![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
"করোনা হচ্ছে চীনাদের উপর আল্লাহর তরফ থেকে গজব!"
"কেন?"
"কারন ওরা মুসলমানদের মারে। কারন ওরা চেয়েছিল কুরআন পাল্টে দিতে। কারন ওরা.....।"
"আচ্ছা, তাহলে ইরানে ছড়ালো কেন?"
"কারন, ওরাই ইসলামধর্মকে সবচেয়ে বেশি বিকৃত করেছে।"
"তাহলে বাংলাদেশে করোনা হবে না বলছেন?"
"অবশ্যই হবে না! কারন আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়। পবিত্র কুরআন, রাসূলের জীবনী নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। যতদিন আমাদের দেশে লাখে লাখে মুমিন মুসলমান জীবিত থাকবেন, তাঁদের করোনা কেন, করোনার বাপকেও ভয় পাবার কিছু নাই। ঠিক কিনা বলেন?"
"ঠিক ঠিক! কিন্তু যদি কেউ করোনা আক্রান্ত হন?"
"তাহলে বুঝে নিবেন সে মুনাফেক। সে লেবাসধারী মুসলমান!"
"আচ্ছা ভাল।"
"তাছাড়া আমাদের জাতির জনকের সুযোগ্য উত্তরসূরি, গণতন্ত্রের মানসকন্যা, বিশ্ব রাজনীতির বুকে বলিষ্ঠ কণ্ঠস্বর, আলেম উলামা পর্যায়ে পৌঁছে যাওয়া নারী খলিফা, প্রধানমন্ত্রী হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নেতৃত্বে এইসব করোনা ফরোনা নিয়ে ভয়ের কোনই কারন নেই। সবকিছুই নিয়ন্ত্রণে আছে। তিনি প্রতিরাতে তাহাজ্জুদ পড়েন। তিনি যতদিন প্রধানমন্ত্রী আছেন, ততদিন আমাদের দেশে করোনা হবেনা।"
"এটাতো আমাদের বঙ্গবাসীর জন্য আনন্দের সংবাদ! আলহামদুলিল্লাহ!"
"আলবৎ! এইসব করোনা ফরোনা নিয়ে আতঙ্কের কিছু নেই। সর্দি জ্বরের মতন সামান্য রোগ। মিডিয়া বেশি বেশি হাইপ করেছে। শুধু শুধু প্যানিক সৃষ্টি করার চেষ্টা। আমাদের দেশের মানুষের ইমিউন সিস্টেম ভাল। এইসব ভাইরাসকে আমরা হজম করে ফেলবো, ওরা টেরই পাবেনা। গরিবের শক্তির ব্যপারে কোন ধারণা আছে?"
"না ভাই, ওটা কী?"
"হিন্দি সিরিয়ালে যেমন দেখায় "সুযোগকি শক্তি" "সিন্দুর কি শক্তি" "মঙ্গলসূত্র কি শক্তি".....তেমনই আমাদের দেশে চলে গরিবের শক্তি। বিশেষ করে গার্মেন্টস কর্মী গরিবদের এই শক্তি আছে। এর সামনে করোনা কিছুই না।"
"আচ্ছা আচ্ছা। ভাল ভাল।"
"স্ট্যাটিস্টিক্স দেখেন। সব শীত প্রধান দেশে করোনা ছড়িয়েছে। আমি ম্যাথেমেটিক্যালি প্রমান করে দিয়েছি বাংলাদেশে করোনা ছড়াবে না। তেইশ ডিগ্রির উপর বাঁচবে না। আমাদের কোনই ভয় নেই।"
"কিন্তু ডব্লিউ এইচও বা রেপুটেড বিজ্ঞানীরা বলছেন এর উপর তাপমাত্রার তেমন প্রভাব পড়ে না!"
"ওরা কি আমার চেয়ে বেশি জানে? এই আমি ডাক্তার, আমার চেম্বার আছে। এই যে ফেসবুকে আমার ফলোয়ার আছে। আমি টিভি ইন্টারভিউ দেই। আমার কথা বিশ্বাস হয়না?"
"ইয়ে....মানে...।"
"তাছাড়া একটা কথা কানে কানে বলি শোন। ইতালির এক মুমিন ভাই মামুন মারুফ স্বপ্নে করোনা ভাইরাসের ইন্টারভিউ নিয়েছে। দুই আড়াইঘন্টা যাবৎ দীর্ঘ ইন্টারভিউ চলেছে তাঁদের মধ্যে। একটা সেশনে ভাইরাসের তৃপ্তি মেটে নাই, তাই পরের পর্বের জন্য আবারও সে স্বপ্নে দেখা দিয়েছে। দুই পর্বের এই ধারাবাহিক স্বপ্নে সে নিজে বলেছে বাংলাদেশে সে কাউকে আক্রান্ত করবে না। যাবার আগে সে ফর্মুলাও বাতলে দিয়েছে। ১.Q+৭=১৩! এই হচ্ছে ফর্মূলা। আগেই জানতাম, কিন্তু বলি নাই। এই এখন বললাম। কিন্তু ব্যাখ্যা এখন করবো না। পরে করবো।"
"আচ্ছা আচ্ছা।"
"আরে ভাই, একটা দোয়া শিখায়ে দিব, মুখস্ত করবেন। মাস্ক ফাস্ক কিচ্ছু লাগবে না। যদি আপনার করোনা হয়, তাহলে আমার কাছ থেকে ওষুধ নিয়ে যাবেন। যদি আপনার করোনা হয়, তাহলে কুরআন মিথ্যা হয়ে যাবে!"
এইসব কথাবার্তা দুই তিনমাস আগের।
বক্তাদের কেউ কেউ গর্তে ঢুকে গেছেন, কেউ আক্রান্ত হয়েছেন, কেউ পরপারেও চলে গেছেন। কোটি কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। সময় সুযোগ থাকতে কেউ সেগুলো কাজে লাগাইনাই। সাবেক স্বাস্থমন্ত্রী মন্ত্রী যদি স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করতেন, তাহলে আজকে তাকেই হয়তো মহামারীতে আক্রান্ত হয়ে কবরে যেতে হতো না। ওপারে গিয়ে কাকে দোষ দিবেন তিনি? জীবন তাঁকে একটি সুযোগ দিয়েছিল, তিনি কাজে লাগাননি।
তেমনই আমরা প্রত্যেকেই নিজের নিজের কর্মের ফল ভোগ করবো। কেউ আগে, কেউ পরে।
২| ১৪ ই জুন, ২০২০ সকাল ৮:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একটু সময় লাগবে।
৩| ১৪ ই জুন, ২০২০ সকাল ৯:৩১
রাফা বলেছেন: আতংকে যখন দিশেহারা হয়ে বিনা পয়সার উপদেশ দেওয়া হয়েছে তখনও বাঙালী অবহেলা করেই সময় কাটিয়েছে।
এই অর্জণ বাঙালীর জন্মগত। যতক্ষণ মৃত্যুর নিঃস্বাষ ঘাড়ের উপর এসে না পড়ে ততক্ষণ পর্যন্ত নিদ্রা ভঙ্গ হওয়ার রেকর্ড কি আমাদের আদৌ আছে⁉️ কর্মের ফল ভোগ করিতেই হবে । এটাই হওয়ার জন্য অপেক্ষা ছিলো বাঙালীদের । সত্য চিরকাল তেতো এটা কবে যে আমাদের উপলব্দিতে আসবে তাই ভাবছি।
ধন্যবাদ, স্বরণ করিয়ে দেওয়ার জন্য।
৪| ১৪ ই জুন, ২০২০ সকাল ১০:১৯
সাইন বোর্ড বলেছেন: যে যেভাবে পেরেছে নিজের মত করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে, করোনা এখন তার প্রতিশোধ নিচ্ছে, সামনে হয়ত আরো নিবে ।
৫| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৪
বিজন রয় বলেছেন: এদেশে সবাই খুব ভাল মানুষ!!
৬| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি যা বুঝাতে চেয়েছেন তা বুঝেছি উত্তম রুপ।ে
তবে আমি জানি রোগে দাওয়া যেমন লাগে দোওয়াও
তেমন আবশ্যক। রোগ বালাই দেবার মালিক আল্লাহ
আবার তা উপশম করার মালিক একমাত্র আল্লাহ।
দুনিয়ার এমন কোন শক্তি নাই বা ওষুধ নাই যা কোন
কাজে লাগে যদিনা আল্লাহ চান। যা হোক আ্ল্লাহর
উপর বিশ্বাস রাখুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন, এ
মাহামারী অবশ্যই নিমূল হবে ইনসাআল্লাহ।
৭| ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: দেশটাকে কারা ধ্বজভঙ্গ করেছে? কোথায় আজ মাউন্ট এলিজাবেথ্? বিশ্বাস করুন দুষ্টলোকদের মৃত্যুতে আমার কষ্ট হয় না।
৮| ১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: মৃত ব্যক্তি নিয়ে ট্রল করা রুচিহীন ও বিবেকহীন কাজ। মৃত ব্যক্তির আত্মা আল্লাহর দরবারে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা একমাত্র উনার।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০২০ সকাল ৭:৪৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমরা বাস্তবতার বাইরে প্রত্যাশা করি।বাস্তব অবস্থা বোঝার মতো বিশ্লেষণ ক্ষমতাই আমাদের নেই।আমাদের শিক্ষায় গলদ,রাজনীতিতে গলদ,অর্থনীতিতে গলদ এমনকি সামাজিক রিতি নীতিতেও গলদ।এতোকিছু গলদ নিয়ে এরথেকে বেশি কিছু আশা করাও ভুল।