![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখক শিক্ষাবিদ ও গবেষক
ছোট্ট একখানা সিরিজ বই। প্রকাশনায়, আল হুদা পাবলিকেশন্স, ঢাকা। অর্থায়নে, মারকায উমর ফাউন্ডেশন। দ্বিপক্ষীয় বিতর্ক-বাহাস স্বরূপ বইটি রচিত। কাদিয়ানী মুনাজির শাহিদ বাশির (লাহোর বংশোদ্ভূত) তিনি খতমে নবুওতের সম্মানিত মুরুব্বী প্রফেসর মতিন খালেদ সাহেবের সাথে দ্বিপক্ষীয় উক্ত বাহাসে মিলিত হন। অতপর আপনা ভুল বুঝতে সক্ষম হন। পরিশেষে কাদিয়ানিয়ত ত্যাগ করেন এবং ইসলামে ফিরে আসেন। সময়টি ২ রা জানুয়ারি ২০০৯ ইং। স্থান, মারকাযে সিরাজিয়া লাহোর, পাকিস্তান।
বইটির কথাগুলো ডায়ালগ আকারে সজ্জিত। এক বসাতেই পুরোটা পড়ে শেষ না করে স্বস্তি পাবেন না। বলতে পারি, বইটি খুবই তথ্যবহুল ও গঠনমূলক। বইটিতেই সংশ্লিষ্ট আলোচনার উপর প্রামাণ্য ১৮টি স্কিনশর্ট যুক্ত আছে। বইটির ধারাবাহিক সিরিজগুলোর প্রতিটি ক্ষুদে আকারেই থাকবে ইনশাআল্লাহ। উদ্দেশ্য, পাঠকের ক্রয়ক্ষমতার ভেতরে রাখা ও সবার হাতে হাতে পৌছে দেয়া। আশাকরি, বিভ্রান্ত বন্ধুদের ভেতর বইটি নতুনমাত্রায় চিন্তার উন্মেষ ঘটাবে। ভাবনার রসদ জোগাবে। নিজেদের ঈমানের হেফাজতে নিরপেক্ষতার সাথে পুনঃবার ভাবনার প্রেরণা জুগাবে।
বইটি বেশি পরিমানে অর্ডার করুন আর নিজ নিজ এলাকায় কিবা আপনার নিকটস্থ কাদিয়ানী ফেতনায় আক্রান্ত এলাকায় বিতরণ করুন। যাদের ক্রয় করে পড়ার সাধ্য নেই তাদের ফ্রি দিন। বন্ধুদের উপহার দিন। আল্লাহর রহমতে এর উত্তম প্রতিদান পরকালে পাবেন, তাতে কোনো সন্দেহ নেই।
ওয়াসসালাম।
প্রতি বইয়ের মূল্য ২০ টাকা।
১০ কপির নিচে অর্ডার নেয়া হয়না।
কুরিয়ার সার্ভিস ফি আমাদের।
অর্ডার করতে নিচের নাম্বারে আপনার ঠিকানা এস এম এস করুন। যোগাযোগ ০১৮১২-৫৬১৮২৪ (বিকাশ, পার্সোনাল)
বই পরিবেশক - মুহাম্মদ আব্দুল্লাহ আল বাকের
©somewhere in net ltd.