![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ।একটি গ্রুপ অফ কোম্পানীতে জব করতাম R&D Executive হিসেবে Knit Garments division এ । প্রায় একবছর জব করার পর অন্য একটি কোম্পানি থেকে অফার পাই Asst. Manager Planning হিসেবে। salary এখানের চেয়ে দ্বিগুণ ।সাথে আমার আরও দুই কলিগ যাবে। পূর্বের কোম্পানীতে জব করার সময় আমাদের 10% salary কেটে রেখে দিত। যা দুই বছর পূর্ণ হলে ফেরত দেয়া হবে। কিন্তু
হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন । এ মাস থেকে আর টাকা কাটা হবে না। আগের জমানো টাকা রানিং মাসের সেকেন্ড সপ্তাহে দেয়া হবে। সমস্যায় পড়ে গেলাম কি করবো বুঝতে পারছিনা। পরে এই টাকা না নিয়ে নতুন জব এ join করলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস নতুন কোম্পানীতে দেড় মাস জব করার পর Salary না পেয়ে বাধ্য হয়ে চলে আসলাম। salary দিচ্ছে না কখন দিবে তার কোন commitment দিচ্ছে না। আগের কোম্পানীতে যাওয়ার কোন অবকাশ নেই। ঈদ সামনে কি করব ভেবে কূল পাই না। কারো কাছে জবের জন্য যেতে ইচ্ছা করে না। সবাই দুর্বলতার সুযোগ নিতে চায়। Foreign buying house a job করতে ইচ্ছুক। কারো পরিচিত বায়িং হাউজ থাকলে Plz contact with me.
ফোনঃ 01731156944
Email: [email protected]
আপনাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
২| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:৪৫
মাথা নষ্ট সিপাহি বলেছেন: ব্যাপার টা দু:খ জনক কিন্তু এক্ষেত্রে আপনারই ভুল সে কারনে আপনার পস্তানোর দরকার আছে মনে করি কারন তাহলে পরবর্তিতে আপনার এমন ভুল হবে না, কেরিয়ার এর শুরুতেই ধাক্কা ! অনেক কিছু শেখাবে আশা করি।
এর পর জাম্প করতে চাইলে শুধু তারা বেশি বেতন দিবে বলে জাম্প করবেন না আশা করি। কম্পানি প্রোফাইল, জব সিকিউরিটি এবং ঠিক মত বেতন দেয় কিনা এগুলো বিবেচনায় রাখবেন।
হতাশ হবেন না, ইচ্ছা থাকে উপায় হয়। তাই বসে থাকবেন না ট্রাই করুন জুটে যাবে আগের টার চেয়ে ভাল একটা।
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:১১
তেজপাতা মসলা বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:৫১
সমকালের গান বলেছেন: ট্রাই করুন জুটে যাবে আগের টার চেয়ে ভাল একটা।
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৭
তেজপাতা মসলা বলেছেন: ধন্যবাদ ।
৪| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৬
আদার ব্যাপারি বলেছেন: হতাশ হবেন না। ধৈর্য্য ধরুন। আশা করি শিঘ্রই নতুন জব পেয়ে যাবেন।
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৫
তেজপাতা মসলা বলেছেন: দোয়া করবেন যাতে খুব দ্রুত একটি ভাল জব পেয়ে যাই।
৫| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: দুঃখ জনক।
৬| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৪
ইলুসন বলেছেন: খারাপ লাগল শুনে। সাহস হারাবেন না ভাই। চেষ্টা চালিয়ে যান, আশাকরি কোন উপায় বের হয়ে আসবে।
৭| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪১
আরিফ আহমেদ বলেছেন: কিছুই থেমে থাকে না ভাই, হতাশ হবার কিছু দেখছি না আমি এর ভিতরে
২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
তেজপাতা মসলা বলেছেন: আমি লোন করে চলতেছি। অথচ আমার হাতে minimum – 30000 Taka থাকার কথা ছিল । এই আর কি। মনে হয় আপনাকে বিষয়টা বুঝাতে পারিনি।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:২৭
আহলান বলেছেন: দু:খ জনক।