নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেজপাতা মসলা

তেজপাতা মসলা › বিস্তারিত পোস্টঃ

সামনে পর্বত এই কথা দিয়ে আপনি কি বুঝবেন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

সামনে পর্বত এই কথা দিয়ে আপনি কি বুঝবেন। কিছুক্ষনের মাঝে আপনি বিশাল কোন পর্বত দেখবেন। আপনার কল্পনায় সুইজ্যারল্যান্ডের সেই বরফ ঢাকা কোন পর্বত আসবে। কিন্তু আপনি যদি বাসে ঢাকার গাবতলী হয়ে কোথাও যান , অথবা সাভারের আমিন বাজার হয়ে ঢাকা প্রবেশ করেন তাহলে বাস্তবতা আপনার কল্পনার কোন মিল খুঁজে পাবেন না। যখন বাস ড্রাইভার বলবে সামনে পর্বত । কারণ এটি গাবতলীর একটি জায়গার নাম। যা ওখানে অবস্থিত একটি সিনেমা হলের নাম পর্বত ওই নামে পরিচিতি লাভ করেছে। যেমন কেউ যদি বলে সামনে চাইনিজ মহিলা নামবো। যেমন আজকে কথাটি যখন শুনলাম তখন কি মনে হতে পারে ভাবেন তো। কোন(চীন দেশের মহিলা নাগরিক) চাইনিজ নাগরিক বাস থেকে নামবে। অথচ বিষয়টা সম্পূর্ন ভিন্ন। মিরপুর- ১ নম্বরের কাছাকাছি একটা জায়গা যা ওখানে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্ট এর নামে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশি এক মহিলা নাগরিক চাইনিজ নামক জায়গায় বাস থেকে নামবে । এর রকম হাজারো জায়গার বাংলাদেশে আছে। তখন একটি গানের কথা মনে হয় ,নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় । নামে মাঝে পাবে না কো সবার পরিচয়। মতিঝিলে মতি নেই আছে শুধু ঝিল,বুড়িগঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.