![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও গানওয়ালা, আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই!
জ্যাসন একজন প্রাইভেট অফিসার। সঙ্গীহীন তার জীবন চলছিলো এক প্রকার ঝিমিয়ে ঝিমিয়েই। মাঝে মাঝেই পার্ক গিয়ে জ্যাসন বসে থাকত ভালবাসার মানুষটির খোজে, কিন্তু পার্কে সুন্দরী মেয়েরা যখন তাকে পাত্তাও দিলনা তখন তার হতাশ হবার ছাড়া কিবা করার ছিল?
তবুও কারো জীবন থেমে থাকেনা! থেমে থাকেনি জ্যাসনের জীবনও!!!
কিন্তু এক দিন জ্যাসন আবিষ্কার করল যে, তার অফিসের ঠিক উল্টো পাশে কাজ করে একটি সুন্দরী মেয়ে। জ্যাসন প্রায়ই তাকে লুকিয়ে লুকিয়ে দেখত! ♥ সেই মেয়েটাও বুঝতে পারল যে, তাকে জ্যাসন ফলো করছে! মেয়েটিও জ্যাসনের সাথে দুষ্টুমি শুরু করল। সে কাগজের উপরে কালো মার্কার দিয়ে লিখে লিখে জ্যাসনের সাথে যোগাযোগ করত, কারন কাঁচের দেয়ালে তাদের ভয়েস শোনা যেত না। এভাবে আস্তে আস্তে তারা এক অপরের খুব কাছে চলে আসলো। যখন জ্যাসন ঠিক করল যে, সে মেয়েটিকে তার ভালোবাসার কথা খুলে বলবে, ঠিক তখনই ঘটল এক.......!
কি ঘটেছিল? তা জানতে হলে আপনাকে দেখতে হবে Patrick Hughes পরিচালিত Nick Hamon এবং Megan D’ Arcy অভিনীত সর্ট ফ্লিম (Signs) সাইন। আগেই বলে রাখছি মুভিটি না দেখলে পস্তাইবেন! আর দেখলে বলবেন ইস!!! যদি আরেকটু দেখতে পেতাম।
তো আর দেরি না করে দেখে ফেলুন Silent Love Story “Signs” সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা ♥
মুভিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না!
Imdb info:
Movie Name: Signs (2008)
Director:
Patrick Hughes
Writers:
Patrick Hughes, Karl Fleet
Stars:
Nick Russell, Kestie Morassi
Rating: 8
Youtube Links
http://www.youtube.com/watch?v=uy0HNWto0UY
Vimeo Link
http://vimeo.com/12712529
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
মার্ক বিপ্লব(ওমিগা) বলেছেন:
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
সন্দীপ হালদার বলেছেন: জোশ ১টা শর্টফিল্ম।++
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
মার্ক বিপ্লব(ওমিগা) বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
শব্দহীন জোছনা বলেছেন:
এই রকম আরও কিছু আছে নাকি আপনার কাছে। থাকলে তাড়াতাড়ি বলেন, দেইখা ফেলি।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
মার্ক বিপ্লব(ওমিগা) বলেছেন: oscar 2013 এর Paperman (2012) মুভিট দেখতে পারেন।
৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩
হতাস৮৮ বলেছেন: ভাই এইডা কিছু হইল????
আমি মনে করছিলাম আপনি গল্প কইতাছেন???
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৪১
মার্ক বিপ্লব(ওমিগা) বলেছেন: হা হা হা......
৫| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
শব্দহীন জোছনা বলেছেন:
ভালো ,খুব ভালো... এখনি Paperman (2012) দেখতাছি।
সাজেশনের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
আনমনে বলেছেন: "আগেই বলে রাখছি মুভিটি না দেখলে পস্তাইবেন!" সত্যিই তাই. জোশ ১টা শর্টফিল্ম।++++++++++++++