![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবন কি শুধু কলঙ্ক আর মানুষের কটু কথার অপেক্ষা করে বসে থাকে । নাকি আর অন্য কোন কাজ থাকে বুঝি না, আমরা মেয়ে মানুষ কি মানুষের কথার ফুলঝুরি , আমরা মেয়ে মানুষ হয়ে কি বিপদে পরেছি, নাকি আমার পিতামাতা আমকে জন্ম দিয়ে কোন ভুল কাজ করেছে। উঠতে চলতে বসতে আমরা মেয়ে এত কথা সহ্য করি কেমনে , আল্লাহ আমাদের ধৈর্য দিয়েছেন এই কটু কটু কথা সুনার জন্যে নাকি একটু স্বস্তি আছে জীবনের কোনটা । কোন ছেলে মানুষের সাথে কথা বলতে গেলে ভাবে ,হায় হায় !!! , মেয়েটার চরিত্র খারাপ , কখনও বলে না যে ছেলেটা খারাপ , আমরা মেয়েরা কি পিতামাতার সৌভাগ্যবতী মেয়ে নাকি কলঙ্কিনী কঙ্কাবতী কোনটা , আমাদের সমাজ টা তো পুরুসশসিত তাই তারা জা বলে সেটাই কেন সবাই মেনে নেয় , আমাদের মুখের কথার কি কোন দাম নেই , বিয়ের ক্ষেত্রেও ও একইয় অবস্থা । ইহা থেকে কি মুক্তি কোন বাবস্থা আছে কি ??? বিয়ে না হলে বা বিয়ে হতে দেরী আর কত প্রশ্নের সম্মুখিন হতে হয় টার কন ইয়েত্তা নেই।
২| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫
মাসফিকা জাহান বলেছেন: আমার আসেপাসের মানুষের সমাজের বিরুদ্ধে
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৮
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার অভিযোগ গুলি কার বিরুদ্ধে?