়ে গেল। যে সত্য বলে, তবে অবশ্যই মিথ্যার সাথে মিলিয়ে।
এইটা হলফ করে বলা যায়না যে এমন কুকর্ম সমাজে ঘটছে না, তবে ও বলছে "প্রত্যকটা ছেলে" যা বাস্তবে ঘটা অবশ্যই অসম্ভব।
লেখাটিতে আরও অনেক উল্টাপাল্টা কথা বলা হয়েছে। অনেক কুৎসিত কথাবার্তাও বলা হয়েছে।
একজন "মুসলিমের" জন্য কুৎসিত কিছু লেখা ও বলা নিষেধ। মিথ্যা বলাতো মহাপাপ!
কিন্তু এই ছেলে মিথ্যা কথা লিখে সমাজে ফ্যাসাদ সৃষ্টি করছে, উষ্কানিমূলক লেখা লিখে দাঙ্গা লাগাচ্ছে। এ খুন করুক কি না করুক, একেতো এমনিতেও বেঁধে রেখে ভাল মানসিক ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিৎ।
তার সেই লেখাটি দুই হাজার আটশ আটাত্তুরজন মানুষ পছন্দ করেছে, একশ চুরানব্বইজন শেয়ারও করেছে। লেখাটির সত্যতা যাচাইয়ের ব্যপারে কেউ একটুও চিন্তা করার প্রয়োজনটুকুও বোধ করছে না!
বাংলাদেশের মানুষের শিক্ষার মান বুঝতে এই স্ট্যাটিসটিক্সইতো যথেষ্ট।
একই কথা নাস্তিকদের ব্যপারেও সত্য। যেমন, একজন লিখে দিল "হযরত মুহাম্মদ (সঃ) একটি ইহুদি গোত্রের সব পুরুষদের হত্যা করেছিলেন।"
অমনি সবাই ছিঃ ছিঃ করে লাফিয়ে উঠলো।
যে লোকটা মক্কায় নিজের চিরশত্রুদের হাতের মুঠোয় পেয়েও নিঃশর্তে ক্ষমা করে দিয়েছিলেন, তিনি কেন এমন কাজ করেছিলেন, সেটা কেউ জানতে আগ্রহী পর্যন্ত হলো না। কী অদ্ভূত লজিক জ্ঞান আমাদের!
ওদের সাথে কথা বলার সময়ে আমি প্রশ্ন করি, "রাজাকারদের ফাঁসি চাও?"
জবাব আসে, "অবশ্যই।"
"কবে ফাঁসি হলে ভাল হতো?"
"একাত্তুরেই।"
"সব ক'টার?"
"অবশ্যই।"
"দেশে তখন প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ছোট বড় রাজাকার ও তাদের সাঙ্গপাঙ্গ ছিল। এক লক্ষ মানুষকে ঝুলিয়ে দিতে চাও?"
"অবশ্যই, ওরা বিশ্বাস ঘাতক! ওদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড।"
"বনু ক্বুরায়দাও খন্দকের যুদ্ধের সময়ে রাজাকারী করেছিল। ওরা শুধু বিশ্বাস ঘাতকতাই করেনি, চুক্তিও ভেঙ্গে ছিল। তখনকার যুগে চুক্তি ভঙ্গের শাস্তি ছিল মৃত্যুদন্ড। ওরা সফল হলে মুসলিমরা সেইদিনই সবাই মারা পড়তেন। তোমরা একলাখ মানুষকে ফাঁসিতে ঝুলাতে হইহই করছো, অথচ আটশজনের জন্য হায় হায়?"
তারপরেও ওদের কেউ কেউ তর্ক করতে থাকে। যেহেতু মুহাম্মদের (সঃ) নাম জড়িয়ে আছে, কাজেই এটাকে ইস্যু বানাতেই হবে। এটাই আজকাল ফ্যাশন।
মানুষকে মস্তিষ্ক দেয়া হয়েছে সেটা খাটিয়ে পড়াশোনা করার জন্য। চিন্তাভাবনা করার জন্য। সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য। যে যাই বলল সেটাই চোখ বন্ধ করে বিশ্বাস করার জন্য না। মানুষকে মানুষ বানানো হয়েছে, কুকুর নয় যে লেজ নাড়িয়ে মালিকের হুকুম তালিম করে যেতে হবে।
আফসোস, আমরা আমাদের পেছনে অদৃশ্য লেজ নিয়ে ঘুরি। কারও কোন লেখা পড়লেই আনন্দে সেই লেজ নাড়তে থাকি। মাথা খাটাবার বিন্দুমাত্র চেষ্টা করিনা।
আমার গুরু মুফতি ইসমাইল মেংকের একটি উক্তিকে এখানে একটু বিস্তারিতভাবে উল্লেখ করা যেতে পারে, আজকের প্রেক্ষাপটে এর প্রয়োজন আছে।
"কারও পোশাক, কারও লেখালেখি, কারও কথাবার্তা থেকে ঝট করে কোন মন্তব্য করোনা, অথবা অবিবেচকের মতন কোন সিদ্ধান্তে চলে এসো না। তুমি কখনই জানোনা, হয়তো ওর হৃদয় সোনার তৈরী এবং তোমার আমার হৃদয় কয়লার। সুখের কথা, কয়্লাকেও এক সময়ে হীরক খন্ডে বদলে ফেলা যায়। সেই চেষ্টা কী তুমি করছো?"
না, আমরা করছিনা। আমরা আমাদের হৃদয়কে কালোই রাখতে পছন্দ করি।
আমরা ফেসবুকে যাই দেখছি তাই বিশ্বাস করছি। সেটা নবীজির নিজের হাতে লেখা চিঠি হোক, সিনেমা থেকে নেয়া কাবা ঘরের একশো বছর পুরানো ছবি হোক, অথবা জঙ্গিবাদী ধার্মিক বা উগ্রবাদী নাস্তিকের উষ্কানিমূলক উক্তি - আমরা সব গিলে এ ওর সাথে মাথা কাটাকাটি করে মরছি।
কোন একদিন এক দেশে প্রত্নতাত্ত্বিকেরা মাটি খুড়তে গিয়ে বিলুপ্ত হওয়া এক জনপদের সন্ধান পাবেন। গবেষণায় বেরুবে বহুযুগ আগে এখানে বাস করতো বাঙ্গালি সম্প্রদায়। পারষ্পরিক মতবিরোধে কাটাকাটি করে মরতে মরতে এক সময়ে এরা বিলুপ্ত হয়ে গেছে।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৩
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
২| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৫২
কালো পতাকার খোঁজে বলেছেন: এই যুগে ইসলামের পক্ষে হোক আর বিপক্ষে হোক, কোন কিছু বলতে জানাও লাগে না, মাথাও খাটানো লাগেনা।
কেউ ইমানের জোশে বলিয়ান, কেউ মুকটচিন্তার স্বাধীনতায় আত্নহারা।
পোস্টে প্লাস।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৪
মঞ্জুর চৌধুরী বলেছেন: সমস্যা হচ্ছে কেউ কিছু জানতে চায় না।
৩| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫
স্বপ্নছোঁয়া বলেছেন: আমরা একদিন কাটাকাটি করে বিলুপ্ত হয়ে যাব।
সত্যিই তাই হবে হয়ত একদিন।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৪
মঞ্জুর চৌধুরী বলেছেন:
৪| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯
যোবায়ে৫ বলেছেন: onek valo laglo...
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৪
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৫| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১০
কাবিল বলেছেন: কিছু লেখা পড়ে উৎসাহিত হয়ে হাজার হাজার লাইক, শত শত শেয়ার। কিন্তু তার বিষয় বস্তু নিয়ে সত্যটা যাচাই করার প্রয়োজনটুকুও বোধ করে না।
আর এভাবে চলতে থাকলে হয়তো আপনার কথাই ঠিক,
আমরা একদিন কাটাকাটি করে বিলুপ্ত হয়ে যাব।
ধন্যবাদ
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৪
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
৬| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যতা যাচাই আজ অনেক দূরের কথা মিথ্যে কিছু পেলেই কোলবালিশ বানিয়ে রাত্রিনিদ্রা দেয় শিক্ষিত সমাজ। এটাই বাস্তবতা।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৫
মঞ্জুর চৌধুরী বলেছেন:
৭| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
ধন্যবাদ আপনাকে।
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৫
মঞ্জুর চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ!
৮| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪০
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: হত্যা আর হানাহানিতে লিপ্ত আজ বাঙ্গালী।এভাবেই হবে হয়তো বিলুপ্তি!
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৫
মঞ্জুর চৌধুরী বলেছেন:
৯| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৮
আলাপচারী বলেছেন: +++
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৫
মঞ্জুর চৌধুরী বলেছেন:
১০| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৩
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: ঠিক আমার মনের কথাগুলো লিখেছেন!
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৬
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৩১
আলী প্রাণ বলেছেন: দারুণ!
"কারও পোশাক, কারও লেখালেখি, কারও কথাবার্তা থেকে ঝট করে কোন মন্তব্য করোনা, অথবা অবিবেচকের মতন কোন সিদ্ধান্তে চলে এসো না। তুমি কখনই জানোনা, হয়তো ওর হৃদয় সোনার তৈরী এবং তোমার আমার হৃদয় কয়লার। সুখের কথা, কয়্লাকেও এক সময়ে হীরক খন্ডে বদলে ফেলা যায়। সেই চেষ্টা কী তুমি করছো?"