নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যে সমস্ত মানুষেরা ঢাকঢোল পেটায় না - নিরবে কর্ম করে যায়

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩

জুলহাজ-তনয়ের মার্ডার ভিডিও ইউটিউবে আপলোড হয়ে গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির সদর দরজা, মেঝে রক্তে মাখামাখি। বোঝা যাচ্ছে মাত্রই কুপিয়ে খুনিরা পালিয়ে গেছে।
ভিতরে কেউ ঢুকতে চাইছে না। সিঁড়িতে এক মহিলা বারবার বলছেন, "আসেন ভাই, ধরেন, হয়তো এখনও বেঁচে আছে।"
যে হারামজাদাটা ভিডিও করায় ব্যস্ত, সে কিছুতেই ভিডিও শ্যুটের মতন মহৎ কর্ম বন্ধ করে ভিতরে গিয়ে মানুষ বাঁচানোর মতন তুচ্ছ কর্মে লিপ্ত হতে আগ্রহী নয়।
অবশেষে একটি যুবক হাতে সাদা তোয়ালে নিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। এইবার ভিডিওম্যানও প্রবেশ করলেন। কিন্তু সাহায্য করতে নয় - ভিডিও করতে।
বলে রাখা ভাল - ইদানিং নানান দিক থেকে অভিযোগ আসছে, আমি এখন আর আগের মতন মাথা ঠান্ডা রাখতে পারছি না। আমার লেখায় নিয়মিত গালাগালির উপস্থিতি বেড়ে গেছে।
কথা হচ্ছে, মানুষকে মানুষ বললে গালি হয়না, কুকুরকে কুকুর বললেও গালি হয়না। ঠিক একই যুক্তিতে এই ভিডিও করনেওয়ালা হারামজাদাকে হারামজাদা বললেও গালি হবেনা। এই সমস্ত ছোটলোকগুলিকে পায়ের চপ্পল খুলে নগদে পেটানো উচিৎ। ফাজলামির লিমিট সম্পর্কে তাহলে একটা ধারনা পেত।
যাই হোক, তবুও এই ছাগলের ভিডিও থেকে একটা লাভ হয়েছে। সাদা তোয়ালে হাতে যে যুবকটিকে ঘরে প্রবেশ করতে দেখলাম - ভিডিও করা না হলে তাঁর কথা জানা হতো না। ভাল করে লক্ষ্য করুন - ছেলেটি পাঞ্জাবি পড়া, টাখনুর উপর পায়জামা পড়া, টুপি মাথায় গাল ভর্তি দাড়িওয়ালা মুসলমান!
জ্বী - এই যুবকটি দুইটি মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে গেছে। ছোটলোকের বাচ্চার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নাই। তারচেয়েও ছোটলোকের মতন মানুষ কোপায় নাই। মাথায় আনে নাই যে কোপ খাওয়া যুবকদ্বয় কী হিন্দু ছিল - মুসলিম ছিল - সমকামী ছিল - নাকি অন্য কিছু ছিল। সে শুধু দেখেছে, সামনে দুইটা মানুষের দেহ রক্তাক্ত অবস্থায় পরে আছে।
এই সমস্ত মানুষেরা ঢাকঢোল পেটায় না - নিরবে কর্ম করে যায়।
ধর্মের নামে একদল লোক খুন করে, আবার ধর্মের নামেই একদল লোক বাঁচাতে এগিয়ে আসে।
কে মহান হলো?
লাইসেন্স পরীক্ষায় ফেল করা একটি ড্রাইভার গাড়ি চালাতে গিয়ে এক্সিডেন্ট করলো।
এবং এই ঘটনার পরে যারা মার্সিডিজ বা রোলস রয়েসের ঘাড়ে দোষ চাপায়, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে তারা আহাম্মক।
ধর্ম সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান না নিয়ে - দুই চারটা বই পড়ে (সত্যিই - তারা মাত্র এক দুইটা বইয়ের রেফারেন্স দেয় - আমি যে নবীর আস্ত জীবনী উদাহরণ দিয়ে দিচ্ছি, কোনই মাথাব্যথা নেই) যারা নিজেদের বিরাট পন্ডিত মনে করে বসে, তারাতো "এক্সিডেন্ট" করে মানুষ মারবেই।
আমাদের দেশে লাইসেন্স না পেয়েই গাড়ি চালানো একটি অভ্যাস হয়ে গেছে।

মন্তব্য ১১ টি রেটিং +৭/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: নূতন ফ্যাশনে আমরা দুরস্থ হচ্ছি।। কিছু হলেই আগে ছিল বিরোধী, এখন জঙ্গী।। আসলে এই জঙ্গীর সংজ্ঞা আমিও জানি না।। শুধু জানি ভুতের মত এদেরও ধরা যায় না।।

০৬ ই মে, ২০১৬ রাত ২:৫৮

মঞ্জুর চৌধুরী বলেছেন: হাহা। ভাল বলেছেন।

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই সমস্ত মানুষেরা ঢাকঢোল পেটায় না - নিরবে কর্ম করে যায়।
ধর্মের নামে একদল লোক খুন করে, আবার ধর্মের নামেই একদল লোক বাঁচাতে এগিয়ে আসে।


সহমত।

০৬ ই মে, ২০১৬ রাত ২:৫৮

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ! :)

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৫

বিজন রয় বলেছেন: আমি তাদের দলে।

০৬ ই মে, ২০১৬ রাত ২:৫৮

মঞ্জুর চৌধুরী বলেছেন: আমিও

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৮

নীল আকাশ ২০১৬ বলেছেন: ঐ পাঞ্জাবি পড়া, টাখনুর উপর পায়জামা পড়া, টুপি মাথায় গাল ভর্তি দাড়িওয়ালা মুসলমান ব্যক্তিটির ভাগ্য যে, পুলিশ এখনও তাকে গ্রেফতার করেনি।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

শামছুল ইসলাম বলেছেন: আপনার লেখা ভাল লাগে।

হয়ত লেখা-লেখির কাজে ব্যস্ত থাকেন, তাই উত্তর দিতে পারেন না।

তাই আমিও আপনার লেখায় মন্তব্য না করে শুধু 'লাইক' দিয়ে যাব বলে ঠিক করেছি।

আপনি লেখে যান, অন্যায়-অবিচারের বিরুদ্ধে, অসংগতি গুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন; অনেকে মানুষ এখনো আছে যারা অন্যায়কে ঘৃনা করে।

আশা করি, তারা আপনার পাশে আছে,থাকবে।

ভাল থাকুন।সবসময়।

০৬ ই মে, ২০১৬ রাত ৩:০০

মঞ্জুর চৌধুরী বলেছেন: আপনি আমাকে ফেসবুকে ফলো করুন। আমার একটা গ্রুপ আছে, ক্যানভাস নাম, তের হাজারের বেশি সদস্য। আমি ওখানে নিয়মিত লিখি ও জবাব দেই। ওখানে আমাকে পাবেন।

৬| ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল বলেছেন। সহমত।

০৬ ই মে, ২০১৬ রাত ৩:০০

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.