নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
বন্যা পরিস্থিতিতে এইবার অনেক অনেক মানুষকে দেখলাম নিজ ইচ্ছায় প্রথমবারের মতন এই কর্মযজ্ঞে অংশগ্রহন করেছে।তাঁদের উৎসাহের শেষ নেই। পুরো পরিবার এগিয়ে এসেছে। সাথে যুক্ত হয়েছে বন্ধুবান্ধবের দল। মহানন্দে সেলফি তুলছে, আনন্দ করতে করতে ত্রাণ বিতরণ করতে যাচ্ছে। যেটুকু ওদের পক্ষে সহজ, সেটুকু করেই ওরা বাড়ি ফিরে এসে তৃপ্তির ঘুম ঘুমাচ্ছে।
অনেকেই এদের উপর খুবই বিরক্ত। ওদের নিয়ে অনেক সমালোচনা। ধুমায়ে তিরস্কার করছেন।
কিন্তু আমি বলি কি, যেহেতু ওরা জীবনে এই প্রথমবার কাজটা করছে, তাই ওদেরকে নিরুৎসাহিত না করাটাই ভাল। এই যে এগিয়ে এসেছে, একটা ভাল কাজ করে আনন্দ পাচ্ছে, এইটাইতো নেশা। পরেরবার ওরা দেখবে এত অল্পতে আনন্দ পাচ্ছেনা। তখন নিজেদের কাজের মাত্রা আরও বাড়াবে। আসছে ফাগুনে দ্বিগুন, ত্রিগুন, চতুর্গুণ হয়ে যাবে এরা। প্রথম দিনেই কেউ হাতিমতাঈ হয়না। শুরুটা হয় কোন সাধারণ এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে, তারপরে আকাশ এর সীমানা, যার কোন শেষ নেই। আল্লাহর কসম, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চাইতে উত্তম নেশা দুনিয়ার বুকে দ্বিতীয়টি নেই। এই নেশা একবার পেয়ে গেলে রাজদরবারের আদুরে রানীও জনতার কাতারে নেমে এসে হয়ে যান প্রিন্সেস ডায়ানা! ইতিহাসতো তাই বলে, নাকি?
তরুণদের সেই নেশায় মাতাল হওয়ার সময় ও সুযোগটা দিন। ভুল হলে ধরিয়ে দিন, অভিজ্ঞরা সাহায্যে এগিয়ে আসুন। সেলফি তুলতে দেখে "শো অফ" "ফুটেজখোর" ইত্যাদি গালাগালি না করে "তোমাকে নিয়ে গর্বিত" "আল্লাহ তোমাদের আরও ভাল কিছু করার ক্ষমতা দিন" জাতীয় উৎসাহ দিন।
ধৈর্য্য নিয়ে দেখেন ওরা কি করতে পারে।
দেখবেন ৯০% ক্ষেত্রে ভাল মানুষ বেরিয়ে এসেছেন। তাঁরা আনন্দের সাথে অন্যের আনন্দের জন্য কাজ করবে।
আর যে ১০% জেনুইন ফুটেজখোর ধান্দাবাজ বেরোবে, ওদের এক্সপোজ করার দায়িত্ব জনতাই পালন করবে।
©somewhere in net ltd.