নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মঞ্জুর চৌধুরী

আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!

মঞ্জুর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

রাহুল দার মতন একজন মানুষের প্রতি অবিচারের যদি ন্যায়সংগত বিচার না করা হয়, তবে এই আন্দোলনের মুখে সবচেয়ে বড় কলঙ্কের কালিমা লেপন হবে।

০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫৭

রাহুল আনন্দ দাদাকে আমি একজন ভাল মানুষ হিসেবে চিনি। আজ পর্যন্ত এমন একটা লোককে পাইনি যে তাঁর নামে একটা খারাপ কথা বলেছে।
গান পাগল লোকটা বাদ্যযন্ত্র নিয়ে অনেক নাড়াচাড়া করেন। সুপার জিনিয়াস, সংগীতপ্রেমী ভদ্রলোক যেকোন বস্তুকে বাদ্যযন্ত্রে পাল্টে ফেলতে পারেন। রিক্সার বিভিন্ন পার্টস থেকে সংগীত বের করে আনতে পারেন, অনেক বাদ্যযন্ত্র নিজেই তৈরী করেন।
আমাদের "শকুন্তলা" নাটকে নেপথ্য সংগীত তাঁরই দেয়া। সেই সুবাদে কয়েকদিন রিহার্স্যাল রুমেও উপস্থিত ছিলেন। কি অসাধারন সংগীত যে তিনি দিয়েছেন!
একজন প্রকৃত শিল্পীর মতোই বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ছিলেন অগ্রপথিক। সংগীত জগতের সঙ্গীসাথীদের নিয়ে তিনি রবীন্দ্রসরোবরে অবস্থান নিয়েছিলেন। স্বৈরাচারী সরকার তখনও ক্ষমতায়, তাঁর ক্যারিয়ার, তাঁর জীবন সবই বাজি ধরে তিনি দাঁড়িয়েছিলেন গণমানুষের পক্ষে।

অত্যন্ত দুঃখের সাথে জানলাম যে তাঁর বাড়িতে সন্ত্রাসীরা আগুন দিয়েছে। স্ত্রী সন্তান নিয়ে এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। বছরের পর বছর ধরে বহু কষ্টে গড়ে তোলা তাঁর বাদ্যযন্ত্র সংগ্রহশালা, তাঁর শান্তির নীড়, বহু স্মৃতির আধার কয়েক মিনিটের ব্যবধানেই ধ্বংস হয়ে গেছে।

এখন প্রশ্ন হচ্ছে, কারা করেছে?

প্রথমেই সন্দেহ আসবে বিএনপি-শিবিরের উপর, কারন রাহুলদা একজন "হিন্দু!" দেশে হিন্দুদের উপর কিছু হলেই সঙ্গত কারণেই দোষ যায় ওদের উপর।
পার্সোনাল জেলাসি/শত্রুতাও থাকতে পারে। দেশের অরাজকতার সুযোগে অনেকেই ব্যক্তিগত শোধ তুলছে। ওদেরই কেউ হয়তো কাজটা করেছে।
আবার লীগেরও কুকর্ম হতে পারে। যেভাবে ওরা গত ১৫-২০ দিন ধরে আমাদের সবাইকে দেখে নেয়ার হুমকি ধামকি দিচ্ছিল, বলছিল ডিম থেরাপি দিবে, বলছিল উচিত জবাব দিবে! ওদের আপা ওদের লাথি দিয়ে ফেলে ভিনদেশে চলে গেছেন, যাদের কারনে এমনটা হলো, ওদেরকে শাস্তি দিবে না? "হিন্দু"র উপর আক্রমন হলে এমনিতেও দোষ যাবে বিএনপি জামাতের ঘাড়ে, কাজেই কোন চিন্তা ছাড়াই মার! তাছাড়া দেশে অরাজকতা সৃষ্টি করলে লোকে এই বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে চলে যাবে, বলবে "এর নাম স্বাধীনতা? এজন্য শেখ হাসিনাকে বিদায় করা হয়েছিল? দেশবাসী বুঝবে, ওরা কি রত্ন হারিয়েছে!"

পুলিশ এখন বাটে আছে। গত কয়েকদিন সরকারি নির্দেশে ইচ্ছামতন খুনাখুনি করে এখন নিজেরাই নিজেদের জীবন বাঁচানোর লড়াই লড়ছে। ওরা তদন্ত করবে কখন? কিভাবে?
তবু একটি রাষ্ট্রে পুলিশের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বাংলাদেশ পুলিশ দ্রুত রাজনৈতিক কব্জামুক্ত হয়ে স্বাধীনভাবে তাঁদের কাজ শুরু করবে এবং দুর্বৃত্তদের ধরে বিচারের সম্মুখীন করবে।
রাহুল দার মতন একজন মানুষের প্রতি অবিচারের যদি ন্যায়সংগত বিচার না করা হয়, তবে এই আন্দোলনের মুখে সবচেয়ে বড় কলঙ্কের কালিমা লেপন হবে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:১৮

কামাল১৮ বলেছেন: এখন সময় এসেছে সব দোষ আওয়ামীদের উপর চাপানোর।তারা আছে দৌড়ের উপর।

০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০২

মঞ্জুর চৌধুরী বলেছেন: শুয়োরগুলো যেভাবে একদিন আগেই হুমকি ধামকি দিচ্ছিল, এমনকি আজকেও গোপাল গঞ্জ ও ঢাকা-খুলনা মহাসড়কে রামদা, ছুরি, লাঠি ইত্যাদি দেশি অস্ত্র হাতে বিক্ষোভ করলো - দৌড়ের উপর আছে বলেতো মনে হচ্ছেনা।

২| ০৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: বিষয়টি আমারও চোখে পড়েছে। খুবই খারাপ লেগেছে। এ ধরনের ঘটনার ব্যাপারে মানুষকে সচেতন করার পাশাপাশি কঠিন আইনগত ব্যবস্থা থাকা দরকার। অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব বিচারের আওতায় আনা উচিত।

৩| ০৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:২৬

সোহানী বলেছেন: রাহুল আমার ছোট ভাই। শকুন্তলা নাটক যখন সে মঞ্চে এনেছিল তখন তার অনুরোধে প্রথম শো দেখতে গিয়েছিলা। গান পাগল ছেলেটার এমন কিছু দেখে স্তম্ভিত।

তবে যতটুকু বিশ্বাস করি ছাত্ররা কোনভাবেই এমন কিছুর সাথে নেই, তাহলে কে করেছে?

১) যারা এতোটা বছর ক্ষমতায় ছিল দাপটের সাথে তারা কি এক থাক্কায় সব ছেড়ে দিবে? মরন কামড় দিবে না?
২) যারা এতোটা বছর ক্ষমতায় ছিল না তারাও কি সুযোগ খুঁজবে না?
৩) যে পার্শবর্তী রাস্ট্র এতো বছর হালুয়া খেয়েছে বিনা কষ্টে তারা কি এতো সহজে ছেড়ে দিবে?
৪) বরাবরেই কিছু উশৃংখল লোক দেশে আছে, তারা কি সুযোগ নিবে না?

০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৩

মঞ্জুর চৌধুরী বলেছেন: ভাল বলেছেন।
সঠিক ও কঠিন বিচার হোক।

৪| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪০

অগ্নিবেশ বলেছেন: মোহিনী আপু ঠিকই বলেছেন, রাহুল ভাই্য়ার বাড়ি লুুঠ করেছে, আওয়ামী লীগের কুত্তারা, সাথে ছিল কিছু র এর এজেন্ট আর হিন্দু মৌলবাদী মোদীর চ্যালারা। এরা সবাই এখন কোমল মতি ছাত্রদের অর্জনকে কলুষিত করার চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দুদের নাটক দেখে লজ্জায় মরে যাই, তারা নিজের ঘর বাড়ি নিজেরা ভেঙ্গে দোষ দিচ্ছে মুসলমানদের। এই হিন্দুগুলো খুবই বেয়াড়া, ইসলাম কবুল করলেই ত ঝামেলা মিটে যায়।

৫| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৭

ধুলো মেঘ বলেছেন: রাহুল আনন্দের বাড়ি লুট করার কয়েকটা কারণ আমার কাছে ভ্যালিড মনে হয়ঃ
১। তার বাড়ি ধানমন্ডি ৩২ নং সড়কে অবস্থিত।
২। ফ্রান্সের মুসলিম বিদ্বেষী প্রেসিডেন্ট ঢাকা সফরে তার বাড়ীতে গিয়েছিএল।
৩। সে বিভিন্ন সময়ে ক্যামেরার সামনেই গান করতে করতে মদ গিলতো - যেটা একেবারেই অগ্রহণযোগ্য আচরণ।

আর মানুষ যা মনে করেঃ
- সে হিন্দু তাই। এটা ভ্যালিড না। কারণ গত কয়েকদিনে হিন্দু বাড়ির চেয়ে ২০ গুণ বেশি মুসলিমের বাড়ি পোড়ানো হয়েছে।
- সে গানবাজনা করে, যা ইসলামে হারাম। গানবাজনা অনেকেই করে। একমাত্র সে ছাড়া তাহলে আর কারো বাড়িতে হামলা হয়নি কেন?

৬| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯

আরশাদ রহমান বলেছেন: এধরনের অপকর্মের কোনো যুক্তিকতা নাই। অন্যায় কে অন্যায় মেনে নেয়াই সভ্য জাতির উচিৎ।
আমরা বাঙালিরা এখনো অসভ্য। বড় নির্বোধ। বড় নিষ্ঠুর। বড় সার্থপর।

০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৪

মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন। অন্যায়কে প্রশ্রয় দেয়া মানেই অন্যায়কারীকে সাহায্য করা।

৭| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৩১

বাউন্ডেলে বলেছেন: ২৪ এর ৫ই আগষ্ট, ৭১ এর ২৫ ।

৮| ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১১

আরাফআহনাফ বলেছেন: অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব বিচারের আওতায় আনা উচিত।

০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৪

মঞ্জুর চৌধুরী বলেছেন: ঠিক।

৯| ১৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৫

আলাপচারী প্রহর বলেছেন: একতরফা গীত গাইবেন না প্রিয় । আমাদের কালেকটিভ মেমোরীতে আছে, যখন আমরা ভারতীয় পণ্য আন্দোলনে তখন এই রাহুল দলবল নিয়ে ভারত জুড়ে দাদা বাবুদের বিনোদন দিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.