নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথার চুল চিড়তে মন চায়।

৭১৫০

ইচ্ছা থাকবে মেডিকেল লাইফ এ যা কিছু ভালো লাগে, যা কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব তা লেখা।

৭১৫০ › বিস্তারিত পোস্টঃ

পৌরসভা নির্বাচন-বিগত মেয়র নির্বাচন ভাবনা

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

গতকালকের সংবাদপত্র আর আজকের মিডিয়াতে একটু দেখলেই বুঝতে পারবেন আনিসুল হক কি অসাধ্য সাধন করেছেন। তার নির্বাচিত হবার প্রক্রিয়া নিয়ে অনেক কথা থাকলেও, তিনি সরকার পন্থী হলেও এতটা বাধার কবলে পড়বেন ভাবিনি। হয়তো সেই শ্রমিক মালিকরাই এতদিন সিটি কর্পোরেশনের সমালোচনা করে আসছিলেন কেন যানজট দূর হয় না। অথচ সেই সমাধানের জোরে যখন ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালানো হল তখন সবাই রুখে দাড়াল। তবে একটা কথা বলে রাখি আমরা সাধারন মানুষ, আমাদের জ্ঞান সেই পেপার নেট পর্যন্ত। ভিতরের খবর কিছু জানিনা। তবে আপতদৃষ্টিতে মেয়র ধন্যবাদ পেতে পারেন। গতকাল আগারগায়েও অভিযান হয়েছি শুনেছি। সেখানে অনেক নার্সারী ছিল-সেগুলো অনেক উপকারী ও সৌন্দর্যবর্ধনকারী ছিল।
মূলকথা আসছে সামনে পৌরসভা নির্বাচন, আমার মতে নেতার জনপ্রিয়তার বিবেচনার সাথে সাথে তিনি এলাকায় কতটুকু কাজ করতে পারবেন সেটাও বিবেচনাও আনা যেতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.