নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দেশের গুরুত্বপূর্ণ সব পদে এত অযোগ্য লোকের ভিড় কেন?

০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:০০

প্রধাণমন্ত্রীর গাড়ি যাওয়ার সময়ে রাস্তার একটি নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠলো। প্রধাণমন্ত্রীর কী তাতে ইজ্জত চলে গেল? তাঁকে কী কুকুরটার উদ্দেশ্যে ঘেউ ঘেউ করা মানায়?
দুপুরের সূর্যকে নিভিয়ে দেয়ার জন্য এক পাগল আকাশের দিকে তাকিয়ে থুথু ফেলল। সূর্যের তাতে কীই বা ক্ষতি হলো? উল্টো থুথুটা পাগলের নিজের মুখেই পড়লো।
কাবা ঘরকে নিয়ে সম্প্রতি এক উন্মাদের পোস্ট চোখে পড়লো। উন্মাদের কাজ উন্মাদ করেছে। সরলপথে অ্যাটেনশন পাওয়ার মুরোদ নেই বেচারার, তাই বিতর্কিত পথই বেছে নেয় বারবার। তবে তাকে পাত্তা দিয়ে তার পোস্টটা শেয়ার করে হাজারখানেক মানুষের কাছে পৌছে দেয়ার জন্য কিন্তু ভাইয়েরা আপনারাই দায়ী। এবং পাত্তা না পাওয়া ছেলেটা এইভাবে বিপুল সংখ্যাক মানুষের পাত্তা পেয়ে যারপরনাই উৎসাহিত হয়ে পরবর্তী পোস্টের জন্য মাথা খাটাতে শুরু করেছে। দেশী ভাষায় একটা কথা আছে যা আমরা প্রায়ই ভুলে যাই, গু যত নাড়া হয়, ততই গন্ধ ছড়ায়।
ওদের বিষ্ঠা ওদের কাছেই থাকুক, পাত্তা না দিলে ওরা ডেসপারেট হতে হতে একদিন চুপ হয়ে যাবে। আর যদি নাও হয়, নেরি কুকুরের সামর্থ্য কী মানুষকে অপমানিত করার?
কথা প্রসঙ্গেই বলে ফেলি, রসালোতে ভারতীয় ক্রিকেট দলকে অর্ধ ন্যাড়া দেখিয়ে যে ছবি প্রকাশ করা হয়েছে, সেটাও এই একই ফিলোসফির নিচে পরে। মানুষের আসল রূপ চেনা যায় যখন তাকে ক্ষমতা দেয়া হয়। নব্য ধনীরাই তাদের অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করে। আমাদের হাতে জয় আসতে শুরু করতেই আমরা অসভ্যতা শুরু করে দিয়েছি। আসলেই আমাদের মানুষ হতে এখনও অনেক দূর যেতে হবে।
এই একই কাজ অন্য দেশ আমাদের সাথে করলে কিই বড় গলাতেই না কথা বলতাম!
দেশের গুরুত্বপূর্ণ সব পদে এত অযোগ্য লোকের ভিড় কেন?
আর আমাদেরই টাইগার নাসিরের সাথে যা করলো তা নিয়ে কিছু বলারও রুচি হয়না।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:১৬

শিরোনামহীনভক্ত দিহান বলেছেন: নব্য ধনীরাই কেবল এইসব করতে পারে. ভালো বলেছেন।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৩:১৩

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

২| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ

০২ রা জুলাই, ২০১৫ রাত ৩:১৩

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ! :)

৩| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:২৬

প্রামানিক বলেছেন:

৪| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৪৩

মুরশীদ বলেছেন: দেশের গুরুত্বপূর্ণ সব পদে এত অযোগ্য লোকের ভিড় কেন?
যোগ্য লোক পাবেন কোথায়? Brain drain!
যোগ্য লোক পাবেন কোথায়? যোগ্য লোক নিয়োগ দিলেতো পাবেন!
যোগ্য লোক পাবেন কোথায়? Ato promotion!
যোগ্য লোক পাবেন কোথায়? ১৬ কটির দেশে বলে প্রয়োজনীয় লোকবলের অভাব?
সবখানে ব্যবস্থাপনার চরম ব্যর্থতা কারন, আপনি যেটা বলেছেন; দেশের গুরুত্বপূর্ণ সব পদে এত অযোগ্য লোকের ভিড় কেন?
ভাল পোস্টের জন্য ধন্যবাদ

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫০

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৫| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯

মীশুক মন্‌ডল বলেছেন: সুন্‌দর বলেছেন ।।

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫০

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!

৬| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বরবরের মত অল্প কথায় বেশ ভালো লেখা, কিন্তু শিরোনামের সাথে মিলাতে গিয়ে গোলমেলে ঠেকল যে ভাই?

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫০

মঞ্জুর চৌধুরী বলেছেন: কেন ভাই?

৭| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:১৭

শহিদুল ইসলাম শামীম বলেছেন: দারুন হয়েছে

০২ রা জুলাই, ২০১৫ রাত ৮:৫০

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ! :)

৮| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৬

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই এতো প্যাচ তুলে ধরেছেন এক পোষ্টে।
মুল প্যাচটাই কি বুজতে পারলাম না।
সরি আমার কথাতে আবার রাগ করবেন না।

৯| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৪:৪৮

তৌফিক মাসুদ বলেছেন: এক্কে বারে মনের কথা বলেছেন।

১০| ০৫ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪৯

কাজী শাহ এমরান বলেছেন: ভাল পোস্টের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.