নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারুফ আল মাহমুদ

লেখক হইতে মুঞ্চায়!

মারুফ আল মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ড. ফস্টাস যিনি শয়তানের কাছে তার আত্মা বিক্রি করেছিলেন- সম্পূর্ণ নাটকের বাংলা অনুবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১০



ডক্টর ফস্টাস ধর্ম শাস্ত্র, যুক্তিবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, ও আইনসহ জ্ঞানের প্রায় প্রতিটি শাখায়ই বিচরণ করেছেন। তবু তার মনে তৃপ্তি আসেনি। সে চায় এমন জ্ঞান অর্জন করতে যার মাধ্যমে সে প্রবল ক্ষমতাশালী হয়ে উঠবে এবং দুই মেরুর মধ্যবর্তী সবকিছু তার আয়ত্তে থাকবে। সে ভাবে যে, ডাকিনীবিদ্যা ও ইন্দ্রজালে দক্ষতা অর্জনের দ্বারাই তার ইচ্ছাপূরণ সম্ভব। সে ডাকিনীবিদ্যা চর্চা করতে থাকে এবং লুসিফারের নিকট আপন আত্মা বিক্রয়ের মাধ্যমে ২৪ বছরের জন্যে অতিমানবীয় ক্ষমতা লাভ করে। কিন্তু অর্জিত ক্ষমতা প্রায়শই সে তুচ্ছ কাজে ব্যয় করে। ক্রমে তার ২৪ বছর শেষ হয়ে আসে।
তারপর কি হল ......।

১ম অঙ্কের অনুবাদ

২য় অঙ্কের অনুবাদ

৩য় অঙ্কের অনুবাদ

৪র্থ অঙ্কের অনুবাদ

৫ম অঙ্কের অনুবাদ


১৫৮৭ সালে জার্মানীর ফ্রাঙ্কফুর্টে প্রকাশিত হয়, ‘Historia von Dr. Johann Fausten”. এখানে দেখা যায় যে ফস্টাস ১৫১০ থেকে ১৫৪০ সালের দিকে জার্মানীতে জাদুকর হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। আকষ্মিকভাবে তার মৃত্যু হয়।
আসলেই কি তার মৃত্যু আকষ্মিকভাবে হয়েছিল? এই বইটি ১৫৯২ সালে ইংরেজি ভাষায় অনুদিত হয়। সম্ভবত ক্রিস্টোফার মার্লো এই বই থেকেই অনুপ্রানীত হয়ে তার এই অসাধারন সৃষ্টিকর্ম “The Tragical history of Dr. Faustus” নাটকটি তৈরীর প্রয়াস লাভ করেন।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: এই বই আমি পড়বো না।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

মারুফ আল মাহমুদ বলেছেন: কেনো ভাইজান, কারন জানতে পারি কি?

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সংগ্রহ

হাতের কাছে রইল! সময় করে পড়তে হবে।

ধন্যবাদ শেয়ারে :)

+++

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

মারুফ আল মাহমুদ বলেছেন: ধন্যবাদ!

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০

নতুন বলেছেন: খুবই চমতকার একটা নাটক... সবার পড়া উচিত।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

মারুফ আল মাহমুদ বলেছেন: তাহলে আশা করি শেয়ার করবেন!

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

যোখার সারনায়েভ বলেছেন: ইন্টারেস্টিং মনে হচ্ছে!

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

মারুফ আল মাহমুদ বলেছেন: জি, সময় থাকলে এখনি পড়া শুরু করে দিন। আর ভালো লাগলে শেয়ার করবেন আশা করি।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

আরোগ্য বলেছেন: আমার অন্যতম প্রিয় একটা নাটক। অনুবাদ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মারুফ আল মাহমুদ বলেছেন: শেয়ার করলে কৃতার্থ হবো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.