![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছা থাকবে মেডিকেল লাইফ এ যা কিছু ভালো লাগে, যা কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব তা লেখা।
abstract: খাটি বাংলার দামাল ছেলে দের খেলা দেখলে যেতে হবে আপনাকে বিভিন্ন পার্কে।আমার রিসার্চের স্থান সোহরাাওয়ার্দী পার্ক আর ফার্মগেট পার্ক। বলা যায় পার্কে আপনি যেখানেই ন্যাড়া স্থান দেখবেন তাহাই পিচ। হাজার হাজার ক্রিকেটারের স্বপ্ন। তা এত কস্ট করে দেয়াল টপকিয়ে যারা, উদ্যানের মাঠে ঢুকে তারা কেন সিক্স মারে কম? হাজার কোটি টাকার প্রশ্ন। উত্তর জানতে আমরা আমেরিকান হিলারি স্টাইলে শত শত ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করি। উত্তরে ট্র্বাম্প কার্ড বেরিয়ে আসে। আসলে ক্রিকেটারদের বল থাকে এক্টাই। ২-৪ নিলে তা হারায় না। কিন্তু ৬ মারলেই পাশের বাড়ীর তাড়া থেক শুরু করে জংগলে বল হারানো, মেয়ের মায়ের সন্দেহ নানা উতপাত দেখা যায়।তবে বেশিরভাগ ঝোপে ঝাড়ে বল হারানোকেই বেশি গুরুত্ব দিয়েছেন।আর একেকটা বলের যা দাম!! তবে মনে রাখতে হবে দেশের ক্রিকেটের উন্নতি কিন্তু এখানেই। অনুরোধ থাকবে ছুটির দিনগুলিতে পার্কে এসে ক্রিকেট খেলা দেখার জন্য।
Recommendation: যুবকদের অতি দ্রুত বল ত্রান দেবার ব্যবস্থা করা হোক।
©somewhere in net ltd.