নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

র ঢুকে গেছে, র ঢুকে গেছে বলে আতঙ্কিত হওয়ারও কিছু নাই।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:১৪

১. কিছু ভিডিও দেখলাম, পুলিশ/মিলিটারি বিশাল মিছিল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। প্রচুর গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। কিন্তু যারা হাঁটছেন, তাঁদের ভঙ্গি যথেষ্ট রিল্যাক্সড।
এর মানে গুলি ওরাই চালাচ্ছে, পাল্টা গুলি আসার সম্ভাবনা নাই। তাই এত আরামসে বিন্দাস ভঙ্গিতে হাঁটছেন।
লোকজন আতঙ্কিত হয়ে গুজব ছড়াচ্ছে।
পরে জানলাম আটকে পড়া পুলিশদের উদ্ধার করে নিরাপদ স্থানে মিলিটারি নিয়ে যাচ্ছে। এতে ভয়েরতো কিছু নেই।

২. বিভিন্ন স্থানে মন্দিরে আগুন/ভাংচুরের খবর এসেছে। অনেক ঘটনা সত্য, অনেক ক্ষেত্রে সেই মন্দিরে গিয়ে দেখা গেছে কিছুই ঘটেনি। সব সংবাদ শুনবেন, ভ্যারিফাই করবেন, কনফার্মড হবেন, তারপর ছড়াবেন। আল্লাহর দোহাই লাগে!

৩. বিভিন্ন হিন্দু বাড়িতে আক্রমন হয়েছে। আমাদের জলেরগান ব্যান্ডের রাহুলদার বাড়িতেই আক্রমন হয়েছে। ভাংচুর হয়েছে।
এখানে একটা কথা আছে। রাহুল দা বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষেই ছিলেন। এবং তখন আওয়ামী গুন্ডালীগ প্রকাশ্যেই ফেসবুকে হুমকি ধামকি দিচ্ছিল সবার স্ক্রিন শট, প্রোফাইল ইত্যাদি নিয়ে রাখা হচ্ছে। যথা সময়ে ব্যবস্থা নেয়া হবে।
হাসু আপা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু কুলাঙ্গারগুলিকেতো ফেলে গেছেন। এগুলির লয়াল্টি ভিন্ন পর্যায়ের। হাসু আপা যদি বলে ওদেরকে নিজেদের মা বোন বিক্রি করে দিতে, ওরা সেটাও করবে। তা রাহুলদার মতন যারা বৈষম্যবিরোধী ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের বাড়িতে আক্রমন করা এমন কি?
আমি রাজনীতিবিদদের অবিশ্বাস করি। সেটা বিএনপি হোক, আওয়ামীলীগ হোক, জামাত বা শিবির যেই হোক। ওরা যদি মিষ্টির প্যাকেট নিয়েও হাজির হয়, আমি ধরেই নিব ওটাতে বোমা আছে, বা বিষ মেশানো আছে। কাজেই, লীগের পোলাপান রাহুলদার মতন মানুষদের বাড়িতে আক্রমন করার সুযোগ আছে।

৪. লিটন দাসের বাড়িতে আগুন দেয়া হয়েছে। “লিটন হিন্দু বলে ওর বাড়িতে আগুন দেয়া হয়েছে” যারা বলছেন ওদের জ্ঞাতার্থে, মাশরাফির বাড়িতেও আগুন দেয়া হয়েছে। মাশরাফি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মুসলমান। এক্ষেত্রে কি বলবেন? ধর্মের রাজনীতি সাইডে রেখে আসেন মূল আসামিদের ধরি।

৫. যশোরে চাকলাদারের হোটেলে আগুন দেয়া হয়েছে। বহু আওয়ামীলীগের নেতাদের বাড়ি ঘরে আক্রমন করা হয়েছে। চাঁদপুরে নেতা ও তার চিত্রনায়ক পুত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নেতা গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল। পারেনি, ধরা খাওয়ায় গণপিটুনিতে মারা গেছে। গুলি না চালিয়ে পাপের জন্য ক্ষমা চাইলে কি মরতো? জানিনা। যে এই অবস্থাতেও গুলি চালায়, সে ক্ষমতায় থাকাবস্থায় কি করেছে কে জানে!
এখানে একটা বিষয় উল্লেখ্য, আওয়ামীলীগেরই বহু নেতা গতকাল পর্যন্ত অনেক ঔদ্ধত্যপনা দেখিয়েছে। রাজপথে নামবে, এত মিনিটে সব রাজাকারের বাচ্চাদের বিদায় করবে, স্ক্রিন শট নিয়ে রাখবে, যথোপযুক্ত জবাব দেয়া হবে ইত্যাদি সব হুমকি ধামকি ওরাই দিচ্ছিল, গতকাল পর্যন্ত। পুলিশ যখন ব্যাপক ধর পাকড় করছিল, এরাই উল্লাস করে ফেসবুকে পোস্ট দিচ্ছিল “এখন ডিম থেরাপি চলছে।”
ওরাই পুলিশের পাশাপাশি এইসব পাবলিকের উপর চড়াও হয়েছিল। আওয়ামী নেতাদের উপর পাবলিকের ক্ষোভ তাই অতি স্বাভাবিক বিষয়। হাজারের উপর মানুষ মেরেছে, গতকালইতো শয়ের উপর মারলো। তখন এইসব নেতাদের কি উচিত ছিল না দলত্যাগ করে সাধারণ নিরীহ মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করা? নীরব থাকাটাই তখন জালিমের পক্ষে অবস্থান নেয়ার সমান। তাই লোকজন আক্রমন করছে। জাস্টিফাই করছি না, অবশ্যই পুলিশের উচিত ওদের প্রোটেক্ট করা, ছাত্রদের উচিত ওদেরকে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করা। একাত্তরের রাজাকার আর বর্তমানের এইসব নেতাকর্মীদের মাঝে কোন পার্থক্য আছে কি?

৬. র ঢুকে গেছে, র ঢুকে গেছে বলে আতঙ্কিত হওয়ারও কিছু নাই। র আইএসআই এজেন্ট সব দেশেই আছে। আমাদের এজেন্ট অনেক দেশেই আছে। এখন বুঝতে হবে যে র মূলত ইন্টেলিজেন্স এজেন্সি। ওদের মাথা নষ্ট হয়নাই যে মিলিটারি ইউনিফর্ম পরে গোলাগুলি করবে। ওরা পানওয়ালা, মেথর, রিক্সাওয়ালার ছদ্মবেশে জনতার মাঝেই থাকবে। ওদের যাবতীয় মার হবে উচ্চ পর্যায়ের, বুদ্ধির মার। “ধুতি পরে হেলিকপ্টার থেকে গুলি করছে" জাতীয় আজগুবি খবর বিশ্বাস করার আগে একটু মাথা খাটান যে কোন বুদ্ধিমান প্রাণী কোন আক্কেলে ধুতি গায়ে হেলিকপ্টারে উঠবে? ওর মরার ভয় না থাকুক, ইজ্জতেরও কি ভয় নেই? প্রথম দমকা হাওয়াতেইতো ধুতি ”হাওয়া মে উড়তা যায়ে” হয়ে যাবে, এরপরের দৃশ্য কি হজম হবে?

৭. দেশে যেহেতু কোন আইন শৃঙ্খলা নেই, কাজেই লোকজন অনেক পার্সোনাল বদলাও এখন নিবে। কেউ কারোর প্রতিবেশী লোকটার উপর জেলাস, শুধু এই কারণেও আক্রমন করবে। “শেখ হাসিনা ছাড়া তোরা কত ভাল থাকিস দেখ" - এইটা প্রমান করতেও লীগের পোলাপান আক্রমন করবে। গত পনেরো বছর ছাত্রদল আর শিবিরকে দাবিয়ে রাখা হয়েছিল, সেটার শোধ নিতেও ছাত্রদল আর শিবির আক্রমন করবে। কাজেই, এখনই, যত দ্রুত সম্ভব সরকার গঠন করা জরুরি। নাহলে অতি দ্রুত সবকিছু নাগালের বাইরে চলে যাবে।
আর মুসলমান হিসেবে এইটা আমাদের প্রতিটা মুসলমানের উপর ফরজ যে আমরা আমাদের প্রতিটা প্রতিবেশীর নিরাপত্তা নিশ্চিত করবো।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩০

আরেফিন৩৩৬ বলেছেন: দারুণ বলেছেন

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৩:২৫

মঞ্জুর চৌধুরী বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: এতগুলো ছাত্র হত্যা করল পাখির মত গুলি করে তখনও অনেকে টু শব্দ করেনি।এখন তারাই জাত গেল বলে হা হুতাশ করতেছে।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৩:২৫

মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন।

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৮

মিথমেকার বলেছেন: আগে অথবা পরে কেউ না কেউ তো ঢুকেছিল এটা প্রমাণ সহ পরিষ্কার।
প্রমাণ হিসাবে এই ভিডিওটি দেখতে পারেন

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৫

রানার ব্লগ বলেছেন: সকল হত্যার বিচার চাই।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৩:২৫

মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৯

ধুলো মেঘ বলেছেন: বাংলাদেশে র এর অস্তিত্ব অস্বীকার করার কোন উপায় নেই।
বাংলাদেশে র, আইএসআই, মোসাদ, সিআইএ, কেজিবি - সবই আছে।

কেবল ডিবি'র ভাত বেচা ছাড়া আর কোন কাজ নেই।

০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৩:২৮

মঞ্জুর চৌধুরী বলেছেন: হাহাহা, ঠিক বলেছেন।
তবে কেউ যদি বলে র মোসাদ বা কেজিবিরা ইউনিফর্ম পরে ঘুরে বেড়ায়, সেটা হাস্যকর। বরং কোন দরগার লুলা ফকির, কোন পাড়ার পান বিড়ির দোকানদার, কোন বেশ্যাপাড়ার পতিতা যদি বিদেশী এজেন্ট হয়, সেটা বিশ্বাস্য। যে ছাগল বিশ্বাস করে ইউনিফর্মে ঘুরে বেড়ায়, ও নিজের বুদ্ধির পরিচয় দেয়ার পাশাপাশি বিদেশী গোয়েন্দা বিভাগের বুদ্ধির অপমান করলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.