নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিশ্চয়ই তিনি (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল এবং শেষনবী।\" - সূরা আহযাব : ৪০

NurunNabi

লিখক শিক্ষাবিদ ও গবেষক

NurunNabi › বিস্তারিত পোস্টঃ

নিজেকে ভাল মুসলমান ভেবে থাকলে আজই কাদিয়ানি ফেতনার বিরুদ্ধে সচেতন হোন

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:২৮

আসসালামু আলাইকুম। বন্ধুরা! আপনাদের নিকট আমার একটি চাওয়া আছে। মেহেরবানি করে খতমে নবুওতের পক্ষে আপনাদের একটু মেহনত কামনা করছি। দয়া করে আপনার কলমটা একটু ঘুরিয়ে দিন। বিবেকটা জাগ্রত করুন। আখেরি নবী হযরত মুহাম্মদ (সা)-এর নবুওতের সাথে বিদ্রোহকারী কাদিয়ানিদের কুফুরি বিশ্বাস আর প্রতারণার মুখোশ উন্মোচন করে দিন!

হয়ত জানা থাকবে যে, অনলাইনে নানা ছদ্মনামে কাদিয়ানিদের ভয়ংকর উৎপাত বেড়েই চলছে। বহু লোক তাদের কারণে বিভ্রান্ত হচ্ছে। যদিও পরক্ষণে তারা আমাদের দালিলিক লেখাগুলো পড়ে পুনরায় শুধরেও নিচ্ছে। আলহামদুলিল্লাহ।

আমরা জানি যে, মির্যা কাদিয়ানিকে তার অন্ধভক্তরা নবী রাসূল এবং ইমাম মাহদী সাব্যস্ত করতে কুরান হাদিসকে ইচ্ছেমত অপব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছে। যদিও সচেতন মানুষেরা তাদের সেগুলো পাত্তা দেননা। কিন্তু আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা কি তাদের অপব্যাখ্যা গুলোর পোস্টমর্টেম করতে পারিনা? অবশ্যই পারি। কারণ তারা আমাদের ঈমান আকিদার জন্য বড় হুমকি। আজই তাদের ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। তাই আসুন এক সাথে খতমে নবুওতের শান বুলন্দ রাখতে কাজ শুরু করি।

হ্যাঁ আল্লাহ'র নামে যখন আপনারা এ মুবারক মিশনে নামার ইচ্ছে করবেন তার আগে দয়া করে ১০ পর্বের এ লেখাটি ভালভাবে পড়ে নেবেন। ওয়েব থেকে পড়তে ক্লিক করুন http://www.markajomar.com/?p=3938

আপনাদের প্রত্যেকের টাইমলাইনে মির্যা কাদিয়ানির ৫৫ টি জলজ্যান্ত মিথ্যাচার ধারাবাহিক পর্ব আকারে পোস্ট দিলে সবাই জানবে যে, মির্যা কতবড় প্রতারক ছিল। তার এ সব ভন্ডামির পেছনে কে বা কারা এবং কি উদ্দেশ্যে কলকাঠি নেড়েছিল? আর ন্যূনতমপক্ষে কাদিয়ানিরাও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে যে, এমন মিথ্যাবাদী আল্লাহ'র প্রেরিত পুরুষ কিভাবে হতে পারে??? যাদের কপালে হিদায়াত আছে তারা আশাকরি ভুল পথ ছেড়ে ইসলামে ফিরে আসবে। ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.