নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পাহাড় ধস

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১৪

চিটাগংয়ে আমাদের নিজস্ব একটা জমি আছে। নাসিরাবাদে। পাহাড়ের উপর। বাবা কিনেছিলেন, সেই বহু যুগ আগে আমরা যখন চিটাগং থাকতাম, তখন।
জায়গার পরিমান ভালোই। বড় সর বাড়ি বানানো যাবে। সামনে উঠান দিতে চাইলে দিলাম, নাহলে মাল্টিস্টোরেড বিল্ডিংও করা যায়।
বাবা মারা গেছেন আজ ছয়বছর হয়ে গেছে। আমরা এখন সব ভাইবোন বিদেশে চলে এসেছি। জমিটা দেশে ফেলে রাখলে বেদখল হবার সুযোগ আছে শতকরা একশো ভাগ। কাজেই বেঁচে ফেলাটাই বুদ্ধিমানের কাজ।
বেঁচতে গিয়ে দেখি জমির দাম তেমন উঠছে না। সবার এক কথা, পাহাড়ের উপর জমির দাম কম। সমতলে হলে একটা কথা ছিল।
একজন লোক এসে মাকে বুদ্ধি দিল, "আপা, কয়েক হাজার ট্যাকা দিলে আমি রাত্রে পাহাড় কাটার ব্যবস্থা নিতে পারি। পাহাড়ি মাটি, গুয়ের মতন নরম, ঠিক মতন কোদাল মারলে সামাইন্য বৃষ্টি দিলেই দেখবেন ধইসা সমান হয়া গেছে। এক রাত্রেই জমির দাম কয়েক লাখ ট্যাকা বাইরা যাইবো।"
আমরা সেদিন টাকা দেইনি। আমাদের জমির দামও বাড়েনি। এখনও জমি আগের দামেই স্থির আছে। এখনও জমির বেদখল হবার সুযোগ আছে। তবু ভাল। নিজেদের বিবেককে মানুষ খুনের দংশন পেতে হয়নি।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২১

Imtiaz Arnab বলেছেন: পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আপনার মত মানসিকতার প্রয়োজন। ধন্যবাদ ভাইয়া।

২| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩১

বীণার তার বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!
তোমার পোস্ট পড়ে আমি মুগ্ধ!!!!!

৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩১

বীণার তার বলেছেন: মুগ্ধ!!!!!!! মুগ্ধ!!!! মুগ্ধ!!!!!!!!

৪| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩৭

Ahmed Hasan বলেছেন: pahar bolte olpo kishu elaka ekono baki ase. sorkar bolen ar public bolen sobai nijer sharte pahar katakati korse. khulsi bole khata. paharer upor shundhor sajano gochano abasik elaka. sobar mon manosikata ek na tai nijer sharter jonne sobai shobkishu korse. ami chittagong jomi kena becha kori. apnar jomir details dite paren. 01922682829

৫| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: আপনাদের ধন্যবাদ

৬| ১৪ ই জুন, ২০১৭ রাত ১:০৪

শেখ মাজহারুল ইসলাম বলেছেন: সাধুবাদ ভাইয়া। ব্লগে আজ আমার প্রথম দিন আর প্রথম দিনেই আপনি আমার অনুসরনীয় হয়ে গেলেন। আপনার সকল সৎ মনঃকামনা পুর্ণ হোক-প্রার্থনা করি।

৭| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:৫০

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া এখন কোন দেশে আছেন?

৮| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালো করেছেন। তবে ভবিষ্যতেও সাবধান থাকবেন।

৯| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:২৯

ডার্ক ম্যান বলেছেন: বাংলো বানিয়ে ভাড়া দিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.