নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেজপাতা মসলা

তেজপাতা মসলা › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধীর ফাঁসি চাই মাত্র ১০ টাকা..............................।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

গতকাল দুপুরে শাহবাগ( যার নতুন নাম - প্রজন্ম চত্বর ) ঘুরে আসলাম। নতুন অভিজ্ঞতা হল। যতবার যাই ততো বার নতুন কিছু শিখি। কিছু কিছু জিনিস দেখলে খুব খারাপ লাগে। যে উদ্দেশ্য নিয়ে তরুন প্রজন্ম এই আন্দোলন শুরু তার ভবিষ্যৎ কি তা আমার পক্ষে বলা সম্ভব নয়। যেমন একটি উদাহরন দিলে আপনাদের বিষয়টা পরিস্কার হবে, হকাদের নতুন ব্যবসা পতাকা , বিভিন্ন ধরনের প্রিন্ট করা লেখা যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। আমার কাছে যে বিষয়টা হাস্যকর মনে হল তা হচ্ছে, তাদের বিক্রির ধরন নিয়ে । আমি প্রজন্ম চত্বরে দাঁড়িয়ে স্লোগান শুনছি হঠাৎ এক হকার এসে বলে মামা নেন ......। আমি বললাম কি সে বলল ,যুদ্ধাপরাধীর ফাঁসি চাই মাত্র ১০ টাকা..............................। আমি হাসবো না কাঁদবো ......।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

নিষ্‌কর্মা বলেছেন:
এইটা এক ধরনের ছাগু লেখা। এরপরে আর এই ধরনের লেখা লিখবা না। যে হকার বলছে ঐ কথা, তাকে বুঝায়ে বল নাই কেন যে কি বলতে হবে?

মনে রাখবা, ধর্মের কথা বলে আর ধর্ম নিয়া খেলে -- এর নাম জামাত।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

মশামামা বলেছেন: ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আমিও আজ তোমাদের সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

তেজপাতা মসলা বলেছেন: আমার কাছে বিষয়টা খারাপ লাগছে তাই শেয়ার করলাম।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

htusar বলেছেন: ধরে নেন এটাও তার ঘৃণার বহি প্রকাশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.