নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হাতুরু বিদায় নিলে বুঝবা সে আমাদের কি ছিল!

০৫ ই জুলাই, ২০২৪ রাত ৯:৩৬

খোলা ছাদের বাসে ইন্ডিয়ান দলের মিছিল দেখলাম। রাস্তায় উপচে পড়া মানুষের ভিড়। মুম্বাইতো মুম্বাই, মনে হচ্ছিল গোটা মহারাষ্ট্র রাজ্যের লোকজন রাস্তায় নেমে এসেছিল। তিরিশ মিনিটের পথ তিন ঘন্টায়ও যাওয়া যাচ্ছিল না। রাস্তা, স্টেডিয়াম, টেলিভিশনের সামনে, সব জায়গায় মানুষের ভিড়।
এখন শুধু কল্পনা করুন আমরা যদি চ্যাম্পিয়ন হতাম এবং এমন মিছিল করতে হতো!
আমাদের ঢাকা শহরে এমনিতেও ২ মিনিটের পথ যেতে দুই ঘন্টা লাগে। তারউপর যদি আমরা ট্রফি জয় করে এইরকম মিছিলে বের হতাম, তাহলে গোটা বাংলাদেশ অচল হয়ে যেত। কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য থমকে যেত। দেশের জিডিপি পিছিয়ে যেতে কয়েকগুন। বিদেশী কোম্পানিগুলি আমাদের উপর আস্থা হারিয়ে অর্ডার ক্যানসেল করতো। আমাদের কলকারখানা অফিস সব বন্ধ হয়ে যেত। ঘরে ঘরে বাড়তো বেকারের সংখ্যা। দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যেত। দেউলিয়া ঘোষণা করে আমরা হয়ে যেতাম তৃতীয় বিশ্বের দেশ।
তাই দেশের ভবিষ্যৎ চিন্তা করেই আমাদের মহান ক্রিকেটাররা ম্যাচ জিতেন না।
অথচ অদূরদর্শী বেকুব পাবলিক সেই ক্রিকেটারদেরই গালাগালি করে! একেই বলে যার জন্য করি চুরি, সেই বলে চোর!
হে অকৃতজ্ঞ জাতি, হাতুরু বিদায় নিলে বুঝবা সে আমাদের কি ছিল!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৭

কামাল১৮ বলেছেন: এই দুঃখেই আমরা ট্রফি জিতি না।দেশ অচল করে লাভ কি!

২| ০৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভারতীয়রা বহু বৎসর সাধনার পর এই জয় পেয়েছে
.............................................................................
এই জয় তাদের প্রাপ্য ছিল ।
যদি ও অনেকে রাজনীতির কারনে ভিন্ন কথা বলে
কিন্ত রাজনীতি আর খেলা এক করা উচিৎ নয় ।

৩| ০৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:১৪

দুচোখ জুড়ে ব্যাথ্যার শ্রাবণ বলেছেন: শান্ত সাহেব কহিয়াছেন - কুটি কুটি মানুষের দুয়া কবুল হয়নি। আল্লাহই আমরার উপর বেজার বলিয়া ম্যাচ হাইরা গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.