নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
ছোটবেলা থেকেই শিখে এসেছি শিক্ষক পিতার সমান।
স্কুলে স্যারদের হাতে অনেক মার খেয়েছি।
আমাদের এক স্যার ছিলেন যিনি চুলের জুলফি ধরে টেনে শুন্যে ভাসিয়ে দিতেন। কী ভয়ংকর শাস্তি! সেই স্যারের ছেলের যখন ক্যান্সার হলো, ভিখিরির মতন মানুষের কাছে হাত পেতেছি যদি কিছু টাকা তুলে স্যারের কাছে পাঠানো যায়! স্যারের ঋণ শোধ জীবনেও সম্ভব নয়, তবু যদি স্যারের সবচেয়ে বড় বিপদে কিছুটা হলেও পাশে থাকা যায়!
পিঠে ভাল করে দেখলে এখনও যার বেতের দাগ খুঁজে পাওয়া যাবে, সেই শাহীন স্যার আমাদের মাঝে নেই - এই কথাটা এখনও বিশ্বাস করতে পারিনা। স্কুল জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষকদের তালিকায় তাঁর অবস্থান নিঃসন্দেহে অনেক উপরের দিকে।
স্যারদের থেকে বেশি মার খেয়েছি টিচারদের হাতে। অথচ স্কুলের সবচেয়ে কড়া শিক্ষিকা মীরা টিচারের মৃত্যু সংবাদ যেদিন শুনেছি, আমি সারা সকাল হাউ মাউ করে কেঁদেছি। শেষ এমনভাবে কেঁদেছিলাম আমার নানীর মৃত্যু সংবাদে। তার আগে নিজের বাবার মৃত্যুদিনে।
আজকে দেখলাম দেশের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক মৃতবস্থায় উপুর হয়ে পরে আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার বাবার বিশ্ববিদ্যালয়। আমার মতন পিতৃভক্ত ছেলের হৃদয়ে এই বিশ্ববিদ্যালয়টির একটি বিশেষ স্থান আছে। সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক - যিনি ছাত্রদের কাছে পিতার সমান - এইভাবে মরে পরে থাকতে দেখে খুবই খারাপ লাগছে। মনে হলো যেন আমার বাবা সেখানে শুয়ে আছেন। আমার ড্রিম জব ছিল অধ্যাপনা, হতে পারিনি, সেটা নিয়তি। কিন্তু কিছুক্ষণের জন্য মনে হলো, আমি নিজে পরে আছি সেখানে।
এই বিশ্ববিদ্যালয়েতো এটাই প্রথম শিক্ষক হত্যা নয়। ২০১৪তে একবার হয়েছে। ২০০৬ এও একবার হয়েছে। তারও আগে ২০০৪ এ একবার হয়েছে। এইবার হলো ২০১৬তে। হয়তো আগামীকালই আবার হবে। হয়তো দুই বছর পর আবার হবে। হত্যাকান্ড চলতেই থাকবে।
যে জাতি নিজের পিতাদের কুপিয়ে হত্যা করে, তাদের ভবিষ্যত কী?
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০১
মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ!
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৪
মোঃ আমানউল্লাহ বলেছেন: যেই শিক্ষাব্যবস্থা দিয়ে মানুষ শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করছে না..
সেই শিক্ষা ব্যবস্থা থেকে এরকম মনোভাব সংগঠিত হওয়া কল্পনাতিত নয়...
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০১
মঞ্জুর চৌধুরী বলেছেন:
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৯
সাগর মাঝি বলেছেন: থামুন লেখক সাহেব, আগে আমরা দেশের সকল মাথাওয়ালাকে জিহাদের নামে হত্যা করে নেই,, তারপর আপনি আপনার পোষ্ট ব্লগে প্রকাশ কইরেন।
থু....বাঙ্গালি!!! ধিক্কার তোমাদের বিবেকের প্রতি।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৮
সজীব মোহন্ত বলেছেন: এ জাতীর ভবিষ্যৎ পাকিস্তান/ আফগানিস্তান।
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০১
মঞ্জুর চৌধুরী বলেছেন: তাই তো দেখছি
৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৬
বাঘ মামা বলেছেন:
আমার খুব প্রিয় মামুন স্যার সব সময় আমাকে বলতো বাঘ তোকে মারার সুযোগ পাইনা,তুইতো মানুষ হবিনারে আমার মার না খেলে,এরপর থেকে আমি প্রায় বলতাম স্যার আমাকে মারুন, আমি মানুষ হতে চাই,তিনি আমার গালে হাত রেখে বললো নারে বোকা তুই মানুষ হয়েই আছিস,আমার দোয়া রইলো তোর জন্য।অনেক বড় হবি জীবনে। এমন ভাবে বললে ,এমন আদর মাখা হাত গালে ছোয়ালে মানুষ না হয়ে উপায় নেই।এখনো কথা হয় স্যারের সাথে।শ্রদ্ধায় ভালোবাসায় বুক গলা ভারি হয়ে উঠে স্যারের জন্য ।
এই দেশে গুনী হত্যা দিনে দিনে গুনে গুনে বেড়েই চলছে। এই চর্চা শুরু হয়েছে ১৯৭৫ থেকে।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫
রায়ান মুন্সী বলেছেন: Its time to leave this country
৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭
কালনী নদী বলেছেন: দুঃখিত ও সমব্যথিত ভাইয়া।
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০২
মঞ্জুর চৌধুরী বলেছেন:
৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০
ডি মুন বলেছেন: রেজাউল করিম স্যার আমাদের মাঝে নেই এটা এখনো মেনে নিতে পারছি না।
উনি কারো সাথে পাছে থাকতেন না, নিজের মত নিজের জগতে থাকতেন। ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের খুব ভালোবাসতেন। তাদের নিয়ে কালচারাল প্রোগ্রাম করতেন। নিজে সেতার বাজাতেন, বাঁশি বাজাতেন। গত পাঁচ বছরে কখনো তাকে কারো সাথে উচ্চবাচ্য করতে দেখি নি।
এমন সাদাসিধা সরল মানুষকেও হত্যার শিকার হতে হল !!!!
আশ্চর্য এক দেশ ! !
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০২
মঞ্জুর চৌধুরী বলেছেন: ভাল মানুষ হওয়াটাও অপরাধ ভাই।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬
অেসন বলেছেন: বাংলাস্থান হতে খুব দেরি নেই। বিদেশি,ধর্মযাজক, পুরহিত, নাস্তিক,ধর্মান্তরিতরা হত্যার শিকার হচ্ছে।
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০২
মঞ্জুর চৌধুরী বলেছেন:
১০| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এ যেন জেনোসাইডে রুপ নিতে যাচ্ছে...
আজই দেখূন আরো ভয়াবহ খবর..
শিক্ষককে কোপালেন আওয়ামী লীগ নেতার তিন ছেলে
রাজধানীর আদাবরে প্রণব কুমার সরকার নামে এক প্রধান শিক্ষককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার তিন ছেলে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শেখেরটেক ৬ নম্বর রোডে প্রতিভা আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। - See more at: Click This Link
প্রতিদিনের সংবাদ পত্রে কোন না কোন হত্যা থাকছেই! পিতাতুল্য শিক্ষক থেকে ভিন্নমত.. কারোই রেহাই নেই!!!!!!!!!
অ ভয়ংকর অবস্থার অবসান না হলে সামনে আরও ভয়াবহ বিপদ আসন্ন!!!!
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০৩
মঞ্জুর চৌধুরী বলেছেন:
১১| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৮
সোজোন বাদিয়া বলেছেন: ওই জঙ্গলের পশুগুলো যে কী অভিশাপ ডেকে আনছে তা ওদের বোঝার ক্ষমতা নেই। প্রকৃতির একটা সমাধান আসবে, কিন্তু সেটি বড়ই রক্তাক্ত হবে বলে আমার ধারণা।
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০৩
মঞ্জুর চৌধুরী বলেছেন: ভয় করে
১২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
মামুন আকন বলেছেন: অন্ধকার
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০৩
মঞ্জুর চৌধুরী বলেছেন:
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮
মহা সমন্বয় বলেছেন: কি বলব বলুন? বলার কোন ভাষা নেই। আরও স্তব্দ হয়ে যায় যখন দেখি এই খুনকে কেউ আকারে ইঙ্গিতে সহীহ করার পায়তারা করে।
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০৪
মঞ্জুর চৌধুরী বলেছেন: সেটাই সবচেয়ে ভয়ের। খুনকে জাস্টিফাই করার চেষ্টা মানেই খুনিকে লাই দেয়া
১৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:০০
নতুন গেম বলেছেন: আমরা আগামীর আলো থেকে পিঁছিয়ে পড়ছি ।
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০৫
মঞ্জুর চৌধুরী বলেছেন: আমরা এগিয়ে ছিলামই বা কবে? আমরা পেছাতে পেছাতেই পেছাচ্ছি।
১৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৭
সচেতনহ্যাপী বলেছেন: কেউ বাদ যাচ্ছে না।। অবাক হই যখন এইসব উল্লেখ্য হত্যাকান্ডের দায় আইএস স্বীকার করে নেয়।। আমরা ি ধীরে ধীরে সে পথেই এগোচ্ছি??
যতটুকু মনে পড়ে এ পর্যন্ত ৪জন অধ্যাপক খুন হলেন।। দুঃখের সাথেই লতে বাধ্য হচ্ছি, ছাত্রদের পরিচয়!! এর আগে বোধহয় দেখেছিলাম কাউকে গুলিচালনা শিখতে!! আর কত অবক হবো??
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০৫
মঞ্জুর চৌধুরী বলেছেন:
১৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৭
অর্ধ চন্দ্র বলেছেন: বাতাস করছো হে তোমরা, করো! কিন্তু যখন ঘুম ভাঙ্গবে,তখন কুটকুটে অন্ধকার তোমাদের চারিপাশ, গ্রাস করছে কত সহজে কষ্টের সোনার বাংলাকে! হাজারো চেষ্টা করেও তোমরা পাবে না এক ঝলক আলোর দেখা, কখন যে দানব অন্ধকার তোমাদের অতল গহ্বরে ঠেলে দিয়েছে,কভু তার নাই কোন কূল কিনার!!
আমরাও এখন বলি চাপাতি জিন্দাবাদ,জয় হোক মহাশক্তিময় চাপাতি বাবার!!
১৭| ০২ রা মে, ২০১৬ রাত ৯:৩৯
রাঙা মীয়া বলেছেন: ভবিষ্যৎ ছাড়া জাতির আত্মহত্যা করা উচিত বৈকি !
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০৬
মঞ্জুর চৌধুরী বলেছেন: ঘুরে দাঁড়াবার চেষ্টা আরও জোরদার করতে হবে এখন।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বাংলার আকাশে পরাজিত-শকুনদের আনাগোনা বেশি বেড়ে গেছে। কিন্তু এদের বধ করবে কে?
ভালো লিখেছেন। আপনাকে ধন্যবাদ।