![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন পঞ্চম-ষষ্ঠ শ্রেণীতে পড়তাম তখন বাড়িতে আমার খাবার জন্য আলাদা প্লেট ও আলাদা গ্লাস থাকত। আমার সেই নির্দিষ্ট গ্লাসে যদি অন্য কেউ পানি খেত, তবে বাড়ি সেদিন জাহান্নাম বানানোর মহান দায়িত্ব আমার ছিল।
আমার প্লেটে কেউ কিছু খেলে আমি শুধু ঐ প্লেট ৫-৭বার ধোয়াতামই না, সে বেলা আমি হয় খেতাম না অথবা শোকেস থেকে সাজানো প্লেট বের করে তারপর সেই প্লেটে খেতাম। আমার অত্যাচারে অতিষ্ট ছিল প্রায় সবাই। নানু বা খালাবাড়িতে গেলে আমার জেদ এর পরিমাণ আরও বহুগুণ বেড়ে যেত, কারণ সেখানে আমার আব্বু থাকত না(যাকে আমি আজও যমের মত ভয় করি)।
আমি এখন বাড়িতে। এখন আমার বাড়িতে ভরা গেস্ট। আমার খালা, খালাত ভাই-বোন এ ভরা বাড়ি।
নানাজনের নানান রকম জেদ। এটা খাব তো ওটা না, এটা আমি করলাম তো ও করতে পারবে না। এরূপে যুদ্ধ চলছে একে অপরের সাথে। আমি নীরব দর্শক। আমার জামা প্যান্ট ঠিক জায়গায় খুঁজে পাচ্ছি না, আমার শান্তিতে ঘুমানোর জায়গা নেই, আমার শান্তিতে খাওয়ার পর্যন্ত উপায় মিলছে না। এখানে বলে রাখা ভাল, আমি আমার নানার সবচেয়ে বড় নাতী, তাই ভাইবোন সবার মধ্যে বড়, কিছু হলে মা-খালারা আমার দিকে তাকিয়ে থাকে। সব পিচ্চিগুলারে কানের নিচে সজোরে চটকনা দিয়ে দাঁত খুলে দিতে ইচ্ছে করছে, কিন্তু কিছু না বলে বরঞ্চ তাদের সামনে নিজেকেই দাঁত ক্যালাতে হচ্ছে।
কেন যে বড় হলাম...............
©somewhere in net ltd.