নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দেশের কিছু আইনে সংশোধন চাই

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৪

ধরা যাক, আমার বাবাকে কেউ খুন করলো। আমরা আদালতে গেলাম, আদালত রায় ঘোষণা দিল আসামি দোষী, এবং সাজা মৃত্যুদন্ড।
ওরা উচ্চ আদালতে আপিল করলো। আরও অনেক কাঠ খড় পোড়ালো। মাঝে কেটে গেল পাঁচ ছয় বছর। ক্ষেত্র বিশেষে দশ বিশ বছর। সবশেষে উচ্চ আদালত নিম্নআদালতের রায়ই বহাল রাখলো। খুনির ফাঁসি হবে।
দিন ক্ষণ ঘনিয়ে এলো।
আমরাতো বাবাকে ফেরত পাবো না। অন্তত ন্যায় বিচারটা হোক। যাতে অন্য কেউ শিক্ষা পায়। এইভাবে কেউ পিতৃহীন না হয়।
এবং একটা সময়ে জানতে পারলাম বাবার খুনির ফাঁসি হচ্ছে না। কারন রাষ্ট্রপতি তাকে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে মুক্তি দিয়ে দিয়েছেন।
এখন এই যে এতগুলি বছর ধরে আমরা সেই খুনিকে, খুনিদের পরিবারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি, জেল হাজতে চক্কর দিয়েছি, এর সবকিছুর বদলা নিতে চাইলে মহামান্য রাষ্ট্রপতি আমাদের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করবেন? বাপ মরেছে আমার, বিধবা হলো আমার মা, এতিম হলাম আমরা ভাইবোনরা, রাষ্ট্রপতি কে ওকে ক্ষমা করার? এত দয়ার সাগর রাষ্ট্রপতির ক্ষমতা আছে বঙ্গবন্ধুর খুনিদের ক্ষমা করার? পারলে শেখ হাসিনার বাবার খুনিদের ক্ষমা করে দেখাক। সেই সময়ে উনাদের এই মহান উদার মনোভাব কোথায় গায়েব হয়ে যায়? খুনিকে এইভাবে মাফ করার প্রবণতা থাকলে আদালতের প্রয়োজনটা কী? বছরের পর বছর ধরে চলমান নাটক, আর্থিক, মানসিক, শারীরিক ক্ষতিরতো কোন মানে হয়না।

সেদিন খবরের শিরোনাম ছিল, রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা পেয়ে মৃত্যুদন্ড থেকে বেঁচে যাওয়া ব্যক্তি আবারও একটি খুনের প্রধান আসামি হয়েছে।
এখন এই খুনের দায় কী রাষ্ট্রপতির নয়? তিনি পারবেন খুন হওয়া ব্যক্তিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে? আমাদের দেশের আইনে এমন আহ্লাদী, আজগুবি নিয়ম পরিবর্তনের প্রয়োজন আছে বলে কি মনে হয় না? জাতীয় সংসদে এই নিয়ে আলোচনা হবেনা। কারন, মাফ পাওয়া সব খুনিই সরকারি দলের কর্মী, নেতা বা নেতাদের আত্মীয়।
যদি ক্ষমা করার ক্ষমতা কারোর থাকেই, তবে সেটা যেন নিহতের পরিবারের থাকে। তাঁরা সিদ্ধান্ত নিবে ওদের মাফ করবে কি করবে না। কিন্তু এক্ষেত্রেও দেখা যাবে, হয়তো মৃত্যুর হুমকি দেখিয়ে ঠিকই ক্ষমা আদায় করে নিবে।

কালকে আরেকটা খবর পড়ে চমকে উঠতে হলো। একটি "কিশোর" অতি ঠান্ডা মাথায় চারটি খুন করে, যার একটি প্রতিবন্ধী শিশুর, যার মধ্যে দুইজনের আবার ধর্ষণও ছিল। খুনি একে আগেও খুনের দায়ে জেল খাটা কয়েদি, কিন্তু "কিশোর" হবার কারনে এলাকায় মুক্ত হয়ে গিয়েছিল। এইবারও সে কিশোর দেখিয়ে মুক্ত হয়ে যেতে পারে। কিন্তু ঘটনার পূর্ণ বিবরণ যদি শোনেন, আপনাদের মোটেও মনে হবে না সে "কিশোর।" বরং অনেক প্রবীনের মাথাও এতটা ঠান্ডা থাকেনা খুনের সময়ে। এই আইনেরও কি সংশোধন প্রয়োজন না? ধরন আমাকে কোন কিশোর হত্যা করলো। এতে আমার বাবা মা সন্তানহারা হবেন। আমার বৌ বিধবা, আমার বাচ্চারা এতিম। মানে খুনের কারনে ক্ষতির পরিমান খুনির বয়সের উপর নির্ভর করছে না। তাহলে কেন শাস্তি বয়সের উপর নির্ভর করবে? খুনিকে অবশ্যই ফাঁসিতে ঝুলানো উচিৎ, আর এই ধরণের খুনিকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শুকনা স্পঞ্জ মাথায় দিয়ে হাই ভোল্টেজ চালু করে দেয়া উচিৎ যাতে তীব্র ভোল্টের বিদ্যুৎ এদের পুরো শরীর পুড়িয়ে দেয়, ও মৃত্যুর আগে ভালভাবে উপলব্ধি করে কোন অপরাধের জন্য তাদের এই শাস্তি দেয়া হলো।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:৩৯

ডার্ক ম্যান বলেছেন: রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা বিলোপ করা উচিত । আর বর্তমান যুগে 15 বছর বয়সীদের সাবালক হিসেবে গণ্য করা উচিত ।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৫৪

মঞ্জুর চৌধুরী বলেছেন: যে ধর্ষণ করে, সে যে বয়সেরই হোক, এডাল্ট হিসেবে শাস্তি দেয়া উচিৎ। খুনের ক্ষেত্রেও তাই। বয়স বিবেচনায় নেয়া উচিৎ ছোটখাটো চুরি বা ইত্যাদিতে।

২| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:৪১

রাজীব নুর বলেছেন: আমের ভিতর থেকে একটা পোকা বের হয়ে বলছে, ভাই ভাই আম কেমন?

একজন আমেরিকান বলছেন- দেশের কিছু আইনে সংশোধন চাই।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৪

মঞ্জুর চৌধুরী বলেছেন: জ্বি, কারন দেশের এইসব আইনে যে ফাঁক আছে, সেটা বুঝতে আমেরিকান বা বাংলাদেশী সবাই জানেন।

৩| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫৩

নতুন বলেছেন: কোন নিরপরাধ মানুষ যেন বিনা দোষে ফাসী না হয় সেই জন্যই্ এই সব পথ খোলা রাখা।

কিন্তু এখন সিসটেমে আসলাম ফকিরের মতন ১০০% জেনুইন খুনি রাস্টপতির ক্ষমা পায়।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

মঞ্জুর চৌধুরী বলেছেন: সেই বিচারটা আদালত করলেই হয় না? রাষ্ট্রপতিতো দেদারসে মাফ করেই যাচ্ছেন।

৪| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশা করছি চার খুনের আসামীর সর্বোচ্চ সাজা হবে
ফাঁসি হবে তার। খুনের আসামীদের ক্ষমা করা উচিত
নয়। মানুষ হত্যা করা মহাপাপ।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৫

মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক

৫| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩৮

অনল চৌধুরী বলেছেন: ১৮ বছর পর্যন্ত সবাই শিশু।তবে হত্যা,ধর্ষণের ক্ষেত্রে এর ব্যাতিক্রম থাকা উচিত,যদিও উন্নত দেশে তাদের শিশুই বলা হয়।
বাংলাদেশের অজ্ঞ আইন প্রণেতারা ১৯৭২ সালে ১৮৬২ সালে ইংরেজ আমলে প্রণীত ফৌজদারী আইন হুবহ বজায় রেখেছিলো।
আইন শিক্ষা ব্যবস্থা সামাজিক রীতি নীতি-কোনো ক্ষেত্রেই কোনো পরিবর্তন করার মতো মেধা তাদের ছিলো না।
দেশে এতো সমস্যা তো এজন্যই।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৬

মঞ্জুর চৌধুরী বলেছেন: :(

৬| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫৩

সুপারডুপার বলেছেন:


এর আগে লেখকের একটি পোস্টে :

রাজীব নুর বলেছেন: আমি তো এতদিন আপনাকে বাঙ্গালী ভেবেছিলাম।
অথচ আপনি পোষ্টে বললেন- আপনি আমেরিকান।

আর এই পোস্টে

রাজীব নুর বলেছেন: আমের ভিতর থেকে একটা পোকা বের হয়ে বলছে, ভাই ভাই আম কেমন?

একজন আমেরিকান বলছেন- দেশের কিছু আইনে সংশোধন চাই।


কানেকশনটা বেশ জটিল !!! অনেক মজা পেলাম !!!

মন্তব্যে সুপার লাইক ।

৭| ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৪২

নেওয়াজ আলি বলেছেন: রাষ্টপতি উনার দলীয় লোককে ক্ষমা করে। কারণ প্রতিপক্ষ খুন করে

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৯

মঞ্জুর চৌধুরী বলেছেন: সেটাইতো মনে হচ্ছে।

৮| ২৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক মাত্র নিহত ব্যক্তির ওয়ারিশ ছাড়া আর কারও অধিকার নেই খুনিকে ক্ষমা করার । সুতরাং ক্ষমা করতে চাইলে ওয়ারিশদের অনুমতি নিয়ে তারপর করা উচিত।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৯

মঞ্জুর চৌধুরী বলেছেন: সেটাই

৯| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: প্রবাসীদের ইচ্ছার উপর দেশ চলে না।

২৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৮

মঞ্জুর চৌধুরী বলেছেন: প্রবাসীদের উপর দেখি ভাইজানের খুব ক্ষোভ। ঘটনা কী?
ফোকাস করার চেষ্টা করেন বক্তব্যে কী বলা হয়েছে। কে প্রবাসী, কে দেশি, কে গ্রামবাসী - এইসবে ফোকাস করা হয় বলেই দেশ এমন হয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.