নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলীক কল্পনা নই,বাস্তবতাই সঙ্গী..................।।

মৃন্ময়

পথচলছি স্বপ্ন ফেরি করে.........আমি আপাতত আমাকে নিয়ে ব্যস্ত, কয়েকদিন আগেও আমি অন্য ধান্দায় ছিলাম এখন সবছেডে আমাকে নিয়ে......... কয়েকদিন বাম রাজনীতি নিয়ে ছিলাম,এখন দেশের বাইরে থেকে হাহাকার করছি......সামান্য কয় কলম পডালেখার সৌভাগ্য হয়েছিল অতটুকু সম্বল নিয়ে বানান করে পড়াটা চালিয়ে যায়। লিখতে গেলে মোটামুটি হযবরল। বাডি চট্টগ্রাম,বেশ কিছুদিন ছিলাম পাহাডে,খুব মিস করি, সিগারেট খাই.........ভাগ করে খাওয়ার অভ্যাস আছে। বিয়ে এখনও করিনি, পরিবারে মা বাবা ভাই আছে, বোন নেই............আমিই বড,পাক্কা ব্যাচেলর জীবন যাপন করছি।

মৃন্ময় › বিস্তারিত পোস্টঃ

"Ekattor (71)" in 354 seconds- Short film নামে একটা ক্লিপ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

"Ekattor (71)" in 354 seconds-

আমার সারা জীবনের স্বপ্ন - আমার মা- এর মুখ থেকে শুনে শুনে বড় হওয়া- না কোন গল্প নয়, মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস নিয়ে চলচিত্র নির্মাণ- যা হবে গতানুগতিক ধারার সম্পূর্ণ বাইরে যেখানে শুধু মাত্র কিছু পাক-হানাদার বাহিনীর " সালে বাঙ্গালী তু- গাদ্দার হে .." ধরনের ডায়লগ থাকবে না বা পাক বাহিনীর কিছু ধর্ষণের চিত্র বা যুদ্ধের কিছু খণ্ড চিত্র দিয়ে ছবিটি শেষ হবে না । আমার অনেক কাছের বন্ধুরা অনেকেই জানেন আমার এই স্বপ্নের কথা কারন অনেক দিন আগে থেকেই তাদের কান ঝালা-পালা করে আসছি ... ঠিক তেমনি আমার এক বন্ধুকে লন্ডনে দিন-রাত শুনিয়েছিলাম এই ছবি নিয়ে আমার প্রতিটা ভাবনার কথা - সে মিডিয়ার উপর পড়াশুনা শেষ করে হুট করে দেশে চলে গেল , কথা ছিল আমরা এক সাথে কিছু একটা করবো তা আর আমার হয়ে উঠলো না ,শুনেছি সে মিডিয়াতে বেশ ভালোই কাজ করছে এখন - হুট করে কিছু দিন আগে সে আমাকে "Ekattor (71)" in 354 seconds- Short film নামে একটা ক্লিপ পাঠালো- আর ছোট্ট করে লিখে দিল তোর ভাবনার ভিত্তি প্রস্তর নির্মাণ করলাম - আমি ওর কাজটা দেখার পর দীর্ঘক্ষণ নির্বাক বসে ছিলাম চোখ পানিতে টলমল করে উঠতে চাইলো- কি অসাধারণ কাজ সে করেছে আমাকে না বলেই... আমি এখনো জানিনা আদৌ আমার সেই স্বপ্নের ছবি কোনদিন বানাতে পারবো কিনা তবে ও 354 seconds- এর মধ্যে পুরো মুক্তিযুদ্ধটাকে যেভাবে দেখাল আমি মুগ্ধ। প্রচণ্ড ইনফরমেটিভ একটা ক্লিপ!! ...আমি তো মনে করি, স্বাধীনতার পরে জন্ম নেয়া প্রত্যেক বাংলাদেশীর এই ক্লিপটা দেখা উচিত।

সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক Shamsul Arefin।







সুত্র:ফেবু........



Click This Link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: পরে দেখবো।


মনে হচ্ছে অনেক অনেক ভালো লাগার একটা ভিডিও হবেই।:)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

মৃন্ময় বলেছেন: যদি দেখে থাকেন তবে অনুভুতি শেয়ার করবেন...........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.