নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেজপাতা মসলা

তেজপাতা মসলা › বিস্তারিত পোস্টঃ

BRTC গাড়িতে এক স্কুল ছাত্রী ...............।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

আমার বাসা খিলক্ষেত । ইদানীং একটা বিশেষ জনসেবামূলক কাজে প্রায়ই মিরপুর যাওয়া হয়। বেশ কিছুদিন যাবত বেকার । তাই একজনের পরামর্শে এই কাজের সাথে যুক্ত হওয়া। সেই মোতাবেক রেডি হয়ে রওয়ানা দিলাম। মিরপুর যাওয়া এখন খুব সহজ । বর্তমান সরকার এম ই এস হয়ে যে রাস্তা করেছে তা খুবই প্রশংসার দাবীদার। খিলক্ষেত বাস স্ট্যান্ডে বাস এর জন্য অপেক্ষা করতেছি। জাবালে নুর পরিবহনের একটি গাড়ি আসলো কিন্তু আমি উঠলাম না। এর কারণ এরা খিলক্ষেত থেকে উঠলে ও আব্দুল্লাপুর থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া নেয়, এটা অতিরিক্ত হয়ে যায় । তাই BRTC বাস এর জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষনপর BRTC দ্বিতল বাস আসলো । আমি সামনের গেইট দিয়ে খুব দ্রুত উঠে পরলাম । অনেক গুলো সিট ফাঁকা । কয়েকটা জায়গায় দেখলাম একজন মহিলা/ মেয়ে বসে আছে সাথের সিটটা ফাঁকা । আর গেইট সাথে দ্বিতীয় সারিতে দুটো সিট ফাঁকা । আমি গিয়ে বসলাম দুটো সিটের একটিতে। কুড়িল বিশ্বরোড আসলে কয়েকজন যাত্রী উঠলো। আমি তখন জানালার পাশের সিটে গিয়ে বসলাম । তখন দেখলাম আমার সামনের সিটে স্কুলের একজন ছাত্রী । জানালার পাশের সিটে যাওয়ার পর আসলে মেয়েটির দিকে খেয়াল করা। সে এম ই এস ফ্লাই ওভার সামনে নামবে। যখন গাড়ি ফ্লাই ওভারে উঠে গেছে তখন বলতেছে আমি এখানে নামবো। গাড়ি চালক আর কথা না শুনে গাড়ি চালাতে লাগলো । মেয়েটা তখন অস্থির হয়ে গেল । সে বলল আমার পরীক্ষা আছে আমাকে ফ্লাই ওভারের উপরে নামিয়ে দেন। বাসের হেল্পার বলল , এখানে নামানো যাবে না ।ফ্লাই ওভারের ওইপাশে নামিয়ে দিব। তখন দেখলাম। বাসের বিভিন্ন যাত্রী বিভিন্ন ভাবে পরামর্শ দিতেছে। ও পাশে গিয়ে অটো রিক্সা আছে, অটো রিক্সা দিয়ে চলে আসবে। এক ভদ্র মহিলা খুব আগ্রহ সহকারে বলতেছে, কোনো সমস্যা নেই আমি তোমাকে দেখিয়ে দিব কিভাবে যেতে হবে।ইসিবি চত্বর এলে ওই ভদ্র মহিলা বলে তুমি রাস্তা পার হয়ে অটো রিক্সা নিয়ে চলে যাও। মেয়েটি ইসিবি চত্বরের এখানে নামলো কিন্তু রাস্তা পার না হয়ে সে মিরপুরের দিকে যেই অটো রিক্সা যায় তাদেরকে জিজ্ঞাসা করতছে । আমার মনে হয়েছে পরীক্ষার টেনশনে সে এতোক্ষন ভদ্র মহিলা যেভাবে বলেছে আসলে তার সেই দিকে তেমন খেয়াল করতে পারেনি এবং জায়গাটি তার কাছে একবারেই নতুন। এই জন্য সে খুব ভয় পেয়ে গেছে। এই সত্য গল্পটা বলার কিছু কারণ আছে। কিছু দিন আগে ফেইসবুক একটি ছবি দেখলাম ,একটি মেয়ে যখন সমস্যায় পড়ছে তখন তার পিছনে কয়েকজন আসছে সাহায্য করার জন্য , কিন্তু যখন একজন পুরুষ লোক সমস্যায় পড়ছে তখন তার সাথে কেউ নেই। গাড়ির মেয়েটিকে সাহায্য করার জন্য যখন বিভিন্ন যাত্রী বিভিন্ন পরামর্শ দিচ্ছে ফেইসবুকের ছবির কথা মনে পড়ল। তবে সেটা এই ঘটনার সাথে সম্পন্ন নাও মিলতে পারে । কারণ বাংলাদেশীদের উষ্ণ হৃদয়। মানবিকতা এখনও মানুষের মাঝে আছে।









মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

তারেক বলেছেন: নারী - পুরুষ সমান অধিকার শুধু সংবিধানেই

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

তেজপাতা মসলা বলেছেন: ঠিক বলেছেন ।আপনার সাথে একমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.