নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

"বিকল্প কোথায়?" "বিকল্প কে?"

০৩ রা আগস্ট, ২০২৪ ভোর ৫:০৪

আচ্ছা, যারা "বিকল্প কোথায়?" "বিকল্প কে?" বলতে বলতে মুখে ফ্যানা তুলে এতগুলি খুনের ঘটনাকে স্রেফ ইগনোর করার চেষ্টা করছেন, উনারা জানেনতো যে সিচ্যুয়েশনটা কি?
সিচ্যুয়েশনটা হচ্ছে আমার অফিসে আগুন লেগেছে। আমি যদি এখন চিন্তা করি এই অফিস পুড়ে গেলে আমাকে কে চাকরি দিবে? আমার বেতন কোত্থেকে আসবে? আমার বৌ বাচ্চাকে পালবে কে? ইত্যাদি ইত্যাদি। এবং তাই আমি অন্যান্য কলিগদের সাথে বের না হয়ে নিজের ডেস্কেই পুড়ে মরলাম - তাহলে কি আমাকে গাধা বলবেন নাকি ছাগল?
দেশের সিচ্যুয়েশন exactly তাই।
সরকার পতন আন্দোলনের চেয়েও এটি এখন ন্যায় বিচারের দাবিতে আন্দোলন।
জুলুমের বিরুদ্ধে আন্দোলন। সরকার যদি নিজেই ব্যবস্থা নেয়, দোষীদের ধরে ধরে শাস্তি দেয়, তাহলে আমার মনে হয়না কেউ আপত্তি করবে।
তবে, সরকারের ন্যায় বিচারের ক্ষেত্রে বিন্দুমাত্র আগ্রহ নেই।
তাই আমরা দেখতে পারছি আবু সাঈদকে হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, জামাত শিবির ইত্যাদি ট্যাগ দিয়ে ওর খুনকে হালাল করার চেষ্টা করা হয়েছে। যেমনটা অভিজিৎ হত্যার সময়ে ওর কিছু পোস্ট দিয়ে ওকে ইসলামবিদ্বেষী প্রমান করার চেষ্টা করেছিল জঙ্গিরা।
কিছু মূর্খ ছাগল ছাড়া যখন কারোর কাছে এই টেকনিক পাত্তা পেল না, তখন আরও জঘন্য বুদ্ধি নিয়ে উপস্থিত হলো সরকার। ক্যামেরার সামনে প্রকাশ্যে খুন করার পরেও ওরা পুলিশকে এরেস্ট না করে গ্রেফতার করলো ১৬ বছরের এক পিচ্চিকে। ও নাকি খুন করেছে। মানে, পুরাই আলিফ লায়লা কাহিনী!
এদিকে সরকারের মন্ত্রী এমপিরা সমানে জামাত শিবিরের উপর দোষ চাপিয়ে যাচ্ছে। ওদের কি দাবি এই যে পুলিশের সাথে মিলে মিশে জামাত শিবিরের ক্যাডাররা ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে? জামাতের এত পাওয়ার, জানা ছিল না।
এখনও যেই সরকারের জুলুমের বিরুদ্ধে কথা বলছে, ছাগলগুলি সবাইকেই জামাত শিবির ট্যাগ দিয়ে দিচ্ছে। আমাদের কথাতো বাদই দিলাম, হিন্দু-খ্রিষ্টান শিবির কর্মী এই প্রথম দেখলাম। আরও কত কিছু যে দেখবো দুনিয়ায়!

তা "সরকারি ন্যায় বিচারের" এইটা স্রেফ একটা নমুনা।
তারসাথে যুক্ত হয়েছে অহেতুক মামলা, গ্রেফতার, হয়রানি ইত্যাদি। একের পর এক খুন। ফেসবুকে একেকজনের শার্লক হোমস বনে যাওয়া, "বুলেটের ট্রেজেক্টরি দেখুন - উপর থেকে নামেনি, সোজাসুজি এসেছে।" হ্লার পো, তুই স্কটল্যান্ড ইয়ার্ড বাদ দিয়ে ঢাকার বস্তিতে পড়ে আছিস কেন?
এইগুলিই মানুষ চাইছে না। আজকে পানি বিতরণ করতে গিয়ে স্নিগ্ধর ভাই মরেছে, কালকে আমার নিজের ভাই মরবে, পরশু আমি। এইটা ফ্যাক্ট। এই তামাশা বন্ধ হতে হবে। এখুনি। যত সময় যাবে, লাশের সংখ্যা কেবল বাড়বেই।

এর অর্থ এই না যে সবাই বিএনপিকে চাইছে। তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে সবাই উতলা হয়ে আছে। খালেদা জিয়ার জন্য সবাই দেওয়ানা হয়ে আছে। যে গরু এইটা বিশ্বাস করে, ওকে সাদেক এগ্রোর খামারে বিক্রি করে দেয়া উচিত।

সিচ্যুয়েশন হচ্ছে, আমার অফিসে আগুন লেগেছে, আমাকে আগে বের হতে হবে। "বিকল্প কে/কি" সেটা পরে ভাবা যাবে। এই তরুণ প্রজন্ম নিশ্চিত করবে, ক্ষমতায় যেই আসবে, সে সংবিধান ও আইনের নিচে থেকে কাজ করবে। যথেচ্ছাচার করতে পারবে না। ১৮ কোটির দেশে সৎ লোকের অভাব নেই। যে বলে বাংলাদেশে বিকল্প কেউ নেই, এই রক্তপিপাসু জানোয়ারদের নিয়েই আমাদের চলতে হবে, সে দূরে গিয়ে মুড়ি খেতে পারে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৪ ভোর ৬:১০

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: বি.এন.পি.-লীগ একই মুদ্রার দুই পিঠ। এইসব বুড়া ভামদের দিয়ে আর হবে না। সব চোর আর বাটপার, যে যত বুড়া সে তত চোর। এদের বুদ্ধিশুদ্ধিও অতিমাত্রায় নিম্নমানের। আমি শিউর আই.কিউ. টেস্ট নিলে এরা ২ ডিজিটের বেশী যাইতে পারবে না (গরিলার আই.কিউ. ৫২, মানুষের গড় আই.কিউ. ১০৯, তিন ডিজিট)।

সব দল বাতিল করে নতুন পুলাপাইন দিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করা হোক। আর কোন ব্যাক্তি যেন দুই টার্মের বেশী সরকার প্রধানের কাজ করতে না পারে এরকম একটা আইন প্রণয়ন করা হোক। দরকার হলে এই নিয়ম সংবিধানে ঢুকানো হোক।

২| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:২০

কামাল১৮ বলেছেন: @চুদুরবুদুর,নুরার দলতো আছে,নতুন করার দরকার কি।আরো নতুন চাইলে ডিবির অফিসের অতিথিদের নিয়ে আরো লেটেষ্ট একটা দল দাঁড় করিয়ে দিতে পারেন।

৩| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৭:৪০

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: @কামাল১৮, দাদা, মোদী কিন্তু হাসিনারে আর ব্যাকিং দিতাছে না। মনে হইতাছে আপার দিন শেষ। আপনে হুদাই হুদাই দালালী করতাছেন। =p~

আর "নুরা"ডা কেডা?

৪| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৬

কামাল১৮ বলেছেন: নুর কে মিন করে নুরার বলেছি।যেমন কামাল্লার বা চুদুর বুদুরের।

৫| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৩১

ধুলো মেঘ বলেছেন: এক আওয়ামী নেত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, "আওয়ামী লীগকে যে নামাতে চাইছেন, দেশ চালানোয় আওয়ামী লীগের বিকল্প কে আছে, কিছু ভেবে দেখেছেন?"

এর জবাবে এক নারী মন্তব্য করেছেন, "আপা, আপনার স্বামী যদি আপনাকে গালাগালি করে, আর দুই বেলা নিয়ম করে জুতা দিয়ে পেটায়, আপনি কি তাকে আগে তালাক দিবেন, নাকি রিপ্লেসমেন্ট খুঁজবেন?"

:) :D B-) ;)

৬| ০৩ রা আগস্ট, ২০২৪ সকাল ৯:৫১

খাঁজা বাবা বলেছেন: বিকল্প নিয়ে ছাগুদের চিন্তা করা লাগবে না।
সময় হলে জনগন বিকল্প বের করে নেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.