নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাকে প্রকাশ করি।

maraj chowdhury movin

আমার মনের কথা ও মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম।

maraj chowdhury movin › বিস্তারিত পোস্টঃ

"উদ্দীপনা সামাজিক সংঘ" এর একটি শেষ্ঠ ঘটনা

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১

উদ্দীপনা সামাজিক সংঘ এর,
শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা,পরিচালক সাদ্দাম হোসেন হাদী

সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা,সহকারী পরিচালক মেরাজ চৌধুরী মুবিন
হতে সংগ্রহন,
দিনটি হচ্ছে,
১০/১১/২০১৮ইং,
ঘটনাটি হচ্ছে খুলনার এক মহিলাকে নিয়ে।
সাত বছর আগে ঢাকা আসে বাসা বাড়িতে কাজের জন্য,
কাজ না পেয়ে ফুতপাতে শুয়ে থাকলে ভিক্ষুক মনে করে অন্যদের সাথে ওনাকে ওনার ভাষায় লংগড় খানা (বৃদ্ধাশ্রমে) তে নিয়ে যাওয়া হয়।
পরে সাত বছর পরিবার ছাড়া কারো সাথে কথা ও দেখা নাই,
তাই সেখান থেকে উনি পালিয়ে চলে আসেন,
তখন উদ্দীপনা সামাজিক সংঘের প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা,পরিচালক সাদ্দাম হোসেন হাদীর নজরকারে এ বিবস্ত্র মহিলা ঠিক তখন সাদ্দাম এর ফোনে চলে আসেন উদ্দীপনা সামাজিক সংঘের ​​প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা,সহকারী পরিচালক মেরাজ চৌধুরী মুবিন ও সিনিয়র সদস্য শিমুল তখন মহিলার জন্য ১ টি কাপড় লাগবে।
সাদ্দাম হোসেন হাদীর পরামর্শ শুনে মহিলা কে এক জায়গায় বসিয়ে সাদ্দাম,মেরাজ ও শিমুল টাকা সংগ্রহ করতে নেমে পড়েন।
কয়েক টি দোকানে যাওয়া হয় তার পর টাকা সংগ্রহ করা হয়,টাকা সংগ্রহ হয় মোট:৫৩০ টাকা আর তা নিয়ে মার্কেটে যাওয়া হয়,
পরে ঐ খান থেকে একটি শাড়ী কাপড় কিনে আনা হয় ৪০০ টাকা দিয়ে আর ১৩০ টাকার সাথে উনি নিজে ২০০ টাকা দেন মহিলা টি কে।
পরে দায়িত্ব নিয়ে মেরাজ চৌধুরী মুবিন, খলিলুর রহমান শিমুল সহ নিয়ে যাওয়া হয় মহিলা টি কে গাড়িতে উঠাবার জন্য, আর তাদের জানা ছিল না খুলনার ভাড়া কত।
গিয়ে দেখে আরো প্রায় ২০০ টাকার মত লাগবে ভাড়া ৫৫০ টাকা সর্বনিম্ন সিট..এখন কি করা যায় আবার সেই সাদ্দাম হোসেন হাদীর ফোন আসে।
পরে বলি ৫৫০ টাকা লাগবে না হয় যেতে পারবে না।তখন তো আমাদের কাছে নিজের গাড়ি ভাড়া ছাড়া আর কোন টাকা নাই।
উনারা সোহাগ পরিবহন এর কাউন্টার এর লোকটাকে সব বুজিয়ে বললো কিন্তু তাতে কোনো লাভ হয়নি তারা বলেন উনারা তো কোম্পানীর চাকরি করে কাউন্টার এর লোক টা উপরে কথা বলা ছাড়া আর কিছু বলতে পারবে না,
তাই আবার একটি পরামর্শ আশ পাশে পুলিশ ভাই দের সাহায্য নিতে হবে।
পরে তাও যদি না হয় কয়েকজন এর কাছে চেয়ে টাকা নিতে হবে।পরে আব্দুলাপুর এর একজন সার্জেন্ট এর কাছে সব খুলে বললে উনি বাস কাউন্টার এর লোকের সাথে কথা বললে পরে ওনারা রাজি হয় মহিলাটি কে ৩০০ টাকা খুলনায় পৌঁচে দিতে।
মহিলার হাতে ঐ পুলিশ ভাই ১০০ টাকা দেয়, পরে বাসে উঠিয়ে দিয়ে আমরা চলে আসি...
এবং ঠিক তারপর দিন ঐ মহিলার কল আসে, সে নিরাপদে খুলনায় তার বাড়ীতে পৌঁছাতে পেরেছে এটি জানানোর জন্য এবং উদ্দীপনা সামাজিক সংগঠনকে ধন্যবাদ জানায়।
তো এই ঘটনায় আমরা অনেক কিছুই বুজতে পারলাম।মনুষ্যত এখনো জীবিত আছে।
ধন্যবাদ পুলিশ ভাই কে
ধন্যবাদ উদ্দীপনা সামাজিক সংঘের প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা,পরিচালক সাদ্দাম হোসেন হাদী,উদ্দীপনা সামাজিক সংঘের ​​প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা,সহকারী পরিচালক মেরাজ চৌধুরী মুবিন ও সিনিয়র সদস্য শিমুল কে....
তবে উদ্দীপনা সামাজিক সংঘের সাদ্দাম,মেরাজ ও শিমুলের অভিযোগ ছিল যে অনেকে অনেক প্রকার কটুক্তি কথা বলেছে কিন্তু তারা থেমে থাকে নি বরং ভালোকাজে বাধা আসবেই এই প্রত্যয় এগিয়ে গিয়েছে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

হাবিব বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫

maraj chowdhury movin বলেছেন: ধন্যবাদ আপনাকে হাবিব স্যার।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: দেখতে দেখতে আপনার একদম প্রথম পোস্টে চলে এলাম
বাহ ! খুব সুন্দর একটি কাজ করেছেন।
" উদ্দীপনা " সামাজিক সংগঠনকে অনেক অনেক শুভেচ্ছা রইল। শুভেচ্ছা রইল সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য হিসেবে আপনাকেও। আগামী দিনে উদ্দীপনা আরো শাখা প্রশাখা বিস্তার করুক। পাশাপাশি ব্লগিং যাত্রা আরো সুখকর ও কল্যাণময় হোক
- কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.