নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুষ্ট মার্কের ব্লগ...:)

মার্ক বিপ্লব(ওমিগা)

ও গানওয়ালা, আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই!

মার্ক বিপ্লব(ওমিগা) › বিস্তারিত পোস্টঃ

মোশাররফ করিমের একটি “সরল গল্প”

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

“চ্যানেল নাইনে” প্রচারিত “কালো সূতোয় বোনা জাল ” আর সম্প্রতি “দেশ টিভিতে” প্রচারিত “পাখি পূরান ”-এর ব্যাপক সাফল্যের পর, খুব শীঘ্রই ছোট পর্দায় আবারো ভিন্নধর্মী ও নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন “Xtreme Close Up ”-এর কর্নধার ও পরিচালক “মাহামুদুল হাসান টিপু”। খুব শীঘ্রই মিডিয়ায় প্রচারিত হতে যাচ্ছে; এই তরুণ পরিচালকের তৃতীয় নির্মিত নাটক “সরল গল্প”। আশরাফ শিশিরের কাহিনী ও চিত্রনাট্যে “সরল গল্প” নাটকে এবারই প্রথম বারের মতো গুনি অভিনেতা মোশাররফ করিমকে দেখা যাবে একজন নাপিতের ভূমিকায় B-)







নাটকের কাহিনী শুরু হয়েছে, দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন নিয়ে। এই গ্রামের একজন সাধারণ মানুষ সরল দাস। পেশায় নাপিত। নাপিত সরল দাস কিভাবে ওই গ্রামের মানুষের মুক্তির নায়ক হয়ে উঠেছিলেন তাই নিয়েই গড়ে উঠেছে ‘সরল গল্প’ এর কাহিনী। সম্প্রতি স্বরুপকাঠির রাজবাড়িতে শেষ হয়েছে নাটকটির নির্মান কাজ।



এ বিষয়ে পরিচালক টিপু ভাই বলেন, ‘একপর্বের নাটক হলেও আমরা আধুনিক ডিজিটাল চলচ্চিত্রের আঙ্গিকে ও প্রযুক্তিতে প্রায় শতভাগ আউটডোর শুটিংয়ের মাধ্যমে গ্রাম-বাংলার আবহমান রূপকে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সমকালীন রাজনীতির একটি রূপক গল্প তুলে ধরার চেষ্টা করেছি।’



মোশাররফ করিম ছাড়াও “সরল গল্প” নাটকে আরো অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই ও আলামিন সবুজ। সুকান্ত মুখার্জি বাবু, মিন্টু কর, হ্যাভেন খানসহ বরিশালের প্রায় ২০০ নাট্যকর্মী।



ভালো লাগছে এই ভেবে যে, “মাহামুদুল হাসান টিপু ” ভাইয়ের মতো তরুণ প্রজন্মের প্রতিভাবান নির্মাতারা আমাদের দেশের মিডিয়া জগতকে পাল্টে দেবার প্রর্তয় নিয়েছেন। :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.