![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তো শুনেছিলাম ফুটবল বুঝলে মানুষ ব্রাজিল সাপোর্ট করে!
ব্রেকিং নিউজ: ব্রেকিং সংবাদ ( নারায়নগঞ্জের চাষাঢ়াতে শিবির ও পুলিশ সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা আহত)
০২-০২-২০১৩
আজ সকাল ১০.০০ দিকে চাষাঢ়া গোল চত্তরে শিবির হটাৎ মিছির বের করে। প্রথমে ২০-২৫ জনের একটি দল ২ নং রেল গেইট থেকে চাষাঢ়া গোল চত্তরের দিকে আসে এবং মুহুর্তের তাদের সাথে যুক্ত হয় কলেজ রোড থেকে আসা আরো একটি ১৫-২০ জনের একটি মিছিল এবং তারা গোল চত্তর প্রদক্ষিন করতে থাকে এবং দুজনের পুলিশের সাথে তাদের কথা বলতে দেখা যায়। তার পর আবার বিশ্বরোড থেকে আরো একটি ২৫-৩০ কি এর বেশি জনের একটি মিছিল আসে এবং পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয় । এখানে উল্লেখ করা প্রয়োজন পুলিশ চাষাঢ়া শহিদ মিনারে অবস্থান করছিল এবং তারা মিছিলে কোন বাধা দেয় নি! তিন টি মিছিল যখন একসাথে সংঘটিত হল এবং তারা দলে ভারী হল তখন তারা অচথাই পুলিশে উপর হামলা চালায় এবং পুলিশ তাদের জীবন বাচাতে প্রথমে পিছু হটলেও পরবর্তীতে তাদের ভুমিকায় শিবির স্থান ত্যাগ করে। ইতিমধ্যে একজন পুলিশ শিবিরের ছোড়া ইটে আহত হয়। শিবির রাস্তায় টায়ার পুড়ে মিছিল করতে থাকে। এসময় সাধারন জনগন ও দোকানদারদের মধ্যে আতঙ্গ ছড়িয়ে পড়ে এবং চাষাঢ়াস্থ সকল মার্কেট বন্ধ করে দেয়া হয়।
......................................................................আপডেট দেওয়া হবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫
আসাদুজ্জামান আসাদ বলেছেন: দূর মিয়া আপনি আধা ঘন্টা আগে বিড়ি টানলেন আর আমারে ডাকলেন না! খেলুম নাই । যাইহোক আগে বেক করে ভালই করেছেন মনে হয়।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: জংগী হয়ে গেছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
আসাদুজ্জামান আসাদ বলেছেন: মনে হয় দায়িত্ববান নাগিরক এর অভাবে
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
মুহাই বলেছেন: পুলিশ করে টা কী?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
আসাদুজ্জামান আসাদ বলেছেন: ভাই আপনি নিজে হলে কি করতেন আমি জানিনা তবে আমি নিজে দেখেছি ওরা কতটা ভয়াবহ, কতটা সংঘটিত। আমি জাষ্ট দেখলাম পুলিশ ওদের কাছে কতটা অসহায় হয়েছে।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
বিডি ফুল বলেছেন: পুলিশের উস্কানিতেই শিবির প্রতিরোধ করে।
দেখুন তার প্রমাণ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
আসাদুজ্জামান আসাদ বলেছেন: দেখতাছি!!!
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪
আমিনুর রহমান বলেছেন: আপডেট দিয়ো আসাদ। জানোয়ারগুলোকে ফায়ার করে না কেন পুলিশ !!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
আসাদুজ্জামান আসাদ বলেছেন: আমি চেষ্টা করবো। ধন্যবাদ আমিনুর ভাই
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
রাফা বলেছেন: নিরিহ জনগণের উপর তান্ডব চালাতে সিদ্ধহস্ত পুলিশ নিস্ক্রিয় কেনো?
বাংলাদেশের পুলিশ হোচ্ছে জনগণের শত্রু আর সন্ত্রাসীদের বন্ধু।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
আমিনুর রহমান বলেছেন: কি অবস্থা এখন আসাদ !
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: বলেন কি? মাত্র আধাঘন্টা আগেও তো শহীদ মিনারের সামনে বিড়ি টানতেসিলাম !! যাক, ইটের ঢিল অথবা পুলিশের বাড়ী থিকা বাইচা গেসি দেখা যায় !!!