![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছা থাকবে মেডিকেল লাইফ এ যা কিছু ভালো লাগে, যা কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব তা লেখা।
প্রায় ২ বছর পর আবার ব্লগ। মাঝখানে ফেসবুকে নোট হতে হতে প্রায় ৬০ টা। ফেসবুক আর ব্লগের মধ্যে বড় পার্থক্য হল বিশেষত ফেসবুকে ট্যাগ করে কয়েকজন কে পড়তে বাধ্য করা যায়। ব্লগে যায় না।
ফেসবুকের পাঠকসংখ্যা সীমিত। কয়টা আর বন্ধু থাকে। ব্লগ অসীম। এখন তো আরো বেশি।
ব্লগে আপনাকে কেউ পচালে তাকে বাস্তবে ঠাটাতে পারবেন না। ফেসবুকে কিন্তু তাকে চোখের বালি করে রাখার সম্ভাবনা আছে।
বন্ধু বান্ধবদের পচায়ে নোট ফেসবুকে দেয়া যায়, ব্লগে না।
ব্লগে আপনি খবর, লিংক জাতীয় ফিড পাবেন। ফেসবুকে ছবি আর ছবি।
দুইটার দুই দিক আছে। কিন্তু ফেসবুকে নোটের কল্যানে অনেকটাই ব্লগের বিকল্প ব্যবহার করতে পারছিলাম। কিন্তু ফেসবুক বন্ধ।
দুর্ভাগ্য তাদের যাদের এই ফেসবুক বন্ধের মধ্যে বিবাহ বা জন্মদিন পড়েছে। ছবি দিয়ে আমাদের দুঃখ বাড়াতে পারছে না, আর যতই বলেন নোটিফিকেশন পেয়ে উইশ করলেও উইশ পেতে ভালোই লাগে।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
৭১৫০ বলেছেন: আমি কষ্টে আছি, উনি হাসছেন?
২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
অমিত অমি বলেছেন: ফেবুতে কি নাম?
সম্ভব হলে এড করে নিব।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
৭১৫০ বলেছেন: [email protected].
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
৭১৫০ বলেছেন: পেয়েচি
৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১
অতঃপর হৃদয় বলেছেন:
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
৭১৫০ বলেছেন:
৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
িবর্ন জামান বলেছেন:
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
৭১৫০ বলেছেন:
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৬
রক্তিম দিগন্ত বলেছেন: পঁচানোর কাজটা ব্লগেও সম্ভব! শুধু এই ক্ষেত্রে বন্ধুদের জায়গায় ব্লগারদের নিয়ে করতে হয় আর কী!
তবে তার জন্য নিয়মিত থাকাটাই জরুরী।
ফেসবুক বন্ধ থাকায় হলেও - ব্লগে ফিরে আসায় স্বাগতম।
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
৭১৫০ বলেছেন: ব্লগে এডমিন নামক একজন আছেন। আর পচাইতে হলেও তো একটা কমন লাগে। যেমন আমি যদি একটা স্যার কে পচায়ে ফেসবুকে পোস্ট দেই ততকালীন সময়ে সেখানে লাইক বা কমেন্ট সবচেয়ে বেশি পড়ত। ব্লগে তা সম্ভব নয়। তবে হ্যা গুরুগম্ভীর সমালোচনার জন্য ব্লগ ভালো। তবে আবার তা আমার মাথার উপর দিয়ে যায়।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
নীল কপোট্রন বলেছেন:
