নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
বাংলাদেশি জঙ্গিদের পরিচয় পেয়ে সবার চোখ কপালে উঠে গেছে। এত এত ভাল ভাল স্বচ্ছল ও আধুনিক পরিবারের স্মার্ট ট্যালেন্টেড ছেলেরা কী করে মাত্র কয়েকদিনের মধ্যেই ব্রেনওয়াশড হয়ে গেল? একেকজন একেক থিওরি নিয়ে হাজির হচ্ছেন। আমি কোন থিওরি দিব না - তবে ইতিহাসের একটা ঘটনা বলবো। মিল খুঁজে পেলে সিরিয়াসলি নিতে পারেন। নাহলে স্রেফ ইন্টারেস্টিং একটি ঘটনা হিসেবেই পড়ে দেখতে পারেন।
পারস্য সাম্রাজ্যে আব্বাসীয় খিলাফতের সময়ে হাসান-ই সাব্বাহ নামের এক সাইকো বাস করতো। সময়টা একাদশ খ্রিষ্টাব্দ।
এই হাসান নিজস্ব একটা সেনাবাহিনী গঠন করেছিল যারা তার হুকুমে নিজেদের জীবন দিয়ে দিতেও প্রস্তুত ছিল। হাসান তাদের দিয়েই তখনকার যুগের মিশন ইম্পসিবলগুলো এক্সিকিউট করতো। এবং তার আর্মিই ছিল তখনকার যুগের সুইসাইড স্কোয়াড।
ধূর্ত হাসান কিভাবে তার লোকেদের ব্রেনওয়াশ করতো জানেন?
নিজের কেল্লায় তার সেনাবাহিনীর প্রতিটা সদস্যকে জ্বালাময়ী বক্তৃতা শোনানো শেষে ওদের সবাইকেই প্রথমে দোযখ এবং পরে বেহেস্তের এক ঝলক দেখিয়ে আনতো। নিজের চোখে দোজখের ভয়ংকর শাস্তি, আগুন, কীট পতঙ্গযুক্ত খাদ্য ইত্যাদি এবং বেহেস্তের বাগান, হুর, দুর্দান্ত সুস্বাদু খাবার ইত্যাদি দেখার পর কে না বেহেস্তে যাইতে চাইবে? কাজেই সবাই সুরসুর করে নিজের নেতার কথা মেনে চলতো - বেহেস্তে দ্রুত পৌঁছার লোভে খুশি মনে গুপ্ত হামলায় অংশ নিয়ে প্রয়োজনে হাসিমুখে মরেও যেত।
প্রশ্ন আসতে পারে, হাসান কিভাবে ওদের বেহেস্ত দোজখ দেখাতে পারতো?
উত্তর হচ্ছে, এই কাজে তাকে একটি বিশেষ ধরণের ভেষজ উপাদান সাহায্য করতো, যার নাম হাশিশ - আধুনিক যুগের গাঁজার জাতভাই। তীব্রমাত্রার হাশিশ মানুষের মস্তিষ্ককে এলোমেলো করে দেয় - ঘটায় চরমমাত্রার হেলুসিনেশন। প্রথমে এমনিতেই জ্বালাময়ী বক্তৃতা শুনে মানুষের মন দুর্বল হয়ে যেত, সেই সাথে হাশিশ খেতে খেতে অজ্ঞান হয়ে গেলে নিজের লোকেদের দিয়ে নিজের তৈরি দোজখে সেই সেনা সদস্যকে নিয়ে যেত। জ্ঞান ফেরার পরও নেশার ঘোর কাটতো না। তাই সাধারণ বীভৎস দৃশ্যতেও নেশাগ্রস্ত ব্যক্তির কলিজা নড়ে উঠতো। তারপর আবারও অজ্ঞান হয়ে গেলে এইবার তাকে নিয়ে যাওয়া হতো নিজের তৈরি বেহেস্তে। সাধারণ একটি বাগানে ছেড়ে আসা হতো। তাকে ঘিরে খেলা করতো খুবসুরৎ জেনানা। এখন ভাই, নেশার ঘোরে মোসাম্মৎ করিমুন্নেসাকেও ঐশ্বরিয়া রাই মনে হয়ে। (আমি সৌন্দর্য্যের আল্টিমেট উদাহরণ হিসেবে এই নারীর নাম সবসময়ে উল্লেখ করি বলে অনেকেই বিরক্ত হতে পারেন। কিন্তু আসলেই এই নারীর প্রতি আমি সেই শৈশব থেকেই দূর্বল। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন সুন্দরীর চেহারা কল্পনা করে তাঁর নাম বসিয়ে নিন, রেজাল্ট একই পাবেন।)
কাজেই এতগুলো হুর এবং তাঁদের সেবা এবং সাথে সুস্বাদু খাওয়া দাওয়া দেখে এবং বিশেষ করে আগের রাতেই দোজখের ভয়াবহ রূপ দেখে নেশাগ্রস্তের মাথা বিগড়ে যেত। তারপর আবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাকে ফের হাসানের সামনে হাজির করা হতো।
এইবার হাসান তার নিজের বিখ্যাত চাল চালতো - "তুমি সেই গুটিকয়েক সৌভাগ্যবানদের একজন (Chosen one) যার বেহেস্ত এবং দোজখ দেখার সৌভাগ্য হয়েছে। এখন তুমি সিদ্ধান্ত নাও - তুমি কোথায় যেতে চাও? মনে রেখো - আমরা বেহেস্তে যাওয়ার জন্যই তৈরি হয়েছি। মাছ কী সাগরে নিক্ষিপ্ত হওয়াকে ভয় পায়? ওটাই তার আল্টিমেট ডেসটিনি। আমাদেরও চূড়ান্ত গন্তব্য জান্নাহ!"
নেশার ঘোরে বেহেস্ত দোজখ ঘুরে আসা "অশিক্ষিত" মাতাল সাথে সাথে কী সিদ্ধান্ত নেয় সেটা নিশ্চই বুঝতে পারছেন।
হাসানের এই হাশিশ খাওয়া খুনিদের ডাকা হতো "হাশাশিন," সেখান থেকেই ইংরেজি শব্দ "assassin" এসেছে।
এখন কথা হচ্ছে, বর্তমান যুগে হাশিশের চেয়েও বহুগুন শক্তিশালী ড্রাগস রাম শ্যাম জদু মদুও আপনাকে জোগাড় করে দিতে পারবে।
এখন লিঙ্ক করা যাচ্ছে কিভাবে বাচ্চাদের ব্রেন ওয়াস করা হয়?
কথা হচ্ছে, আপনার সন্তানকে আপনার চেয়ে ভাল কেউ চেনার কথা না। এবং দুঃখজনক সত্য হলো, মাত্র বারো তের বছর বয়সেই তাঁরা আপনার থেকে মানসিকভাবে আলাদা হতে শুরু করে। এই ভয়াবহ দূর্যোগের মুহূর্তে নিজের সন্তানকে নিজের কাছ থেকে আলাদা হতে দিবেন না। কিছুতেই না। এই সময়ে অভিভাবক না, তাঁরা বন্ধু চায়। আপনিই তাঁর সবচেয়ে আপন বন্ধু - সেটা তাঁকে বুঝতে দিন। মেনে নিন যে এখন সে আর সেই ছোট্টটি নেই - ওকে বড় হতে দিন, বড়দের মতই ট্রিট করুন। মনিটর করুন সে কাদের সাথে মিশে। সরাসরি কথাবার্তা বলে বুঝার চেষ্টা করুন বিপরীত লিঙ্গের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি কী। সামাজিক ইস্যুগুলোতে তাঁর দৃষ্টিভঙ্গি কী। আপনি নিজে যদি জঙ্গি সমর্থক হন, তাহলে ধরে নিন আপনার সন্তানও জঙ্গিই হবে। এবং "আইসিস পাপী মানলাম, কিন্তু আইসিসকে তৈরি করেছে কারা?" - এইসব ব্লেইম গেম পরিবারের সামনে আলোচনা বন্ধ করুন। আগে ঝামেলা মিটুক, পরে এইসব নিয়ে ইচ্ছে মতন তর্ক করা যাবে। নিজের সন্তানকে জঙ্গির স্থানে বসিয়ে সিদ্ধান্ত নিন আপনি কী সাধারণ মানুষ হত্যার সমর্থক কি না। তার ফেসবুক বন্ধু হন। সে কি লাইক করে, কাদের ফলো করে, স্ট্যাটাস কী দেয় - ইত্যাদি ঘাটিঘাঁটি করুন। আবার আপনি যে ওর উপর নজরদারি করছেন - সেটা বেকুবের মতন তাঁকে জানিয়ে দিবেন না যেন। "আমার ছেলে এইসব করবে না" - এতটা ওভার কনফিডেন্ট হবেন না। আপনার ছেলে নবী রাসূল না যে আসমান থেকে ফেরেস্তা এসে তাকে গাইড করে যাবে। ভুল মানুষই করে, এবং আপনার ছেলেও মানুষ - এই সহজ সত্য মেনে নিলেই ৫০% সমস্যা আপনি সমাধান করে ফেলবেন। বাকিটা স্রেফ সাবধানতা।
এবং সবচেয়ে বেশি জরুরি বিষয় হচ্ছে, নিজের ছেলে মেয়েদের কুরআনের যেসব আয়াত দিয়ে ব্রেন ওয়াশ করা হয়, সেইসব আয়াতের আগের পরের আয়াতগুলোও পড়ান। যে ছাগল কাব বিন আশরাফের উদাহরণ দিবে, আপনি তাকে হাব্বার ইবনে আসওয়াদের (রাঃ) উদাহরণ দিন। এই লোকটি নবীজির (সঃ) বড় কন্যা জয়নাবের হত্যাকারী - তারপরেও রাসূলুল্লাহ (সঃ) তাঁকে মাফ করে দিয়েছিলেন। "কবিতা লেখার অপরাধে কাউকে মৃত্যুদন্ড দেয়া"র যুক্তি সেখানে কতটা হাস্যকর বুঝতে পারছেন?
আরও বহু বহু উদাহরণ আছে - নিজে জানুন, নিজের সন্তানকে জানান।
মনে রাখবেন, ব্রেনওয়াশড তারাই হয় যাদের ব্রেনে আগে থেকে কিছুই থাকেনা। যাদের ব্রেন আগে থেকেই মাল বোঝাই, সেটাকে পরিষ্কার করা এত সহজ না।
আজকে শবে কদরের রাতে মানুষকে জিম্মি করা হচ্ছে, ঈদের দিন হামলা করা হচ্ছে, নবীর মসজিদে হামলা করা হচ্ছে, এবং হুমকি দেয়া হচ্ছে ক্বাবা ঘর ধ্বংস করে দিবে! কতটুকু মূর্খ হলে ইসলামের নাম ভাঙিয়ে এইসব কাজ করা সম্ভব! এইসমস্ত জাহিলরা জানেনা যে সাধারণ মানুষের মন ভাঙারও অধিকার মুসলিমদের দেননি - না নবী (সঃ) না আল্লাহ।
বিসমিল্লাহ বলে মদ খেলেই যেমন ইসলামের নামে মদ্যপান হালাল হয়ে যায়না, তেমনি আল্লাহু আকবার বলে সাধারণ মানুষ হত্যা করলেই সেটা ইসলামের নামে জিহাদ হয়ে যায় না। কমন সেন্স যেটা আসলেই কমন হবার কথা, কিন্তু বাস্তবে যেটা খুবই আনকমন, সেটা খাটান। অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
বন্ধ হোক এইসব জঙ্গি হামলা। বিশ্ব আবারও শান্তি ফিরে আসুক। একসাথে জোরে বলেন "আমিন!" যার মানে "তাই হোক!"
০৮ ই জুলাই, ২০১৬ রাত ২:৫১
মঞ্জুর চৌধুরী বলেছেন:
২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৯
কাগজের নাও বলেছেন: দু'টি বিষয়:
১. বাংলাদেশে অনেক পরিবার আছে, যাদের সন্তান আজকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জঙ্গিবাদের সাথে জড়িত, কিন্তু লোকলজ্জার ভয়ে সেসব পরিবার তাদের সন্তানদেরকে পুলিশের হাতে তুলে দিতে দ্বিধান্বিত
২. আবার পুলিশের হাতে তুলে দিতে গেলেও বিপদ। বাংলাদেশের চরম দুর্নীতিগ্রস্থ পুলিশের দ্বারস্থ হলে পুলিশী হয়রানি এবং পুলিশের টাকার ক্ষুধা মেটাতে তখন পরিবারগুলোকে অস্থির দিন পার করতে হবে
০৮ ই জুলাই, ২০১৬ রাত ২:৫১
মঞ্জুর চৌধুরী বলেছেন: খুবই ভাল বলেছেন। খুবই ভাল।
৩| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:০৫
নাহিদ হাকিম বলেছেন: যুক্তিগুলো ভালো...
৪| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৬
মোহাম্মাদ আজাদ বলেছেন:
৫| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লিখেছেন
৬| ০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫
পবন সরকার বলেছেন: ভালো লিখেছেন।
৭| ০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮
মূল-উপদল বলেছেন: ইসলামহীন মানুষ যখন ইসলামে প্রবেশ করতে চায় তখন সে একটা শিশুর মত, ইসলামিস্ট ভেকধারীরাদের হাতে পড়লে যেভাবে খুশি বানিয়ে নিতে পারে। তবে যারা মধ্যপন্থী ইসলামিস্ট এতে তদেরও দায় কম না, কারন এরা ঝগড়ায় লিপ্ত, কে ভালো ইসলামিস্ট তা প্রমান করতে।
৮| ০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
হীরামন পাখি০০১ বলেছেন: আসল সমস্যা হচ্ছে এখনকার মা বাবারা তাদের সন্তানদের ডাক্তার ইনজিনিয়ার বানানোর দৌড়ে আসল শিক্ষা(নৈতিক ও ইসলামিক শিক্ষা ) দিতেই ভুলে যায় শিক্ষিত মায়েরা ব্যস্ত তাদের কারিয়ার নিয়ে অশিক্ষিত/ অর্ধ শিক্ষিত মায়েরা আছে সিরিয়াল আর বাবারা আছে বৈধ অবৈধ সম্পদের পাহাড় বানাতে ।সময় কোথায় তাদের বাচ্চাদের সময় দেবার?
৯| ০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
শূণ্য পুরাণ বলেছেন: পূর্ণাঙ্গ জীবণব্যবস্থা ইসলামকে পূর্ণাঙ্গভাবে শিখলে আমল করলে জঙ্গী সমস্যা সমাধান হয়ে যাবে ইনসাআল্লাহ
১০| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমারও মনে হয় কোন ইনজেকশান বা অন্য কিছু দিয়ে তাদের হিপনোটাইজড করা হয়েছে। কারণ, এদের ব্যাকগ্রাউন্ড এমন ছিল যে এরকম পরিবর্তন ভাবতেই কষ্ট হয়...
১১| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৫
আহা রুবন বলেছেন: সন্তানটি যখন নামাজ পড়া শুরু করে পিতা-মাতা সঙ্গত কারণেই খুশি হন। নিশ্চিন্ত হন সন্তানটি অন্তত খারাপ কাজ করবে না, নেশা করবে না। আহ্লাদে গদগদ হন কিন্তু ধর্ম বিষয়ে পরিষ্কার কোনও ধারণা দেয়ার চেষ্টা করেন না। অতিরিক্ত বিশ্বাসই এক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
১২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৮
মামুন রেজওয়ান বলেছেন: খুব ভাল যুক্তিযুক্ত কথা।
১৩| ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাস্তব আরেকটা কারণ কি ভেবে দেখেছেন???
ভোগবাদ আর পূজিবাদ।
ভোগ আর পূজির মুক্তবাজারে জীবন সূখ আর ষ্য্টাটাসের নামে যখন স্বামী স্ত্রী উভয়েই কর্ম বা ভ্যবসা জীবনে ব্যস্ত থাকছেন- তাতে অর্থতো অঢেল আসছে। গড়ছে সম্পদের পাহাড়। সন্তানেরা খরচ করছে পারছে ইচ্ছেমতো। বাবা-মা ভাবছে তাদের সব ইচ্ছেইতো পূরণ করছি অভাব কিসের???
এই শূন্যস্থানে জন্ম নিচ্ছে ঐশি, জন্ম নিচ্ছে রোহানেরা!!!!!!
শুধু অর্থ বিত্তই শেষ নয়। তাদের যে পারিবারিক আবহ প্রয়োজন তা কি দিতে পেরেছেন? পিতি-মাতার স্নেহ ভালবাসা হৃদয়েকে যে পূর্ণতা দিত তাকি তারা পেয়েছে? বুয়া বা কেয়ারটেকারের শত আদরও কি মায়ের একটু ছৌঁয়ার সমান???
গত সপ্তাহেই মনে হয় ফেবুতে একটা কার্টুন দেখলাম
ছোট্ট ছেলে মাকে বলছে- মা সোনা গয়না সব বুয়ার কাছে রেখে যাও।
মা বলছে - না না। এদের কি বিশ্বাস আছে???
ছোট্ট শিশুটি বলছে-তবে আমাকে কেন রেখে যাও??????????
সামাজিক যে ইদুর দৌড় কপোৃরেট কোম্পানী গুলো শুরু করেছে, জনতাকে করিয়েছে- এর শেষ হবেনা যদি রাস্ট্র নিয়ন্ত্রন না করে।
বিজ্ঞাপন যে কত বেশী প্রভাবিত করছে তা এ যুগের বাচ্ছাদের দিকে তাকালেই টের পাওয়া যায়!
ভোগ, হিংসা, স্বার্তপরতা, ব্যক্তিকেন্দ্রিকতার বিষ বীজ ঢুকে যাচ্ছে অবচেতনেই!!!! ব্যতিক্রম দু-একটা বাদে।
সার্বিক জীবন দর্শনের অনুপস্থিতিও একটা বড় বিষয়। সাংস্কৃতি মন্ত্রনালয় কি শূধুই নাটক, সিনেমা আর সংশ্লিষ্ট কাজের অনুমোদন দেবার সংস্থা?
নাগরিক জীবন দর্শনকে প্রভাবিত করার কাজ কই? দেশৈর মাুনষের চাহিদা স্বপ্ন বাস্তবায়নে সমন্বয়ের রুপরেখা কই?
ফলে ছুটছে এক গন্তব্যহীন দৌড়ে সবাই। যে আগে যেতে পারে.. যেভাবেই হোক ..
তাই দারোয়ানের ৪-৫টি বাড়ীও সমাজে স্বাভাবিক হয়ে যায়, ঘূষ দুর্নীতির বিষে অচেতন প্রশাসন!!!
জঙ্গিবাদ কোন বিচ্ছিন্ন একটা ঘটনা নয় বরং সামগ্রিক ব্যর্থতার বাই প্রোডাক্ট। যার সবার উপরে রাজনৈতিক দৈন্যতা সবার উপরে স্থান নিয়ে বসে আছে। ব্যার্থতায় ফার্ষ্ট হয়ে!
১৪| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৭
অবাস্তব প্রতিবিম্ব বলেছেন: May I allow for share this post in facebook?
১৫| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২০
ঢে্উটিন বলেছেন: "বিজ্ঞাপন যে কত বেশী প্রভাবিত করছে তা এ যুগের বাচ্ছাদের দিকে তাকালেই টের পাওয়া যায়! "
একমত।
১৬| ১১ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৪
জেন রসি বলেছেন: মনে রাখবেন, ব্রেনওয়াশড তারাই হয় যাদের ব্রেনে আগে থেকে কিছুই থাকেনা। যাদের ব্রেন আগে থেকেই মাল বোঝাই, সেটাকে পরিষ্কার করা এত সহজ না।
সহমত।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৮
কালনী নদী বলেছেন: কথাগুলা যুক্তিযুক্ত। হাশিস এর নাম প্রথম শুনলাম তবে তামাক ছাড়া এ্যালকোহলে আর বেশী উল্টা-পাল্টা হয়।
আমার দু:খ এইসব ব্যাপারগুলা ইসলামের বেলাই হল।