নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ওয়েস্টইন্ডিজ - রিটার্ন অফ দ্য কিং?

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

আহ! আরব সাগরে ক্যারিবিয়ান ঝড় উঠলো, আর তাতেই লন্ডভন্ড মুম্বাই নগরী! ভারত হেরে গিয়ে ক্রিকেট বিশ্বকেই হ্যাপী করে দিল। সাবাস আশ্বিন!
টুর্নামেন্টের শুরু থেকেই ছিলাম বাংলাদেশ, ওয়েস্টইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। একটা নিজের দেশ, আরেকটা ক্রিকেট বিশ্বের সাবেক সম্রাট এবং আরেকটা ট্রাজিডি কিং। কোন দলই এখন পর্যন্ত হতাশ করেনি। সাউথআফ্রিকা নিজেদের ঐতিহ্য রক্ষা করতেই আগেভাগে বিদায় নিয়েছে।
বাংলাদেশ সব ম্যাচ হারলেও বুঝিয়ে দিয়েছে আগামী দিন হতে যাচ্ছে সোনালী দিন।
এবং ওয়েস্টইন্ডিজ!
আহা!
এই নাহলে গেম অফ পাওয়ার? সবাই শুধু ক্রিস গেইল ক্রিস গেইল করে। আরে ওরা কী এখন আর এক খেলোয়ার নির্ভর দল আছে? দিন বদলাইছে না?
সবচেয়ে সেরা যেটা লেগেছে তা হচ্ছে ওদের ব্যাটসম্যানদের attitude. এক দুই সিঙ্গেল চুরি করার দরকার কী যখন দাঁড়িয়ে দাঁড়িয়েই চার ছয় মারা যায়?
ফাইনালটা জমবে মনে হয়... ইংল্যান্ডও রাজার জাত, ওয়েস্টইন্ডিজও তাই। বিধ্বংসী একটা ম্যাচের প্রত্যাশায়!
সাথে যোগ করি, ওয়েস্টইন্ডিজ যুবদল যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।
ওয়েস্টইন্ডিজ বড় দল টি২০ বিশ্বকাপের ফাইনালিস্ট, ব্যাটে বলে হলে চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে।
ওয়েস্টইন্ডিজ নারী দলও মেয়েদের টি২০ বিশ্বকাপের ফাইনালিস্ট। ওরাও ফাইনালে ঘটনা ঘটায় দিতে পারে।
কী মনে হয়?
"লর্ড অফ দ্য গেম - রিটার্ন অফ দ্য কিং?"

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

কঠিন অবস্থা!
যুব দল, বড় দল, নারী দল ...পরিবারেই সবাই দেখি দারুণ ফর্মে !

আর শিরোনামটা পছন্দ হওয়াতে পোস্টে প্রবেশ করে শেষের লাইনটাও দারুণ লাগলো
"লর্ড অফ দ্য গেম - রিটার্ন অফ দ্য কিং?"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.