![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীনচেতা মানুষ রাখঢাক কম ,হাসতে ভালো লাগে হাসাইতে আরো মজা পাই । জীবনের লক্ষ্য আজো অস্পষ্ট ।
মশা তোমায় বলছি,
--- হোসেন মারুফ।
#ওহে নিষ্ঠুর, ওহে পাশবিক কীট নির্লজ্জ মশা,
তোমায় বলছি,
দীর্ঘ পঁচিশটি বছর,
রক্তাক্ত করেছো আমায় নির্লজ্জের মত,
কিছুই বলিনি আমি।
বাঁচার অধিকার, খাদ্যের অধিকার,
সে আমার মত তোমারও আছে।
#শরীরের প্রতিটি রক্তকণা আজ ম্যালেরিয়ায় আক্রান্ত,
তবু তোমার দিকে চোখ তুলে তাকায়নি আমি,
সয়ে গেছি সব নিরবে।
তবু তোমার আশা পূরণ হয়নি,
ভরেনি ঐ পাষাণ অভুক্ত আত্মা!
#তুমি কি জানো ওই পদযুগল খানি কতটা মায়াবিনী?
কতটা পবিত্রা, হৃদয়স্পর্শী মর্মভেদীনী!
কোন সাহসে ঐ নিষ্পাপ পদযুগলে,
রক্তের বন্যা বইয়েছো তুমি?
আমার আত্মমন্দির চূর্ণবিচূর্ণ করেছো।
রক্তের ছোপ,ছোপ দাগ আজও লেগে আছে অন্তরে।
#তোমার ভনভনানি একদা ছিল বেঁচে থাকার অার্তি,
আজ তা আমার মর্মে শয়তানের গর্জন,
আজ বড় ঘৃণা হয় তোমায়,
তোমার অধিকার প্রাপ্তির আশাও উবে গেছে।
#চারুকলার রন্ধ্রে,রন্ধ্রে আমি বিষ ঢেলে দেব,
অামার স্বপ্নাতুর চোখের জল,
আর তোমার অত্যাচারে প্রবহমান প্রেয়সীর রক্ত,
যে ছাউনীর তলে একাকার হয়েছে,
সেথায় নির্মিত হবে একটা রক্তমন্দির,
আমার কল্পনায়,আমার আয়াশে, আমার অাতিশয্যে।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
রিকি বলেছেন: ভাই সবাইকে ছেড়ে মশাদের প্রতি অবশেষে বিদ্রোহ ঘোষণা করলেন...!!
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
এস কাজী বলেছেন: না কবিতার পড়ে মশার জন্য দুঃখ লাগলো
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯
হাবিবুর অন্তনীল বলেছেন: ভালো লেগেছে কবিতাটি
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
মারুফ ৪০২ বলেছেন: সবাইকে আন্তরিক অভিনন্দন....
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
সুমন কর বলেছেন: প্রথম ২টি এবং শেষটি ভালো হয়েছে।