নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

solitude

মেরিনার

প্রকৃতির মাঝে নির্জনতায় একাকী থাকতে পছন্দ করি!

মেরিনার › বিস্তারিত পোস্টঃ

আমি সমুদ্র দেখেছি

১৭ ই জুন, ২০১০ রাত ১১:০৫

আমি সমুদ্র দেখেছি, একবার নয়, বার বার - বহুবার।

বন্দর থেকে বন্দরে, সাগর মহাসাগর পেরিয়ে ছুটে গেছি বার বার!

কৌতূহলী তারাদের সাথী করে - সমুদ্রে, মহাসমুদ্র্রে কেটেছে

জীবনের অগণিত নিঃসঙ্গ রাত - প্রায় একটা গোটাজীবন!

একে একে সবই দেখেছি - সাগর, উপ-সাগর, মহাসাগর।

বহু সূর্যোদয়, বহু সূর্যাস্ত দেখেছি- একবার নয়, বার বার - বহুবার।



পৃথিবীর কোলাহল থেকে দূরে, চিরতন-হরতন-ইস্কাপনের

গৎ বাঁধা নিয়ম ভেঙে, একান্তে নিজের কাছে থাকবো বলে -

আমার সমুদ্রগামী হওয়া।

শব্দদূষণ আর সংকীর্ণতা এড়াতে, জীবনের যানজট থেকে বাঁচতে,

অহেতুক বাক-বিতন্ডা পরিহার করতে - আপন মনে থাকবো বলে-

আমার প্রথম সমুদ্রে যাওয়া।



ভেবেছিলাম পৃথিবীর অগণিত ব্যথার নদীগুলোর নীল জল -

সমুদ্রে গিয়ে মেশে বলেই বুঝি সমুদ্রের রং নীল।

পরে জেনেছি, সাগরের জলরাশি কেবল নীলই নয় -

সময়ের সাথে বদলায়, আরো বহু রঙের হয়।

সে রং কখনো সবুজ, গাঢ় নীল - কৃষ্ণ কালো অথবা বর্ণহীন।

ঋতু বা নারীর মতই প্রতিনিয়ত রং রূপ বদলাতে থাকে তার।

সমুদ্র কেবল প্রশান্তই নয়, বরং আমাদের মতই শোক-দুঃখে কাতর

কখনো জরাগ্রস্ত, কখনো পরাভূত, অস্থির, অশান্ত।



ভেবেছিলাম সমুদ্রের কি বিশাল হৃদয় হবার কথা -

সব জলধারা, আর সকল অশ্রুর নোনা জল যেথায় গিয়ে মেশে

তার আবার দুঃখ কি - নিশ্চয়ই সে সকল দুঃখ হরণকারী প্রশান্ত, নিথর।

কিন্তু পরে জেনেছি, ঝড়ো বাতাস হঠাৎই এসে সমুদ্রের

জীবন যখন তছনছ করে দিয়ে ফিরে যায়, সমুদ্র তখন আমাদের

নারী প্রকৃতির মতই হত-বিহ্বল - কান্নায় ভেঙ্গে পড়ে -

ফুঁসে ওঠে অভিমানে, কিছুই-না-করতে-পারার দুঃখে।

তারপর ঝড় থেমে গেলে, একসময় কান্ত ও পরিত্যক্ত

সমুদ্রের কান্না থামে, লাভ-ক্ষতির সমীকরণ মেলানোর চেষ্টা চলে -

আমাদেরই মত, সে আগামীর তরে বুক বাঁধে, সকল দুঃখ ভুলে।







[ছবিটি জাহাজ থেকে তোলা দক্ষিণ কোরিয়ার বুসান(পুসান) বন্দরের]

মন্তব্য ২৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১০ রাত ১১:১৪

গরীবের কথা বলেছেন: ধন্যবাদ হে নাবিক...
আপনি কখনো সমুদ্র ঝড়ের কবলে পড়েছিলেন?

১৭ ই জুন, ২০১০ রাত ১১:১৯

মেরিনার বলেছেন: ধন্যবাদ!
হ্যাঁ, বহুবার ঝড়ে পড়েছি আর বুঝেছি যে, মানুষ আর তার টেকনোলজি আসলে প্রকৃতির কাছে কত অসহায়!

২| ১৭ ই জুন, ২০১০ রাত ১১:২২

আবদুল মুনয়েম সৈকত বলেছেন: ++++++++

১৭ ই জুন, ২০১০ রাত ১১:২৪

মেরিনার বলেছেন: ধন্যবাদ!

৩| ১৭ ই জুন, ২০১০ রাত ১১:২৩

ওসমানজি২ বলেছেন: ভাল লাগলো ++

১৭ ই জুন, ২০১০ রাত ১১:২৮

মেরিনার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম - ধন্যবাদ!

৪| ১৭ ই জুন, ২০১০ রাত ১১:৩৬

স্বদেশ হাসনাইন বলেছেন: সমুদ্র নিয়ে কাব্য ভাল লাগলো । ভ্রমণ কাহিনী লিখবেন, যদি না লিখে থাকেন ।

১৭ ই জুন, ২০১০ রাত ১১:৩৮

মেরিনার বলেছেন: ইনশা'আল্লাহ্ লিখবো কখনো! ধন্যবাদ!!

৫| ১৭ ই জুন, ২০১০ রাত ১১:৩৭

সোমহেপি বলেছেন: ভাল লাগলো

১৭ ই জুন, ২০১০ রাত ১১:৩৯

মেরিনার বলেছেন: আপনার ভালো লেগেছে বলে ভালো লাগছে।

৬| ১৭ ই জুন, ২০১০ রাত ১১:৩৮

আর.এইচ.সুমন বলেছেন: প্রিয়তে রাখলাম.....।

১৭ ই জুন, ২০১০ রাত ১১:৪০

মেরিনার বলেছেন: ধন্যবাদ!

৭| ১৮ ই জুন, ২০১০ রাত ১:২০

সায়েম মুন বলেছেন: +

১৮ ই জুন, ২০১০ ভোর ৪:০৪

মেরিনার বলেছেন: ধন্যবাদ!

৮| ২১ শে জুন, ২০১০ সকাল ৭:০৭

জাহিদ আহমেদ বলেছেন: ভালো।

২১ শে জুন, ২০১০ সকাল ৯:০৭

মেরিনার বলেছেন: ধন্যবাদ!

৯| ২১ শে জুন, ২০১০ বিকাল ৪:৫৫

দ্যা ডক্টর বলেছেন: ভালো লাগছে তাই প্লাস দাগাতে দেরি করি নাই......

২২ শে জুন, ২০১০ রাত ১১:৩৩

মেরিনার বলেছেন: ধন্যবাদ!

১০| ৩০ শে জুন, ২০১০ রাত ১১:৩২

১২৩৪ বলেছেন: ++++++++++ :) :) ভাল লাগলো ...

৩০ শে জুন, ২০১০ রাত ১১:৫০

মেরিনার বলেছেন: ধন্যবাদ!

১১| ০৯ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৩

জুন বলেছেন: সব জলধারা, আর সকল অশ্রুর নোনা জল যেথায় গিয়ে মেশে
তার আবার দুঃখ কি - নিশ্চয়ই সে সকল দুঃখ হরণকারী প্রশান্ত, নিথর।
কিন্তু পরে জেনেছি, ঝড়ো বাতাস হঠাৎই এসে সমুদ্রের
জীবন যখন তছনছ করে দিয়ে ফিরে যায়, সমুদ্র তখন আমাদের
নারী প্রকৃতির মতই হত-বিহ্বল - কান্নায় ভেঙ্গে পড়ে -
ফুঁসে ওঠে অভিমানে, কিছুই-না-করতে-পারার দুঃখে।

আমি চুপি চুপি পরছিলাম মেরিনার আর কাঁদছিলাম কিন্ত প্রিয়তে নিতে গেলে যে লগ ইন হতেই হবে।কি সুন্দর লিখেছেন ঠিক আমার মনের কথা..আমার মনের একদম গভীরে লুকিয়ে থাকা কথা।

১০ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৫০

মেরিনার বলেছেন: বইয়ের শুরুতে অনেক লেখকই disclaimer দিয়ে থাকেন: "এই বইয়ের সকল চরিত্রই কাল্পনিক.......অনিচ্ছাকৃতভাবে কারো সাথে মিলে গেলে, লেখক সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।" আপনার মন্তব্য দেখে আমার ঐ সব disclaimer-এর কথা মনে পড়ে গেলো।

সমুদ্র সম্বন্ধীয় reality তুলে ধরতেই আমার সমুদ্র নিয়ে লেখা। এই ব্লগে কিছু নবীন-প্রাণ ব্লগার আছেন, যারা প্রতিনিয়ত কল্পনা-আশ্রিত এক মিথ্যা সমুদ্র-রাজ্যে বসবাস করেন (ভুল বুঝবেন না - আপনি বা ১২৩৪ সেই গোত্রীয় নন!!)। তাদের ভুল ভাঙ্গাতেই আমার সমুদ্র বিষয়ক লেখা-লেখি। কিন্তু বাস্তবে মনে হচ্ছে ঠিক বিপরীত-ধর্মী একটা কাজই বুঝি করে বসলাম! যদি তাই হয় তবে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন!!

১২| ১৪ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩০

সুবিদ্ বলেছেন: পরে জেনেছি, সাগরের জলরাশি কেবল নীলই নয় -
সময়ের সাথে বদলায়, আরো বহু রঙের হয়।

আপনার লেখা নিয়মিত পড়া হচ্ছেনা... আশা করি পড়তে শুরু করবো।

ভালো থাকবেন।

১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৫

মেরিনার বলেছেন: আপনিও ভালো থাকবেন ইনশা'আল্লাহ্!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.