![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একা একা বাড়িতে থাকি আর এই নির্জনতা উপভোগ করি, ঘরে বসে রোদের সঙ্গে কথা বলি ।দক্ষিন দিকে দখিনা বাতাস, চওড়া রাস্তার দুপাশে টালির ছাদ দেয়া ছবির মতো দেয়াল ওয়ালা বাড়ি গুলো ঘরের রং হালকা গোলাপি ,সারাদিন মিষ্টি মোলায়েম একটা রোদ আর হা হা করা হাওয়া ।
নিঃশব্দে দরজা খুলে বাড়ি থেকে বের হলাম বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আর চাঁদের সবটুকু আলো যেন এসে পরেছে আমাদের অই বিশাল মাঠটাতে ,কি যেন বিশাল সবুজ মাঠে, গাছপালা ঝোপঝাড়ের ছায়া পরেছে কোথাও। হাওয়ায় দুলছে সেইসব ছায়া।
হাটঁতে হাটঁতে অনেক পথ চলে আসি।এই রকম এক মেয়ে, এই নির্জনরাতে বিশাল মাঠের সবুজ ঘাসে একাকী বসে আছে। আকাশের চাঁদ ছাড়া কেউ তাকে দেখছে না। তাই আমি মন্ত্রমুগ্ধের মতো বসে আছি, আকাশের পানে।/।।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৫
প্রামানিক বলেছেন: নিরজনে নিরালায়
কত কথা মনে হয়
তারই একটু কথন যেন ব্যক্ত হয়েছে।